গুগল তাদের এন্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম মার্সমেলো নিয়ে এসেছে বেশ কয়েক দিন হল। এখন দেখার বিষয় হচ্ছে কোন ডিভাইসে কত তাড়াতাড়ি মার্সম্যালো আপডেট পাওয়া যাবে। নিঃসন্দেহে সবার আগে পাবে নেক্সাস সিরিজের ডিভাইসগুলো এবং পর অন্যান্য ডিভাইস। চলুন দেখে নেয়া যাক এর ধারাবাহিকতা।
গুগলের নেক্সাস ফোনগুলো ইতোমধ্যেই এন্ড্রয়েড ৬.০ মার্সমেলো আপডেট পেতে শুরু করেছে।
উপরের এইচটিসি ফোনগুলো এই বছরের শেষ নাগাদ এন্ড্রয়েড মার্সম্যালো আপডেট পাবে।
এই টিউন পাবলিশ করা পর্যন্ত মটোরোলা জানায়নি যে কবে তারা মার্সম্যালো আপডেট দিতে পারবে।
সনি বলেছে যে তারা এন্ড্রয়েড ৬.০ আপডেট প্রস্তুত করছে, কিন্তু কবে সেটা ডেলিভারি হবে তা জানায়নি।
টি-মোবাইল (ক্যারিয়ার) বলেছে যে তারা এন্ড্রয়েড ৬.০ মার্সম্যালো আপডেট প্রস্তুত করছে, কিন্তু কবে সেটা ডেলিভারি হবে তা জানায়নি।
অপরদিকে স্যামসাংয়ের পক্ষ থেকে এই টিউন পাবলিশ করা পর্যন্ত এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে যেসব স্যামসাং ডিভাইসে এন্ড্রয়েড ললিপপ আপডেট রয়েছে, সেগুলো হয়ত মার্সমেলো আপডেটও পাবে। অবশ্য আপনার যদি গ্যালাক্সি এস ৬ বা তার কিছুদিন আগে/পরে মুক্তি পাওয়া কোনো ফ্ল্যাগশিপ স্যামসাং ডিভাইস থাকে, তবে আপনি হয়ত শীঘ্রই এই আপডেট পাবেন।
ঘুরে আসতে পারেন আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্লগ http://altaf-mgt.tk
আমার ফেসবুক পেইজ http://www.facebook.com/supportdigital
আমি বুলবুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune