বর্তমান যুগ মোবাইলের যুগ। তাই আপনার কাছে কম্পিউটার না থাকলেও আপনি এখন কম্পিউটারের সকল কাজ মোবাইল দিয়েই করতে পারেন। তারমধ্যে একটি হলো মোবাইলকে লোকাল সার্ভার বানানো। লোকাল সার্ভার কি? জানেন না? সমস্যা নেই আমি বলে দিচ্ছি। লোকাল সার্ভার হল আপনার মোবাইলের, আপনার সম্পুর্ন নিজস্ব সার্ভার। এর মাধ্যমে আপনি পিএইচপি, মাইএসকিউএল, ডাটাবেস, ওয়ার্ডপ্রেস অর্থাৎ সার্ভারের প্রায় সকল কাজই করতে পারবেন।
চলুন দেখা যাক, কিভাবে সার্ভার বানাবো?
অ্যান্ড্রয়েড ফোনকে লোকাল সার্ভার বানানোর জন্য প্রথমে গুগোল প্লে তে গিয়ে ksweb লিখে সার্চ করুন এবং অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করতে হবে।
কেএসওয়েব এ যা যা আছে:
lighttpd server v1.4.35 (SSL)
nginx v1.7.3 (SSL)
PHP v5.6.2 (SSL)
MySQL v5.6.19
msmtp v1.4.32
Web Interface v1.2
ইন্সটল করার পর আপনি আপনার ফোনের ডিফল্ট ব্রাউজার থেকে localhost:8080 বা 127.0.0.1:8080 লিখে এন্টার করুন। তাহলে আপনি কেএসওয়েবের ডিফল্ট হোমপেজ টি দেখতে পাবেন।
পিএইচপিমাইএডমিন চালানোর জন্য ksweb থেকে টুলস মেনুতে গিয়ে পিএইচপিমাইএডমিন এর উপরে ক্লিক করুন। তাহলে পিএইচপিমাইএডমিন ডাউনলোড হবে।
এবার আপনার মেমরি কার্ড বা যেখানে ফোন মেমরি যেখানে ksweb ইন্সটল করেছিলেন সেখানে গিয়ে দেখুন htdocs নামের একটি ফোল্ডার তৈরি হয়েছে। (এই ফোল্ডারেই আপনার পিএইচপি বা ওয়ার্ডপ্রেস রাখতে হবে।) এর নিচে দেখুন ksweb নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে।
এবার ksweb ফোল্ডারে ডুকে টুলস ফোল্ডারে ডুকে দেখুন phpmyadmin নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডার টি কপি করে htdocs ফোল্ডারে পেস্ট করে দিন। এবার ব্রাউজার থেকে localhost:8080/phpmyadmin লিখে ডুকে দেখুন আপনার পিএইচপিমাইএডমিন সেট। এখন পিএইচপিমাইএডমিন এ লগিন করুন।(username : root password : খালি) একটা ডাটাবেস তৈরি করে নেন। যেকোন নাম দিন। যেমন wp
এবার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিন। এবং জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে htdocs ফোল্ডারে রাখুন। এবার ব্রাউজারে localhost:8080/wordpress লিখে এন্টার করুন।
এবার ওয়ার্ডপ্রেস ইন্সটল করে আমাকে একটা ধন্যবাদ দিন।
না বুজলে টিউমেন্ট করবেন।
অপেরা মিনি বা ইউসি ব্রাউজার ইউজ করবেন না। এগুলাতে কাজ করবে না। চাইলে অপেরা মোবাইল ডাউনলোড করতে পারেন। সেটাতে কাজ করবে।
আমি মোঃ ফরহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।