আসসালামু আলাইকুম, আজ প্রায় ১ বছর পরে টেকটিউনসে লিখতে বসলাম, আশা করি আপনাদের ভাল লাগবে, আজকে আমি ওয়াল্টনের বেশি ক্ষমতা সম্পন্য কিছু স্মার্ট ফোনের কথা বলব যে গুলার ক্ষমতা ৩০০০ হাজার মিলি এম্পিয়ারের থেকে বেশি,
প্রথমে পুরাতন মডেলের দিক থেকে শুরু করি।
ওয়াল্টন জিএম মিনি
এই স্মার্ট ফোনের রয়েছে ৩০০০ হাজার মিলি এম্পিয়ার লি পলি ব্যাটারি, এই ফোন বাজারে আসে ডিসেম্বর ২০১৪ সালে।
ওয়াল্টন প্রিমো এইচ এম মিনি
এই স্মার্ট ফোনে রয়েছে ৪০০০ হাজার মিলি লি আয়ন ব্যাটারি, এই স্মার্ট ফোন বাজারে আসে এপ্রিল মাস ২০১৫ তে।
ওয়াল্টন এইচ এম
এই ফোনের ব্যাটারি হল ৪২০০ মিলি এম্পিয়ার, এই ফোন বাজারে আসে মে ২০১৫ তে।
ওয়াল্টন প্রিমো আর এম
প্রিমো আর এম এর ব্যাটারি হল ৩০০০ মিলি এম্পিয়ার লি পলিমার ব্যাটারি, এই ফোন বাজারে আসে ফেব্রুয়ারি ২০১৫ তে।
ওয়াল্টন প্রিমো জি এম
এই ফোনের ব্যাটারি হল ৪০০০ হাজার মিলি এম্পিয়ার, এই ফোন বাজারে আসে এপ্রিল ২০১৫ তে।
ওয়াল্টন প্রিমো এন এক্স ২
এই স্মার্ট ফোনের ব্যাটারি হল ৩০০০ মিলি এম্পিয়ার, এই ফোন বাজারে আসে ফেব্রুয়ারি ২০১৫ তে।
ওয়াল্টন আর এম ২
ওয়াল্টনের সব স্মার্ট ফোনের থেকে এই স্মার্ট ফোনের ব্যাটারি ক্ষমতা হল বেশি, এতে রয়েছে ৫০০০ হাজার মিলি এম্পিয়ারের লি পলিমার বাটারি, এই স্মার্ট ফোন বাজারে আসে জুলাই মাস ২০১৬ তে।
ওয়াল্টন প্রিমো ভি এক্স
এই স্মার্ট ফোনের ব্যাটারি হল ৩০০০ মিলি এম্পিয়ার, এই স্মার্ট ফোন এখনো বাজারে আসে নি, নভেম্বর ২০১৫ তে এই স্মার্ট ফোন বাজারে পাওয়া যাবে।
ওয়াল্টন এইচ এম ২
এর ব্যটারি হল ৩০০০ মিলি এম্পিয়ার, এই ফোন এখনো বাজারে আসে নি, নভেম্ভর মাসের দিকে আসবে।
স্মার্ট ফোন সম্পর্কে আরো জানতে চাইলে ফেসবুকে আমাদের সাথে কানেক্ট থাকুন
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়াল্টন S2 কই ভাইয়া !