এন্ড্রয়েড মোবাইল ফ্লাশ করার পদ্ধতি (পুর্ণাঙ্গ টিউটোরিয়াল)

Level 3
স্বতাধিকারী, ফারুক কম্পিউটার, কক্সবাজার

কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বর্তমান প্রজন্মের মোবাইল ফোনের (এন্ড্রয়েড মোবাইল) ফ্ল্যাশ করার বিষয়ে। অনেকেই জানেন না কিভাবে পিসি দিয়ে এন্ড্রয়েড সেট কিভাবে ফ্লাশ দিতে হয়, তা নিচের স্কিনসট সহকারে দেওয়া হল। তো, চলুন এখন শুরু করা যাক। পিসিতে অবশ্যই .net Firmware 3.5 ইন্সটল করা থাকতে হবে।

net Firmware 3.5 ডাউনলোড করুন এখান থেকে.

প্রথমে খেয়াল রাখতে হবে যে মোবাইলে ফ্লাশ দিবেন ৫০%-৬০% পারসেন্ট চার্জ থাকতে হবে।

পদ্ধতিঃ


প্রথমে এখান থেকে Sp Tool ডাউনলোড করবেন। তারপর যে ফোন্ডারে সফটওয়ারটি ডাউনলোড হয়েছে সেটা ওপেন করে Driver নামের ফোল্ডার এ ঢুকুন। এখান থেকে আপনার পিসির মডেল অনুযায়ী 32bit অথবা 64bit এর ড্রাইভার টা ইন্সটল দিন।  ড্রাইভারটা সাধারণ ভাবেই ইন্সটল দিতে থাকেন। শেষের দিকে ৩/৫ বার ওয়ার্নিং দিবে। প্রতি বার ই Install This Software Driver Anyway দিন। এখন ইন্সটল শেষ করুন। উইনডোস 8 এবং উইনডোস 7 এর ক্ষেত্রে উপরের ছবির মত করে ড্রাইভার সিলেক্ট করে দিন।

মোবাইল অনুযায়ী ফ্লাশ ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোডে ক্লিক করুন।

বিভিন্ন স্টক রোম ফ্লাশ ফাইল ডাউনলোড

driver কাজ না হলে এখান থেকে ডাউনলোড করতে পারেন।

ধাপ ১: মোবাইল অবশ্যই বন্ধ করে দিবেন।

ধাপ২: এবার Flash Tool ফোল্ডারে ঢুকুন। এইগুলো দেখতে পাবেন।  এবার এখান থেকে ঠিক চিহ্নে দেখিয়ে দেওয়া Flash tool ওপেন করুন।

ধাপ ৩: তারপর ডাউনলোড ট্যাবে ক্লিক করুন.

ধাপ ৪:  স্ক্রিনশট এ দেখানো যায়গায়(Scatter loading) ক্লিক করেন।

ধাপ ৫: এখন একটু পপআপ উইন্ডো আসবে। এটাতে ব্রাউজ করে এক্সট্রাক্ট করে রাখা ফার্মওয়্যার এর ফোল্ডারের ভিতরে যান। এবং Firmware ফোল্ডারে প্রবেশ করুন।  এখন যেটাতে Scatter লেখা সেটা তে ক্লিক করে ওপেন করুন।

ধাপ ৬: এবার স্ক্রিনশট অনুযায়ী Download এ ক্লিক করুন। এবার আপনার এন্ড্রয়েড সেট টির ব্যাটারি খুলে ফেলুন। এখন ডাটা ক্যাবল দিয়ে ফোনেটিকে পিসি তে কানেক্ট করুন (ব্যাটারি খুলা অবস্থাতেই)। পিসি তে লাগানোর পর সাবধানে সেট টির Volume + বাটন চাপ দেয়ার সাথে সাথে ব্যাটারী লাগান। দেখতে পাবেন একটা লাল loader load হচ্ছে। কিছুক্ষন সময় অপেক্ষা করুন ডাউনলোড হতে থাকবে।

ধাপ ৭ঃ  ১০০% লোডিং হওয়ার পর স্ক্রিন এর মাঝখানে একটা ছোট সবুজ গোল চিহ্ন আসবে। ব্যাস। কাজ শেষ। এখন ইউএসবি ক্যাবল খুলে, ব্যাটারি লাগিয়ে সেট টি অন করুন। প্রথম বার অন হতে একটু বেশি সময় লাগবে, চিন্তার কিছুই নেই।

সমস্যা হলে আমাকে মেসেজ করতে পারেন  বা প্রয়োজনে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

বিঃ দ্রঃ কেউ যদি ফ্লাশ ফাইল না পেয়ে থাকেন তাহলে আমাকে টিউমেন্ট করবনে। আমি যথাসাধ্য চেষ্টা করব।

হ্যাঁ শেয়ার এবং টিউমেন্টস করতে একদম ভুলবেন না।

আমার পরের পোষ্ট-

সামসাং ফোন ফ্লাশ করার পদ্ধতি:

 

ফেইসবুকে আমি

 

