সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন টিউন,আশা করি সকলের ভালো লাগবে।
আমরা সবাই কম বেশি এন্ড্রয়েড ব্যবহার করি।এন্ড্রয়েড দিয়ে যা ইচ্ছে করি।মুভি দেখি,গান শুনি,ডকুমেন্ট নিয়ে কাজ করি,ছবি/ভিডিও সহ আরো অনেক কাজ ই করি।আসলে গুগল আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে।এক কথায় আমরা কিন্তু গুগলের কাছে দায়বদ্ধ।
গুগলের সেবার কিন্তু এখন সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে।কি নেই গুগলের?আছে জিমেইল,ভিডিও দেখার জন্য রয়েছে ইউটিউব,সামাজিক যোগাযোগের জন্য রয়েছে গুগল প্লাস।
ঠিক এরকমই একটি সেবা নিয়ে এসেছে গুগল সেটা হলো গুগল ট্রান্সেলেট।এটি এমন একটি সেবা এর মাধ্যমে আপনি যেকোন ভাষাকে যেকোন ভাষায় রূপান্তর করতে পারবেন।
কিন্তু এতদিন এই সেবা নিতে হলে,অনলাইন ছাড়া গতি ছিলো না,কিন্তু আজ আমি নিয়ে আসলাম এর অফলাইন ভার্সন।
এখন থেকে এন্ড্রয়েডের মাধ্যমেই যেকোন ভাষাকে রূপান্তর করতে পারবেন যেকোন ভাষায়।
তো আর দেরী কেন এখুনি নিচ থেকে নামিয়ে ফেলুন এপটি।
App Name: Google Translate.apk
Size:18MB
Link: এখানে ক্লিক করুন
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-অবশ্যই Adblock Plus ব্যবহার করুন।
৫-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...