স্মার্টফোনের চুরি ঠেকাতে ও উদ্ধারে অ্যান্ডয়েড অ্যাপস! টিউনটি পড়ে দেখুন এবং অ্যাপসগুলো সংগ্রহে রাখুন!! ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে!!!

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্। কেমন আছেন প্রিয় টেকটিউনস অধিবাসী বন্ধুরা?
আশা করছি সবাই ভালো আছেন,সুখেই আছেন।আর সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এই দোয়াই করি। এবারের টিউনটি হবে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার ও এর মধ্যেকার থাকা তথ্য উদ্ধারের বিষয়ে।
আজকের দিনে স্মার্টফোনের
প্রয়োজনীয়তার আমার বলার দরকার নেই। প্রযুক্তিপ্রেমী মাত্রই স্মার্টফোনের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত। স্মার্টফোনগুলো আজকাল শুধু মানুষের
কথা বলার চাহিদাই মেটায় না, বরং
প্রাত্যহিক জীবনের এক গুরুত্বপূর্ণ
উপাদান হয়ে পড়েছে। ব্যক্তিগত,
পেশাগত ও সামাজিক জীবনের একটি
নির্ভরযোগ্য তথ্যের ভাণ্ডার হয়ে
উঠছে হাতের মুঠোয় থাকা ফোনটি।
অনেকে তো ক্ষণিকের জন্যও স্মার্টফোনের সঙ্গ ছাড়তে চান না।
কিন্তু সাধের ফোনটি চুরি হয়ে
গেলে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে।কিংবা যেতে পারে হারিয়ে ও।
হারানো মোবাইল রক্ষা করতে আছে
অ্যাপস।মোবাইলের চুরি ঠেকাতে
এবং চুরি/হারিয়ে যাওয়া ফোনের তথ্যাদি
সংরক্ষণ করে আপনাকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করতে পারে কিছু অ্যাপস। এমন তিনটি অ্যাপস সম্বন্ধে জেনে নিন, আশা করি আপনার কাজে দেবে।

