আপনার Android ফোনের Space আর গতি বাড়িয়ে নিন!
আমরা অনেকেই এখন Android Phone ব্যবহার করি, কিন্তু কখনো কখনো খুব slow হয়ে যায়। আমি ৫ টি Tips দেব, আশা করি কাজে আসবে। এর সাহায্যে আমরা ফোনের space ও বাড়াতে পারি।
5 Simple Ways to Free Up Space On Android
কি কি উপায়ে এটি বাড়ানো যায়?
১. Uninstall Unused Applications
২. Upload your Photos or videos to Online Storage
৩. Delete Unnecessary Files and Folders
৪. Move Apps and Media Files to SD Card
৫. Clear App Cache
এই ভিডিও টা দেখুন আশা করি কাজে আসবে। You Tube Video
কিভাবে এই গুলি করব?
১. Uninstall Unused Applications
আমাদের ফোনে অনেক app থাকে যেগুলি আমরা প্রায় use করি না। সেগুলি Uninstall করে দিন।
প্রথমে Google Settings এ যান আপনার Android Phone থেকে।
তারপর App option এ গিয়ে open করুন।
তারপর যে App টি ব্যবহার করতে চান না সেটি Uninstall করুন। এতে আপনার ফোনের space ও বাড়বে এবং speed বাড়বে।
২. Upload your Photos or videos to Online Storage
ফোনে ফটো আর ভিডিও থাকবে না তা কি হয়? এগুলি ছাড়া তো ফোনের কোন মানেই হয় না। কিন্তু আমাদের ফোনের সবচেয়ে বেশি জায়গা খায় এগুলি। তাই এই সব যদি
আমরা Online এ store করি, তাহলে তো আর সমস্যা থাকে না। তাই গুলি online এ সেভ করুন।
যেমন Mediafire, Dropbox, Google Drive, Google Photos এ Upload করতে পারেন।
৩. Delete Unnecessary Files and Folders
আমাদের ফোনে অনেক কিছু Files and Folders থাকে যেগুলি কিছু কাজেই লাগে না, যেগুলি Unnecessary, আগে সেগুলি খুঁজে বার করুন আর Delete করে দিন,
ফোনের অনেক জায়গা বেড়ে যাবে।
৪. Move Apps and Media Files to SD Card
অনেক Apps আছে যা ফোন মেমোরি তে জমা বা Install হয়, এতে জায়গা কম হয়ে যায়। তাই এগুলিকে SD Card এ মুভ করে দিন। এতে ফোন মেমোরি তে জায়গা
বেড়ে যাবে।
এর জন্য কিছু অ্যাপ use করতে পারেন।
যেমনঃ Ccleaner, 360 security, optimizer plus etc
৫. Clear App Cache
আমাদের অজান্তেই ফোনের ভেতর অনেক cache file জমা হয়। সেগুলিতে ফোন এর স্পেস খেয়ে নেয়। তাই সেগুলি Delete করে দিন।
এর জন্য কিছু অ্যাপ use করতে পারেন।
যেমনঃ Ccleaner, 360 security, optimizer plus etc
আশা করি এগুলি করলে আপনার ফোনের জায়গা বাড়বে আর ফোন Speed পাবে।
আমার ব্লগে আমন্ত্রণ রইলঃ How To Tips Tutorials
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.
Oooooo i seeeeeeeeeeeeee this thanks for remind me