আসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভাল আছেন। টেকটিউনসে এটা আমার প্রথম টিউন। যাই হোক, আর কথা বাড়াব না। আমরা কম বেশি সবাই এন্ড্রয়েড ইউজ করি। কম বেশি বললে ভুল হবে আমরা সবাই এন্ড্রয়েড ইউজ করি। এর ভিতরে আমরা অনেকেই আছি গেম খেলার খুব পাগল। যাই হোক, কোন গেম নতুন নতুন গেম খেলা শুরু করলে অনেক সুবিধা থেকেই আমরা বঞ্চিত হয়ে থাকি। অনেক কিছুই কেনা যায় না, লেভেল আনলক করা যায় না। যার কারন হতে পারে আমাদের কাছে টাকা থাকে না, বা গোল্ড থাকে না বা ধরা যায় XP থাকে না ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে অনেকটা সময় ধরে গেম খেলে এগুলো অর্জন করতে হয়। অনেক সময় বিরক্তিও আসে। অবশ্য ছোট একটি সফটওয়্যার দিয়ে এ সমস্যা দূর করা সম্ভব। ধরুন আপনার কাছে ৩০০ টাকা আছে। এটার মাধ্যমে আপনি সেই ৩০০ টাকা কে ৩০০০০০০০ টাকা করে ফেলতে পারবেন। সফটওয়্যারটির নাম "গেম হ্যাকার"
এখান থেকে ডাউনলোড করে নিন "Game hacker v3.1"
এটা ইউজ করার জন্য আপনার ফোনটি অবশ্যই রুট করা হতে হবে। তাহলে আসুন কাজ শুরু করা যাক।
প্রথমে সফটওয়্যারটি উপর থেকে ডাউনলোড করে নিন। তারপর এটা আপনার ফোনে ইন্সটল করে নিন।
তারপর এটা ওপেন করুন।
উপরের চিত্রের মত একটা নোটিশ আসবে। YES চাপ দিন।
রুট পারমিশন চাইবে। ACCEPT করুন।
চিত্রের মত এরকম দেখাবে। এটা গেম হ্যাকারের মুল মেনু। এরপর তীর দেয়া স্থানে ক্লিক করুন। দেখবেন এপটি মিনিমাইজ হয়ে গেছে এবং ডিসপ্লেতে একটি "রেঞ্চ" এর আইকন আসছে। এই আইকন টাকে আপনি স্ক্রিনের যেখানে খুশি সেখানে রাখতে পারবেন।
এবার আপনি কোন একটি গেম খেলা শুরু করুন। আমি এখানে "SUBWAY SURFERS" নামের একটি গেমের স্ক্রিনশট শেয়ার করছি আপনাদের সাথে।
ধরুন আপনার কাছে কয়েন আছে ৪২২টা। আপনি এখন গেম হ্যাকারের আইকনটিতে ক্লিক করুন। তারপর চিত্রে দেখানো স্থানে ৪২২ লিখে সার্চ বাটনে ক্লিক করুন।
দেখা যাচ্ছে ৩১৯টা রেজাল্ট পাওয়া গেছে। এই ৩১৯টি ফাইলের ভিতরে আসল ফাইলটি লুকিয়ে আছে, যেটি আমরা হ্যাক করবো। সেটি পেতে গেলে আমাদেরকে আর কিছুক্ষন গেমটি খেলতে হবে। অর্থাৎ কিছু কয়েন বাড়াতে হবে। নাহলে আসল ফাইলটি পাওয়া যাবে না। আপাতত চিত্রে দেখানো স্থানে ক্লিক করে গেম হ্যাকার মিনিমাইজ করে রেঞ্চ বানিয়ে রাখুন।
আমি নিজে গেমটি কিছুক্ষন খেলেছি এবং কিছু কয়েন বাড়িয়েছি। আগে ছিল ৪২২টা, এখন ৪৭৪টা হয়েছে। এখন গেম হ্যাকার ক্লিক করে চিত্রে দেখানো স্থাবে ৪৭৪ লিখুন এবং সার্চ বাটনে ক্লিক করুন।
হুম! তাহলে একটা ফাইল পাওয়া গেছে দেখা যাচ্ছে, যেটাতে ৪৭৪ লিখা আছে। এখন চিত্রে দেখানো সবুজ আইকনটিতে ক্লিক করুন।
এবার "VALUE EDITION" এ ক্লিক করুন
তারপর চিত্রে দেখানো স্থানে আপনার ইচ্ছামত যেকোন একটা কিছু বসিয়ে দিন। আমি এখানে ৯৯৯৯৯ বসিয়েছি।
এরপর চিত্রে দেখানো স্থানে ক্লিক করুন (ক্লিক করলে সবুজ হবে) এবং "OK" চাপ দিন। এরপর মিনিমাইজ করে রেখে দিন।
এবার আর একটু কষ্ট করে গেমটা খেলুন। অর্থাৎ কিছু কয়েন বাড়ান। আর তারপর দেখুন যাদু!
বাস! হয়ে গেলো। এবার ইচ্ছামত যা খুশি তাই কিনুন। এই একই পদ্ধতি অনুসরণ করে আপনি যে কোন কিছু বাড়াতে পারবেন।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই!
আমি ইমরান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ ভাই 🙂