আসসালামু আলাইকুম, ভাল আছেন সবাই ? আশাকরি ভাল আছেন। আমি ও ভাল আছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ্। বেশী ভুমিকা মারব না আসল কথাই চলে যাব। চলুন আসল কথাই জাওয়া যাক।
এন্ডরইড অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে নতুন করে পরিচয় করে দেয়ার প্রয়োজন মনে করছিনা। কারন যারা এন্ডরইড মোবাইল চালান, তাঁরা সবাই এই অ্যাসিস্ট্যান্ট কে চিনেন। তাই এর ঝামেলা না করে আসল জিনিষ দেখাই।
এখন আপনাদেরকে যে অ্যাসিস্ট্যান্ট এর কথা বলছি সেটি হল এখন পর্যন্ত লাস্ট ভার্সন, যার সাইজ হল ১.৫ মেগাবাইট। যা অনেক আপডেট। নিচে এই অ্যাসিস্ট্যান্ট এর ফিচারের একটি ফটো দিয়ে দিলাম। যদি আপনার পছন্দ হয় তাহলে নামিয়ে নিবেন,
ডাউনলোড লিংকঃএন্ডরইড অ্যাসিস্ট্যান্ট
এই অ্যাসিস্ট্যান্ট কি সুবিধা আমি কিছু বলবনা, আপনি ইউস করে দেখুন, কারন এটা আপনার জন্য সারপ্রাইস। নিজেই বুঝতে পারবে।
তাহলে সবাই ভাল থাকবেন, আমি ও ভাল তাহকব (ইনশাল্লাহ) আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।
আপনার কম্পিউটার এর উইন্ডোজ ভারি হয়ে গেলে কি করে টা আবার হালকা করবেন, সেটা দেখে নিন।
আর USD $ নয়,এবার অনলাইন থেকে আয় করুন EURO € খুব সহজেই
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।