ধন্যবাদ সবাইকে

Level 3

আমি মোহাম্মদ ফারুক। স্বতাধিকারী, ফারুক কম্পিউটার, কক্সবাজার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১ ফ্ল্রাশ দেওয়ার সময় কি পিসিতে নেট কানেকশন দেওয়া লাগবে
২@ অল এন্ডুয়েট ফোনে কি এই ডাইবার কাজ করে
৩@এটা কি ফুল ফ্ল্রাস
৪@আর মোবাইলে ফ্ল্রাস থাকা অব্হায় ফ্ল্রাস নিবে কি —-না
জানাবেন অ——– রইলাম

কোন নেট কানেকশনের দরকার নাই
হ্যা সব ফোনে কাজ করবে
এটা ফুল ফ্লাশ
অবশ্যই আবডেট করতে পারবেন

Level 0

গুছিয়ে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ…. কাজে লাগবে 🙂

    আমার এক ফোন আছে সেটা খুব হ্যাং করে যদি ফ্লাশ করি তাহলে স্পিড বাড়বে
    আর ফ্লাশ ফাইলের ভিতর 3 টা আছে কোনটা ডাওনলোড করব 3 টার সাইজ তিন রকম

ধন্যবাদ আপনাকেও (FurtiBazz)#

ভাল @ Samsung এর মডেল খুঁজে পেলাম না।

    হোছাইন আহম্মদ ভাই এই লিংকটা দেখুন: http://www.samprix.com ভাল ফ্লাশ ফাইল পাবেন। তবে এই পোষ্টের সফটওয়ারটা দিয়ে সামসাং ফ্লাশ হয় না। সামসাং ফ্লাশ নিয়ে অন্য একদিন টিউন করব।

কাজের একটি টিউন, এরকম আরো মোবাইল ফ্লাস, আনলক, কান্টিলক সংক্রান্ত টিউন দিবেন আশা করি ।

ভোলো টিউন আপনাকে অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর টিউন। অনেক কিছু শিখলাম। আশা করি সামনে আরো ভালো কিছু নিয়ে আসবেন

eita kebolmatro mtk based android e kaj korbe…. Qualicom based android gulai to kono scatter file thake na….. ami amar walton s2 ta ei jonno flash dite parci na…..

ভাই samsung duos2 Gt 7582 ফ্লাস পাইলটা পাচ্ছিনা please একটু খোজ করে দিবেন?

Level 0

Vhai Battery Open Na kore kora jabe ki? Amer HTC d816H (Not Removal Battery)

ড্রাইভার কি Windows 10 এ কাজ করবে ? আর সেই সাইজে দেয়া সকল রম কি ফুল এবং রিয়েল স্টক রম ?

(আগের ম্যাসেজ এডিট করতে পারলাম না)
আমি চেষ্টা করে ছি উইন্ডোজ ১০ দিয়ে, অনেক সময় ধরে বসে ছিলাম, কিন্তু ফোনটি ডিটেক্ট করছেই না। আমার ফোন Symphony W128।

thank you boss techtune admin……..

ভাল হইছে

খুব ভাল লাগল । ভাই আমার Samsung Galaxy Note 2 e250s from Korea, আমি এটা আপডেট 4.4.2 করতে পারছি, বাংলাদেশে GSM sim ‍সাপোর্ট করতেছে কিন্তু মাঝে মাঝে নেটওয়ার্ক পাচ্ছে না বা ফোন যাচ্ছে বা আসছে না । আমার এটা কোরিয়ান ভার্সন থেকে ইন্টাঃ ভার্সন করার কোন উপায় থকলে জানাবেন এবং এ দ্বারা নেটওয়ার্ক এর সমস্যা সমাধান হবে কি না? এ ও জানাবেন। আর এই সেটে ডাটা নেটওয়ার্ক কাজ করছে না কিভাবে কাজ করে জানা থাকলে অবশ্যই জানাবেন তাহলে খুব উপকৃত হব।

Level 0

অাপনার টিউন টা খুব ভালো লেগেছে।আসা করি পরবরতিতে আর ও ভাল টিউন নিয়ে আসবেন।

আমি ভুল করে মোবাইলের build.prop ডিলিট করেছি । মোনাইলের বুট লোগো থেকে এগচ্ছে না। মোবাইল থেকে কাস্টম রম ফ্লাস দেয়ার চেষ্টা করেছি হইনি।
এখন আপ্নার নিয়মে দিলে হবে? মোবাইল আর কম্পিউটার এর কাষ্টম রম কি একই(zip file) ?

মডেল samphony w66

vi ami to er vitor 64/ 32 bit khoje pelam na

Level 2

ভাই Gionee M3 এর কিছু নাই ?

Via amar HTC one (sv) model Rom update korte giye problem a pore gesi.
Set on hosse na.
This is my problem: Please techi via der help chai. https://m.facebook.com/story.php?story_fbid=1662419177309469&id=100006242086300

কাজের একটি টিউন, এরকম আরো মোবাইল ফ্লাস, আনলক, কান্টিলক সংক্রান্ত টিউন দিবেন আশা করি।ধন্যবাদ

bro amar Walton primo e7+ scatter text file khuje passing na. Help plz plz plz

vai driver link a kg korca na?

ভাই firmware file টা সেটআপ লয়না পিসি কি করব ভাই বলবেন প্লিজ

ভাই আমি সবকিছুই ঠিকমতো করেছি কিন্তু (scatter)স্ক্যাটার ফাইল খুঁজে পাইনি Firmware ফোল্ডার ওপেন করলে empty দেখাচ্ছে এখন আমি ফ্লাশ দিব কিভাবে