এইবার আপনার এন্ড্রয়েড কে দিন আইফোনের রূপ

সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন।আজ এসে পরলাম আমার দ্বিতীয় টিউন নিয়ে,আশা করি সকলের ভালো লাগবে।

 

এন্ড্রয়েড ফোনের সব থেকে বড় একটি সুবিধা হলো কাস্টমাইজেশন।অনেকেই জানেন কাস্টমাইজ মানে কি?যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি-এক কথায় কাস্টমাইজ মানে হলো সাজানো।অর্থাৎ আপনি আপনার মনে মাধুরী মিশিয়ে আপনার এন্ড্রয়েড কে দিতে পারেন ইচ্ছে মত রূপ।এন্ড্রয়েড দিচ্ছে আপনাকে সর্বোচ্চ স্বাধীনতা আপনার ফোনকে আপনার মত করে সাজিয়ে নেয়ার।

আজ আমার এই টিউন এন্ড্রয়েড ফোনের ডায়লার নিয়ে।হয়তো এন্ড্রয়েডের স্টক তথা বিল্ড ইন [Build-In] যে ডায়ালার টি দেয়া থাকে,তা অনেকের ভালো নাও লাগতে পারে,আবার অনেকের কাছে এর কাজ অনেক কঠিন মনে হতে পারে।

 

 

 

তো যেই জিনিস আপনার ভালো লাগে না সেটা আপনি কেন ব্যবহার করবেন?তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম আকর্ষনীয় একটি ডায়ালার যা আপনাকে দিবে আইফোনের স্বাদ।মূলত আইফোনের ইউজার ইন্টারফেস নিয়েই এই এপটি তৈরী করা হয়েছে।আর হ্যা এটি একটি পেইড এপ,মানে এটি ডাউনলোড করতে হলে আপনাকে ডলার গুণতে হবে।তবে আজ আমার এই টিউনে আপনি এই এপটি পাবেন সম্পুর্ণ বিনামূল্যে।আর এটি চালাতে হলে আপনাকে খুব একটা ঝামেলা পোহাতে হবে না,এটার মাধ্যমে আপনি সকল কাজ খুব সহজেই করতে পারবেন।

তো আর দেরী কেন?এখুনি নিচ থেকে ডাউনলোড করে ফেলুন এপটি।

App Name: iDialer.apk

Download Link:  এখানে

টিউনটি কেমন লাগলো?ভালো লেগে থাকলে টিউনমেন্ট দিয়ে আপনার মূল্যবান অনুভূতি আমাদের জানাতে ভুলবেন না।আর আগামীতে এন্ড্রয়েডের কোন বিষয় নিয়ে টিউন করা যেতে পারে তা যদি জানাতে পারেন তাহলে আমি উক্ত বিষয় নিয়ে পরবর্তী টিউনে টিউন করিবো 🙂 আপনাদের জন্যই আমার এই টিউন,আপনাদের কাছেই যদি আমার টিউন ভালো না লাগে তাহলে শুধু শুধু টিউন করার কোন মানেই হয় না।আর মানুষ মাত্রেই যেহেতু ভুল,সেহেতু আপনারা আমার ভুলকে ধরিয়ে দিবেন বলে আমি আশা রাখি আপনাদের কাছে,কেননে নিন্দুকরে আমি বড়ই বেশি ভালোবাসি।আজ এ পর্যন্তই,পরবর্তীতে আবার নতুন কোন টিউন নিয়ে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকুন 🙂 সকলকে ধন্যবাদ।

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস