কেমন আছেন সবাই?আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন।আজ জুম্মার নামায পড়েছেন তো? যায় হোক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
অনেকে আমাকে বলেন এই ফোন কীভাবে রুট করবো?অই ফোন কিভাবে রুট করবো।আবার অনেকে তার নিজ নিজ ডিভাইস রূট করতে ভয় পান,কেননা রুট করলে ফোনের ওয়ারেন্টি চলে যায়,তাদের জন্য পরামর্শ হলো রুট করলে যেভাবে ওয়ারেন্টি চলে যায় আবার ঠিক আনরুট করলে ওয়ারেন্টি ফিরে পাওয়া যায়।
আজ আপনাদের জন্য এমন একটি এপ নিয়ে এলাম যার মাধ্যমে আপনারা খুব সহজেই যেকোন ডিভাইস রুট করতে পারবেন পাশাপাশি আনরুট করতে পারবেন।
এপটির নাম হলো IRoot.apk এর মাধ্যমে আপনারা খুব সহজেই এক ক্লিকে আপনার ফোনটি রুট করে ফেলতে পারবেন।আর এর ব্যবহার কিন্তু খুব বেশি জটিল না।
এন্ড্রয়েড এর জন্য এটি সবচেয়ে ভালো একটি এপ,যার মাধ্যমে যে কেউ যে কোন এন্ড্রয়েড ডিভাইস রুট করতে পারবেন।
তো আর দেরী কেন?এখুনি নিচ থেকে এপটি নামিয়ে নিন।
App Name: IRoot.apk
Size: 5.19MB
Link: এখানে ক্লিক করুন [লিংকে ঢুকে "Create Download" এ ক্লিক করুন]
কীভাবে ব্যবহার করবেন?
১-ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন।
২-Open করুন।
৩-রুট বাটনে/অপশনে ক্লিক করুন।
৪-এবার মজা লুটুন
সতর্কতাঃ যা করবেন নিজ দায়িত্বে করবেন,সাহস না থাকলে এই সকল কাজ থেকে ১০০ গজ দূরে থাকুন।যদিও এই এপের ডেভেলপার বলছে যে এই এপের মাধ্যম সব ডিভাইস রূট করা যায়,তবে আমার মতে অনেক ডিভাইসে এপটি নাও কাজ করতে পারে।
তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকবে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
link ঠিক নেই