রুট ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার মডিউল এপপ!

অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন রুট ছাড়া? এমন লোক কমই পাওয়া যাবে! রুটেট অ্যান্ড্রয়েড সেটের যেমন বহু উপকারীতা এবং সুবিধা রয়েছে ঠিক তেমনি ক্ষতিকারক জিনিস ও রয়েছে! তবে আজ আমি রুটের পক্ষে বা বিপক্ষে নিয়ে কোনো আলোচনা করবো না! আজ আমি আলোচনা করবো এক্সপোজড মডিউল ফ্যামওর্য়াক নিয়ে!

 

এক্সপোজড মডিউল ফ্যামওর্য়াক একটি রুটেট এপপ যা দিয়ে আপনি আপনার রুট করা অ্যান্ড্রয়েড সেটকে আরো কাস্টমাইজ বা নিজস্বকরণ করতে পারবেন।

এই যেমন আপনার সেটটিকে প্রতিবার USB ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট করার সময় একটা ফাও ফালতু ওয়ার্নি দেখায়, সেটা বন্ধ করতে পারবেন, আপনার সেটের ভলিউম আরো বেশি মাত্রায় বাড়াতে পারবেন, নোটিফিকেশন বারে সিপিইউ টেম্বপারেচার এর মতিগতি দেখতে পারবেন, যেসব সেটে আপগ্রেড হয় না সেগুলোকেও অ্যান্ড্রয়েড এর নতুন নতুন সংস্করণে আপগ্রেড করতে পারবেন!

তবে চলুন জীবনে আরেকটা ঝুঁকি নিয়েই নেই!

 

ধাপসমূহঃ

> প্রথমে এক্সপোজড সফটটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন্সটল করে নিন নিচের লিংক থেকে:

http://www.mediafire.com/?o3omrdsp8k765wk

 

> এক্সপোজড এপপটি ওপেন করুন, রুট পারমিশন দিন।

 

> এবার Framework ট্যাব প্রেস করুন।

> এবার Install/Update ট্যাব প্রেস করুন। ইন্সটল হলে আপনার সেট নিজে নিজেই Hard রিবুট হবে।

> এবার শুধু মডিউল বা আপনার পছন্দমত অপশনগুলো সেটিং এবং ডাউনলোড করে নিতে হবে। মডিউলগুলো স্ট্যার্ন্ডাড ‍apk ফাইল এর মতো কিন্তু সেগুলো এক্সপোজড ফ্রেমওর্য়াক ছাড়া কাজ করবে না।

 

> এবার ডাউনলোড কৃত এবং ইন্সটলকৃত মডিউল গুলোকে একটিভ করলেই কাজ শেষ!

মডিউল গুলো আপনি সরাসরি এক্সপ্রোজড এপপ এর ডাউনলোড সেকশন হতে ডাইরেক্ট আপনার ডিভাইসে সেভ করতে পারবেন অথবা আপনি পিসি দিয়েও মডিউলগুলো ডাউনলোড করতে পারেন।

 

আমার পছন্দসই কিছু মডিউল এবং তাদের লিংক নিচে দিয়ে দিলাম: (http://repo.xposed.info/module-overview পিসি দিয়ে এই লিংক থেকে মডিউল গুলো সংস্করণ করতে পারবেন আপনি)

 

> Insert Custom Text [KK] [LP]

এই মডিউল দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ট্যাটাস এবং নোটিফিকেশন বারে নিজের ইচ্ছে মতো বার্তা বা টেক্স বসাতে পারবেন। তবে এই মডিউলটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ললিপপ এবং কিটক্যাট সংস্করণে কাজ করবে।

 

লিংকঃ http://dl-xda.xposed.info/modules/com.cookie.insertcustomtext_v4_cec526.apk

 

 

YouTube AdAway

এই মডিউল দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ইউটিউব এপপ এর সকল এড, চ্যানেল লোগো, ভিডিও সাজেশন ইত্যাদি রিমুভ করে দিতে পারবেন।

লিংকঃ http://dl-xda.xposed.info/modules/ma.wanam.youtubeadaway_v269_b3e75e.apk

Fake Wifi Connection:

