কে হতে চায় অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার? চেইন টিউনের আজকের পর্বে আমরা দেখবো প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করার পদ্ধতি। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রয়োজন হবে মূলত দুইটি টুলস।
১. JDK (Java Development Kit)
২. Android Studio (IDE)
Google সার্চ ইঞ্জিনে গিয়ে jdk লিখে সার্চ করতে হবে। এরপর প্রথম লিংকে ক্লিক করতে হবে।
Java Download বাটনে ক্লিক করতে হবে।
Accept Licence Agreement সিলেক্ট করে 32bit অথবা 64bit অপারেটিং এর জন্য jdk ডাউনলোড করে নিতে হবে।
এরপর ডাবল ক্লিক করে jdk ইন্সটল করা শুরু করতে হবে।
jdk ইন্সটল করা হয়ে যাবে।
Google সার্চ ইঞ্জিনে গিয়ে Android Studio লিখে সার্চ করতে হবে। এরপর প্রথম লিংকে ক্লিক করতে হবে।
I have read and agree with the above terms and conditions চেকবক্সে টিক মার্ক দিতে হবে। এরপর Download বাটনে ক্লিক করতে হবে।
ডাউনলোড করার অপশন আসবে।
এরপর ডাবল ক্লিক করে Android Studio ইন্সটল করা শুরু করতে হবে।
Custom অপশন নির্বাচন করে নিম্নরূপ Value সেট করে দিতে হবে।
ইন্সটল করা হয়েছে, আরো কিছু কাজ করতে হবে। যেহেতু আমরা প্রথম ইন্সটল করছি নিচের ছবির মতো নির্বাচন করে Ok তে ক্লিক করতে হবে।
Android Studio ওপেন হবে।
Firewall কোন Alert দিলে Allow করতে হবে।
এরপর Android SDK লোড হবে।
UI Theme নির্বাচন করে দিতে হবে।
এরপর কিছু প্রয়োজনীয় কম্পোনেন্ট ডাউনলোাড হবে অনলাইন থেকে। এই পর্যায়ে বেশ সময় লাগে এবং ইন্টারনেটে সংযুক্ত থাকতে হয়।
কম্পোনেন্ট ডাউনলোাড সম্পন্ন হলে নিচের মতো উইন্ডো আসবে।
এরপর Android Studio এর Welcome Screen দেখা যাবে।
আমরা সফলভাবে Android Studio ইন্সটল দিতে পেরেছি। Android Studio দিয়ে কিভাবে কাজ করতে হয় থাকছে আগামী পর্ব গুলোতে।
প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন। এই কোর্সের সাথে সম্পৃক্ত বিচারক মন্ডলী এগুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
আজ কিছু সহজ প্রশ্ন থাকছে। আপনারা টিউমেন্ট করে প্রশ্ন গুলোর সঠিক উত্তর প্রদানের চেষ্টা করুন।
কোন বিষয় আমাকে জানানোর জন্য টিউমেন্ট করতে পারেন এর পাশাপাশি আমাকে ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন।
আপনার মতামত, জিজ্ঞাসা, সবার সাথে শেয়ার করুন। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করুন,টিমওয়ার্ক করুন, নূন্যতম প্রতিদিন দুই ঘন্টা করে কোডিং করুন। আপনার ইচ্ছা আর সক্রিয় অংশগ্রহণই আপনাকে এ বিষয়ে অভিজ্ঞ করে তুলবে।
আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। শুভকামনা রইলো।
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
অনেক কষ্টের টিউন @ অনেক সুন্দর হয়েছে @ আগামী পর্ব এর জন্য অপেক্ষায় আছি।