আসসালামুআলাইকুম
.
.
.
আশা করি সবাই ভালো আছেন। কেনই বা থাকবেন না! টিটির সাথে থাকলে তো ভালো থাকার কথা।
সেই ২০১০ সালের শেষের দিকে আমি যখন ইন্টারনেট চালানো শিখি, তার পরে পরিচিত হই টেকটিউনের সাথে। তখন নোকিয়া জাভা মোবাইল দিয়ে নেট চালাইতাম। কি যেনো একটা খুজতে খুজতে টিটির সাথে পরিচিত হই। তখন টিটির ওয়েব এড্রেসটা মুখস্থ করিনি বুকমার্ক করে রাখি। কিছু দিন পর ব্রাউজারটা ভুলে ডিলিট করে দি। তার পর অনেক দিন আর টিটি ভিজিট করা হয় না। তার পর অ্যান্ডয়েড কিনি আস্থে আস্থে টিটিকে আবার খুজে পাই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে টিটি ভিজিট করি। এখান থেকে অনেক উপকার পাই ক্ষতিও হয়। কিছু অসাধু লোক বিভিন্ন ভাইরাস নিয়ে টিউন করে কিছু ডাউনলোড করতে বলে। তাছাড়া টিটির এডমিন প্যানেলের গাফিলতির কারনে যে কতো বার কম্পিউটারের উইন্ডজ সেটআপ দেওয়া লেগেছে তার কোনো হিসার নাই। একবার হার্টডিস্ক কেনা লাগে। তবে সব কিছু গড়ে দেখা যায় ক্ষতির চেয়ে উপকারটা বেশি আছে। এর আগে টিটিতে কোনো রকম টিউন করিনি। আজ করতছি। লেখার টাইম পাইনা। পড়ালেখার চাপ কাজের ব্যাস্থতা টিউন করা হয়ে ওঠে না।
.
.
অনেকটা সময় বক বক করে আপনাদের গ্রুত্বপূর্ন সময় নষ্ট করলাম।
.
কাজের কথায় আসি।
.
.
আজকে আমার টিউন হলে অ্যান্ডয়েডের প্যাটার্ন লক নিয়ে।
সবাই চায় তার শখের মোবাইল ফোনটা সুরক্ষিত থাকুক। কতজনে তা পারে। অনেকে পারে আবার অনেকে পারে না। তাদের জন্যই আমি নিয়ে এলাম অনেক গুলা প্যাটার্ন ডিজাইন। এই ডিজাইন গুলা অনেকটা কঠিন। যে কেউ এটা খুলতে পারবে না। সবার সামনে ফোনের লক খুললেও তা দেখে কেউ খুলতে পারবে না। ডিজাইন গুলা সহজ হলেও সিকুরিটিটা অনেক কঠিন। তবে এগুলা ব্যবহার করে আমি যে সমাস্যায় পড়ছি তাহলো বার বার প্যাটার্ন ভুলে যাই। তবে আপনারা একটু ভালো ভাবে খেয়াল করবেন। আমি প্রতিদিন ঘুমানোর আগে প্যাটার্ন পরিবর্তন করি। প্যাটার্ন পরিবর্তন করাটা আপনার ব্যাপার। আমার ভালো লাগে সে জন্য পরিবর্তন করি। প্যাটার্ন গুলা আমার নিজের ডিজাইন করা।
কিছু নমুনা দেখুন।
.
.
.
.
যেহেতু অনেক গুলা তাই একটা জিপ ফাইলে করে দিলাম
Download link: http://www.mediafire.com/?m02udisdu0vh7
Size: 4.43
Zip password: N.J.@ B.D By F@tt@in N@im3
ডাউনলোড করে অনজিপ করলে দেখবেন অনেক গুলা এরকম ইমেজ আছে। ভালো ভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কোথা থেকে শুরু হয়েছে। এবং কি ভাবে ডিজাইন করা হয়েছে। না পারলে নিচে আপনাদের জন্য আছেই। আমি সর্বদা সাহায্য করবো।
সবার কাছে একটা অনুরোধ কেউ এটাকে কপি করে নিজের নামে চালাবেন না। কপি করলে ক্রেডিট দিয়েন।
টিটির সবার কাছে আমার একটা রিকুয়েষ্ট আমার অনেক কষ্টর একটা ফেসবুক গ্রুপ আছে সবাই একটু ঘুরে আসার আমন্ত্রন জানাচ্ছি।
নতুন জীবনের এন্ড্রয়েড(সম্পুর্ন বাংলা ভাষায়)
→আমার ফেসবুক আইডি Fattain Naime
প্রয়োজনে নক করতে পারেন। নিজের সাধ্যের মধ্যে থাকলে উপকার করবো।
সর্বশেষে বলতে চাই আমি তেমন একটা ভালো অরটিকেল লিখতে পারিনা। যদি কোনো ভুল ত্রুটি হয় সবার কাছে ক্ষমা চাচ্ছি।
টা টা
যানিনা কবে আবার দেখা হবে।
আমি ফাত্তাইন নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারন মানুষ। জানতে বেশি ভালবাসি। তা যদি হয় প্রযুক্তি বিষয়ক। তাহলে তো কথাই নেই।
Download link ta check koren plz.. 🙂