আর নয় জিপি তে ফ্রি টিভি দেখার টোকেনের অপেক্ষায় বসে থাকা, বাংলাদেশের ক্রিকেট দলের সকল খেলার ফ্রি টিভি টোকেন বের করুন নিজেই

আসসালামু আলাইকুম

আশা করি ভাল আছেন। আজকের টপিক টি বলার আগে এঈ স্ক্রিনশট টা আগে দেখে নিন

 

নিজেই বানান ফ্রি খেলা দেখার লাইভ টোকেন আর হয়ে যান বস। আর আজকের বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে  এর ম্যাচ দেখুন আপ্নার মোবাইল এ।

আপনার নিজের বানানো লিংক দিয়ে।

 

শুরু করা যাক।

হ্যা বন্ধুরা আজ সত্যি আপ্নাদের এই বিশাল কাজ টি আপ্নাদের শেখাব যা আপ্নি এতদিন নেট ঘেটে ও পান নি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপ্নার দরকার হবে ::

১) ১ টি জিপি সিম

২) সিম এ কিছু মেগাবাইট (৪-৫-৬ এম্বি এর মত)

৩) সিম এ ব্যালেন্স থাক্তে হবে ১৫ টাকা

৩) ইউসি ব্রাউজার যে কোন varsion অথবা ডিফল্ট ব্রাউজার

৪) এন্ড্রয়েড ফোন। 🙂

আমরা এখন কাজের জন্য রেডি। প্রথমে ইউসি অথবা ডিফল্ট ব্রাইজার এ যান। শুধু এটুকো লিখুন

10.165.58.69

আমি আবার বলছি শুধু এটুকো লিখে ওকে করুন

10.165.58.69

এবার যে পেজ আসবে bd vs zim ফটোর উপর ক্লিক করুন।না বুঝলে ফটো দেখুন

 

ক্লিক করার পর লেখা আসবে 1440 minute @ 10 Taka per 1 Day -- পাশের subscribe লেখা তে ক্লিক করুন।

এবার ফোন টি একবার বন্ধ করে চালু করুন

এবং অই সাইট এ আবার যান

এবার উপরের এড্রেস বার থেকে লিংক টি কপি করুন।

এবার mx player এ যান। সেটিং থেকে network stream এ ক্লিক করুন। লিংক টি পেস্ট করে অকে দিন।

। আর কি। কাজ তো শেষ।

কোন সমস্যা হলে ফেসবুকে আমি

এখানে

টিউনটি প্রথম প্রকাশিত হয় এই পেজ এ

এই পেজ

এন্ড্রয়েড এ ফেসবুকে বাংলাদেশি অটো লাইক  নিতে অটো লাইক ধন্যবাদ

আবার দেখা হলে নতুন কিছু নিয়ে।

আসসালামু আলাইকুম।

আবার দেখা হলে নতুন কিছু নিয়ে।

 

আসসালামু আলাইকুম।

Level 0

আমি আশিফ ইমদাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

oi mia link ta kivabe ante hoy photo dilana

প্রিয়তে নিলাম। অনেকদিন থেকেই আমি এই টিউনটি খুঁজছিলাম। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

welcome জামিল বোরহান হাদি

ধন্যবাত ভাইয়া

play store একটা এপ্স দেখলাম switce to windwos phone এই এপ্স টা দিয়ে কি কাজ হবে। এটা দিয়ে কি এন্ড্রয়েডকে উইন্ডজ এ কনভাট করা যাবে নাক উইন্ডোজ কে এন্ড্রয়েড করা যাবে।