কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বর্তমান প্রজন্মের মোবাইল ফোন সামসাং (Samsung) (এন্ড্রয়েড) ফ্ল্যাশ করা বিষয়ে। অনেকেই জানেন না কিভাবে পিসি দিয়ে সামসাং সেট ফ্লাশ দিতে হয়, তা নিচের স্কিনসট সহকারে দেওয়া হল। তো, চলুন এখন শুরু করা যাক, শুরু করার আগে যা করতে হবে।
ফ্লাশ করার আগে মোবাইলে/ব্যাটারীতে ১০০% ফোন চার্জ করে নিতে হবে। এই সফটওয়ারটি Mac, Osx উইন্ডোজ বেস অপারেটিং সিস্টেমে চালানো যাবে না। খারাপ ইউএসবি ক্যাবল দিয়ে ফ্লাশ দেবার চেষ্ঠা করবেন না। একটা ভাল অরজিনাল সামসাং ইউএস.বি ক্যাবল সংগ্রহ করে তারপর ফ্লাশ কাজ শুরু করবেন। ফ্লাশ করার আগে Micro Sd Card/সিম কার্ড খুলে ফেলবেন।
ধাপ ১: Odin এর সেটিংস ডিফোল্ট রাখা।
চালান Odin3 v3.10 ওপেন করুন। ১নং চিত্রে লাল চিহ্নিত বক্সগুলো ডিফোল্ট রাখন।
ধাপ ২: মোবাইলকে ডাউনলোড মুডে নিয়ে যাওয়া:
আপনার স্যামসাং ডিভাইস বন্ধ করুন, তারপর {Volume Down+Home+Power} সব বোতাম একই সাথে চাপ দিন। তারপর একটি সতর্কতামূলক স্কিনসট ২এর মত অবিরত বা বাতিল করে নিন বলে আপনি অনুরোধ করবে। তারপর {Volume Up}বাটন চাপ দিন এবং আপনি উপরের ছবির মত আপনার ডিভাইসের উপর একটি ডাউনলোড মোডে স্ক্রিন দেখতে পাবেন.
ধাপ ৩: USB ডেটা কেবলের মাধ্যমে কম্পিউটারে আপনার স্যামসাং ডিভাইস সংযোগ করুন। দেখবেন ইউ.এস.ইব ড্রাইভার ইন্সস্টল হচ্ছে এরপর Odin সফটওয়ারে COM বক্সে ত্রিভুজীয় আকারে পরিণত হয়েছে এবং ব্লাঙ্ক বোডে (>added<)দেখাবে এবং আপনার কম্পিউটারের সাথে মোবাইল সংযোগ সফল হয়েছে। আপনি যদি এরকম কোনো প্রতিক্রিয়া দেখতে না পান, USB ক্যাবল পরীক্ষা করার চেষ্টা এবং ইউএসবি ড্রাইভার পুনরায় ইনস্টল করুন.
ধাপ ৪: ফার্মওয়্যার লোড
Odin "PA" থেকে ক্লিক করুন তারপর ব্রাউজ এবং ফার্মওয়্যার ফাইল দেখিয়ে দিন। তবে আপনার ডাউনলোডকৃত ফ্লাশ ফাইলটি প্রথমে আনজীপ করে নিবেন এবং আপনি আপনার ফার্মওয়্যার ডাউনলোড ফোল্ডারে রাখা হয়েছে সেখানে ব্রাউজ নিশ্চিত করুন, এটা "tar.md5" হিসাবে ফাইল বিবরণ দেয়া থাকবে। উদাহরণস্বরূপ Odin সফটওয়ারে (Pit or Ops, Bootloader, Pda, Phone, Csc) ফাইল সঠিক ভাবে চিহ্নিত করে
ধাপ ৫: আপনার ডিভাইস মধ্যে ফার্মওয়্যার ইনস্টল
Odin এর "START" বাটন ক্লিক করুন। অপেক্ষা করুন এবং এটি আপনি টিয়া রঙ্গের (স্কিনসটে দেখানো) (Pass) হবে। তখন ফামওয়্যার ইনস্টল সম্পন্ন হয়েছে। তারপর আপনার ফোন পুনরায় বুট করুন। যদি আপনার কোন সমস্যা থাকে তাহলে নিচের নোট পরীক্ষা করুন.
ধাপ ৬: (Pass না হলে Failed)দেখালে:
পূণরায় ধাপ ৪-৫ মনযোগ সহকারে দেখুন।
প্রয়োজনে: ভিডিও টিউটোরিয়াল দেখুন
কম্পিউটার দিয়ে চায়না এন্ড্রয়েড ফোন ফ্লাশ করার পদ্ধতি:
ফেইসবুকে আমি
হ্যাঁ অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে
আমি মোহাম্মদ ফারুক। স্বতাধিকারী, ফারুক কম্পিউটার, কক্সবাজার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই, চালিয়ে যান।