অনেকসময় অনেক এপপ চালু হতে বা কোনো গেম চলার জন্য “হুদাই” নেট কানেক্টশনের প্রয়োজন হয়। কিন্তু আপনি যখন বাড়ির বাইরে থাকেন বা ট্রাভেলিং করেন তখন ওয়াই ফাই পাবা অনেক মুশকিল হয়। যদিও এখন বাংলাদেশের প্রায় সব রেলস্টেশনে মাগনা ওয়াই ফাই রয়েছে কিন্তু স্পিড কেমন তা তো বুঝেনই…।

এই মডিউল দিয়ে আপনি আপনার ডিভাইসে ফেইক ওয়াই ফাই কানেক্ট করে রাখতে পারেন। যেমন রিয়েল রেসিং ৩ গেমটির মাল্টিপ্লেয়ার ওয়াই ফাই ছাড়া চালু হয় না। কিন্তু এই মডিউল ব্যবহার করে আপনি জিপির ২জি নেটের গেমটি খেলতে পারবেন।

 

লিংকঃ http://dl-xda.xposed.info/modules/com.lemonsqueeze.fakewificonnection_v11_40d6d2.apk

 

 

 

Device Faker

প্লেস্টোরে ইতিমধ্যেই ফিফা ১৬ গেমটি চলে এসেছে কিন্তু আপনার সিম্পোনি কিংবা চায়না ব্র্যান্ডের ডুয়াল কোরের সেটে এই গেমটি ডাউনলোড করতে পারবেন না প্লেস্টোর থেকে। কিন্তু এই ডিভাইস ফেকার মডিউল ব্যবহার করে আপনি আপনার নিজের ইচ্ছে মতো সেট ব্যান্ড, মডেল ইত্যাদি বসাতে পারবেন। যেমন আমার গ্যালাক্সি এস৪ টিকে আমি এস৬ EDGE Plus য়ে কনর্ভাট করে নিলাম! এখন গুগল প্লে স্টোর ভাববে আমার সেটে ৪ জিবি র‌্যাম আছে! কিন্তু আসলে তো. হেহেহে!

 

লিংকঃ http://dl-xda.xposed.info/modules/com.devicefaker.free_v1_f9ea25.apk

 

 

এছাড়াও আরো হাজার হাজার মডিউল থেকে আপনার পছন্দমত মডিউল দিয়ে সাজিয়ে তুলুন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে। আগে এই বিষয় নিয়ে টিউন করা হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আগের টিউনগুলো দেখার সময় পাই নি! আর যারা আগে থেকেই এই মডিউল সিস্টেম সম্পর্কে জানেন এবং ব্যবহার করছেন তারা মডিউল নিয়ে আপনাদের মুল্যবান মতামত গুলো টিউমেন্টে দিয়ে যাবেন বলে আমি আশা করছি।

 

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক্সপোজড মডিউল ফ্যামওর্য়াক appa টা 5.0 lollipop কাজ করছে না…… এটা কি ললিপপ এ কাজ করবে।

    এসব কপি টু পেস্ট করা টিউন। টিউমেন্ট পাওয়ার জন্য করা। কপি টু পেস্ট এর বাইরে কোনো প্রবলেম সলব করতে পারে না।আপনার ফোন মডেল টা বলেন। or fb তে sms দেন facebook.com/sanjahed

Very Nice post!
Please give me face-Book ID!!

Level 1

অনেক সুন্দর টিউন!! ধন্যবাদ।

Level 0

এমন কোন মডিউল আছে যাতে প্রতিবার USB কানেক্টের সাথে সাথেই অটো USB Tethtering হওয়া শুরু হবে? আমার স্ক্রীনে গিয়ে আর কিছু করতে হবেনা।

চরম টিউন।
কিন্তু আপনার Greenify এপটা অনেক পুরানো, Update দেন। 😛

ভাই কি একটু উপকার করা যায়। আমার মোবাইলের build.prop ফাইলটা কেটে ফেলেছি। এখন আর বুট লোগো থেকে সরছেনা। কি করব এখন বলতে পারেন। w66 samphony

অনেক ধন্যবাদ ফাহাদ ভাই। বহুদিন পর আবার নতুন ব্যাপারে টিউন। খুব ভালো লাগলো

xposed fairmware টা lollipop 5.0 তে install করা বা কাজ করার কোনো সহজ উপায় তাকলে বলেন। কিংবা symphony P6 এর custom recovery করার কোনো ধাপ জানা থাকলে জানান। বাকিটুকু আমি সেরে নিবো