১. সেরবেরাস অ্যান্টি-থেফট (Cerberus Anti-Theft)
এই এপ্লিকেশন আপনার চুরি যাওয়া মোবাইল উদ্ধারে চুড়ান্ত সহায়তা করবে। এটি শুধু একটি ফোন ফাইন্ডার
অ্যাপ্লিকেশনই নয়, এটি একই সঙ্গে
চোরকে শনাক্তকরণ এবং আপনার
তথ্যাদি নিরাপদে রাখার জন্য একটি
সম্পূর্ণ সমাধান। সেরবেরাস হলো
গ্রিক মিথোলজির সেই তিনমাথাওয়ালা কুকুর,
যা বিশ্বস্ততার সঙ্গে পাতালপুরে
ঢোকার দরজা পাহারা দিত!!! ঠিক
তেমনিভাবেই এই অ্যাপ্লিকেশন
তিনটি উপায়ে আপনাকে নিরাপত্তা
দান করে।
★ ওয়েবসাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ।
(www.cerberusapp.com)
★ মেসেজের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন।
★ স্বয়ংক্রিয়ভাবেই অ্যালার্ম বাজবে।
রিমোট কন্ট্রোল সার্ভিসের মাধ্যমে
আপনি আপনার চুরি/হারিয়ে ফোনটির যা করতে পারবেন ➩⇒⇒⇒
⇰ বর্তমানে আপনার ডিভাইসটি কোথায় আছে,সেই স্থান শনাক্ত করতে পারবেন।
⇒ কোডের মাধ্যমে ডিভাইসটি
লক করতে পারবেন।
⇛ সজোরে অ্যালার্ম বাজাতে পারবেন।
(যদি ডিভাইসটি সাইলেন্ট করা থাকে,তাহলেও)
⇒ মেসেজ পাঠাতে পারবেন, যা আপনার
ডিভাইসের ডিসপ্লেতে
স্বয়ংক্রিয়ভাবে শো করবে।
⇨ চোরকে শনাক্ত করতে ফ্রন্ট
ক্যামেরার মাধ্যমে ছবি নিতে,
স্ক্রিনশট নিতে, এমনকি ভিডিও
রেকর্ডও করতে পারবেন।
➟ যদি চান,তাহলে ফোনের সব তথ্য মুছে দিতে পারবেন।
➢ মাইক্রোফোনের মাধ্যমে অডিও
রেকর্ড করতে পারবেন।
➬ স্মার্টওয়াচের মাধ্যমে ডিভাইসের
সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।
এ ছাড়া আর বেশ কিছু সুবিধাসংবলিত
এই দারুণ উপযোগী অ্যাপটির Trial version (বিনামূল্যে) এবং Premium version গুগল প্লে স্টোরে পাওয়া
যাবে।
২. অ্যাভাস্ট অ্যান্টি-থেফট (Avast Anti-Theft)
সিকিউরিটি অ্যাপ্লিকেশনের জগতে অ্যাভাস্ট একটি অতি পরিচিত নাম। এটি বিনামূল্যে লাখ লাখ ডিভাইসকে
নিরাপত্তা দিয়ে থাকে। আপনার
ডিভাইসে এটি ইন্সটল দেওয়ার সময়
একটি Avast Account খোলা
লাগে (বিনামূল্যে)। এটি থেকে পরে
http://www.my.avast.com এই ওয়েবসাইট থেকে আপনার
হারিয়ে যাওয়া ডিভাইসটি নিয়ন্ত্রণ
করতে পারবেন। নিরাপত্তা বিষয়ক এই শীর্ষস্থানীয় অ্যাপ্লিকেশনটি বেশ
কিছু চমৎকার ফিচারের মাধ্যমে
আপনাকে সাহায্য করবে।
⇏ ডিভাইসটি লক করতে পারবেন।
⇏ ডিভাইসটি বর্তমানে কোথায় আছে,সেই স্থান শনাক্ত করতে পারবেন।
⇏ অন ডিসপ্লে মেসেজিং।
⇏ অ্যালার্ম বা সাইরেন বাজানো।
⇏ চিন্তা নেই!!! এটি সিম পরিবর্তন করলেও তার নোটিফিকেশন দিবে।
⇏ এটি দ্বারা সব তথ্য মুছে ফেলতে পারবেন।
⇏ Thefty বা চোরের ছবি তোলা ও
তার আশপাশের অডিও শুনতে পারবেন।
অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে গুগল
প্লে স্টোর থেকে নামানো যাবে।
৩. প্রে (Prey)
একদম বিনামূল্যের এই অ্যাপটির একটি বিশেষ গুন হচ্ছে এটি একসঙ্গে
তিনটি ডিভাইস নিয়ন্ত্রণ করতে
পারে। প্রায় সব ধরনের অপারেটিং
সিস্টেমেই এই অ্যাপ কাজ করে।
রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে
এটি আপনার মূল্যবান ডিভাইসটির
রক্ষণাবেক্ষণ করে থাকে। মাত্র 4.2 MB‍'র এই
অ্যাপ্লিকেশন দারুণ সব ফিচারের
মাধ্যমে হারিয়ে যাওয়া ডিভাইসটি
আপনার কাছে ফিরিয়ে দিতে
পারে।
⇒ জিপিএসের মাধ্যমে ডিভাইসটির
বর্তমান স্থান শনাক্ত করে।
⇒ ছবি ও স্ক্রিনশটসহ আপনাকে
রিপোর্ট করবে।
↦ আপনার নিয়ন্ত্রণে অ্যালার্ম
বাজবে।
একদম সঠিক লোকেশনের জন্য বর্তমান
ডিভাইসের নেটওয়ার্ক সম্বন্ধিত
যাবতীয় তথ্য দেবে।আরেকটা মজার বিষয় হচ্ছে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে যাঁরা তাঁদের সাধের হারানো
স্মার্টফোন ফিরে পেয়েছেন, তাঁদের
অভিজ্ঞতা ও টিউমেন্টের কথা জানতে
পারবেন তাদের ওয়েবসাইটে (https://
preyproject.com/blog/cat/recoveries)।
অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর
থেকে বিনামূল্যে ডাউনলোড করতে
পারবেন।
এটি আমার দ্বিতীয় টিউন।কেমন হয়েছে তা টিউমেন্টে জানাতে ভূলবেন না।আজ তাহলে এ পর্যন্তই।সবার জন্য শুভকামনা রইলো।
আস্সালামু আলাইতুম ওয়া রাহমাতুল্লাহ্।

Level 0

আমি আদিল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ পোস্ট করার জন্য

থ্যাংকস টিউনটি পড়া এবং সেইসাথে টিউমেন্টের জন্য