কোনো ঝামেলা ছারাই মাত্র এক ক্লিক এ KingUser কে SuperSu দিয়ে রিপ্লেস করে দিন।[ ভিডিও টিউটোরিয়াল সহ ]

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমি মোঃ শামস সাঈদ হক। টেকটিউনস এ এটাই আমার প্রথম টিউন তাই আসাকরি কোন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। টাইটেল দেখেই মনে হয় বুঝে গেছেন যে কি নিয়ে আলোচনা করা হবে। তাহলে বেশি কথা না বলে কাজের কথায় চলে আসি। এন্ডোয়েড ফোন রুট করতে সাধারনত আমরা ব্যবহার করি King Root / IRoot / VRoot এই সকল সফটওয়্যার। কিন্তু এগুলি দিয়ে রুট করার পর দেখা যায় যে চায়না একটি সুপার ইউজার ইনস্টল হয় এবং সাথে আর ও কিছু অপ্রয়োজনীয় সফটওয়্যার ও ইনস্টল হয়। তাই অনেক সময় আমাদের কিংইউজার (চায়না সুপার ইউজার) কে সুপারসু দিয়ে রিপ্লেস করার প্রয়জন দেখা দেয়। টারমিনাল ইমুলেটর ইউজ করে এই রিপ্লেস করা গেলেও তা অত্যান্ত ঝামেলার ব্যপার ফলে অনেকে বাধ্য হয়ে এই কাজ করতে চান না। আজ আমি আপনাদের এমন এক সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে সকল ঝামেলা কে দূরে রেখে মাত্র একটি বাটন ব্যবহার করে মুহুরতেই কিংইউজার কে সুপারসু দিয়ে রিপ্লেস করে দিতে পারবেন। সফটওয়্যার টির নাম Super-Sume Pro এবং এর সর্বশেষ ভার্শন 9.2.4। নিচে এর ডাউনলোড লিঙ্ক টি দিয়ে দিচ্ছি। এটা কিংরুট কে রিমুভ করার পর সুপেরসু এর বাইনারি আপডেট করতে বলবে তখন নরমাল এ ক্লিক করে বাইনারি আপডেট করলেই কাজ শেষ। কারোর যদি বুঝতে স্যমস্যা হয় তবে ভিডিও লিঙ্ক এ ক্লিক করে সম্পূর্ণ টিউটরিয়াল টি দেখে নিন।

ভিডিও টিউটরিয়ালঃ  Youtube

সফটওয়্যার ডাউনলোড লিঙ্কঃ  সাইট ১  অথবা  সাইট ২

Level 0

আমি শামস সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

king থেকে superuser ই ভাল

    হা সেই জন্য ই ত কিং কে সুপারইউজার দিয়ে রিপ্লেস করার টিউন করেছি।

Level 0

সুন্দর টিউন, কিন্তু লিঙ্ক টা এত ঘুরিয়ে পেচিয়ে না দিয়ে সহজ কোন সাইটে দিতে পারতেন।

    আসলে ভাইয়া আমি ভিজিটর কেমন আসে সেটা দেখতে একটু লিঙ্ক ঘুরায়ে দিয়েছি। এর পরে টিউন করলে ডাইরেক্ট লিঙ্ক দেওয়ার চেষ্টা করব।

একটি প্রশ্ন: আমার sasmung সেট পিসি কিংরোট, আনলক রোট, বিভিন্ন ভাবেব পিসিতে কান্টে করে আমি রুট করতে পারি নাই। এমন কি কিং রুট মোবাইল ভার্সন দিয়ে পারি নাই। পরে ইন্টারনেট গেটে ১ এমবি একটি ফাইল রেখে মেমেরী হতে রিকভারী মেডে গিয়ে ইন্সটল দেওয়াতে আমার সেট রুট হয়েগেছে। কিন্তু প্রশ্ন হল আমি সুপার ইসার পাই। তা আমি রিমোভ করে দিয়েছি। প্রতি বার পারমিশন চায় কোন সফট ইন্সল এখন আমার আদো কোন সমস্য হবে কিনা জানতে চাই। আর যে কারনে রুট করা সেই ফায়ার ওয়াল আজ ও লাগাতে পারি নাই। কারে কাছে sasmung duos GT -S6102 ফায়ার ওয়াল থাকলে আওয়াজ দিন। need firewall ।