GOOGLE CARDBOARD যা না দেখলে বিশ্বাস হবে না!!!

আস-সালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন পর টিউন করতে বসলাম। কিন্তু আমি আজকে যে বিষয় টি নিয়ে লিখবো তা বাস্তবে না দেখলে বলে বুঝাতে পারব না। তারপরেও চেষ্টা করবো যাতে বিষয়টা বুঝতে পারেন। তাহলে সুরু করে যাক।

প্রথমেই GOOGLE মামা কে অসংখ্য ধন্যবাদ এতো চমৎকার একটা Product বের করার জন্য। এই প্রোডাক্ট এর নাম GOOGLE CARDBORD. সহজ কথায় বলতে গেলে গরিবের 3D TV. আমরা অনেকের Virtual Reality এর কথা শুনেছি, অনেক সময় টিভি তেও দেখেছি কিন্তু বাস্তবে কখনো দেখা হয় নাই। অনেক Gadget পাগলা আছে আমর মত যারা নতুন Technology কি আসল তা জানতে ভালোবাসে, কিন্তু বাংলাদেশে থাকার কারনে সেগুলো পরোখ করা সম্ভব হয় না শুধু Youtube দেখেই শান্ত থাকতে হয়। তাদের জন্য অসাধারন একটি জিনিস GOOGLE CARDBOARD।

 

Hand On Review in Bangla : Google Cardboard V2.0

GOOGLE CARDBORD দিয়ে কি করা যায়ঃ

১। আপনি এটা দিয়ে Virtual Reality উপভোগ করতে পারবেন।

২। 3D Movie দেখতে পারবেন (SBS= Side by Side)

৩। Virtual Game খেলতে পারবেন।

৪। Virtual Tour করতে পারবেন।

এসব কিছুই হবে GOOGLE CARDBOARD দিয়ে। আপনি আপনার Smart phone দিয়ে এসব কিছু করতে পারবেন। আপনি আপনাদের ভাল করে বুঝানর জন্য একটি ভিডিও তৈরি করেছি যেটা দেখলে বিষয়টা আরও পরিস্কার ভাবে বুঝতে পারবেন। একটি GOOGLE CARDBOARD আর একটি Smart Phone যা আপনাকে নিয়ে যাবে অন্ন এক জগতে। দেখে মনে হবে সবকিছু আপনার চারপাশে বাস্তবে ঘটছে। আর সবচেয় মজার বিষয় এসবকিছুই আপনার হাতে নাগালে। GOOGLE CARDBOARD এর অনেক Apps আছে Play Store যা সত্যি অসাধারন। GOOGLE CARDBOARD Virtion 2.0 এখন বাংলাদেশ পাওয়া যাচ্ছে যার মূল্য ১২০০-১৫০০ এর ভিতর। টাকটা কোন বিষয় না কারন এর বিনময়ে আপনি যা পাবেন তার মূল্য লক্ষ টাকা।

Facebook এ আমি ঃ https://www.facebook.com/device.data

Level 0

আমি Device। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস