মাত্র ১০ হাজার টাকায় ৩ জিবি র‌্যামের ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্মার্টফোন

 

 

 

 

 

 

‘কুলপ্যাড নোট ৩’ নামের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে চীনের হ্যান্ডসেট প্রস্ততকারক প্রতিষ্ঠান কুলপ্যাড। ডিভাইসটি ২০ অক্টোবর থেকে ভারতের বাজারে পাওয়া যাবে।

অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে ৭২০*১২৮০ পিক্সেলের ৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এর আইপিএস ডিসপ্লেতে ১৭৮ ডিগ্রি ভিউতে ছবি ও ভিডিও দেখা যাবে।

ফোনটিতে প্রসেসর হিসেবে ৬৪ বিটের ১.৩ গিগাহার্টজের অক্টাকোর মিডিয়াটেক এমটি ৬৭৫৩ ব্যবহার করা হয়েছে। ৩ জিবি এলপিডিডিআর৩ র‌্যামের এই ফোনে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এইতে 4g lte স্মার্টফোন এলইড flash, f/2-এর সাথে একটি 13-megapixel পেছনের autofocus ক্যামেরার সাথে আসবে একটি 5-megapixel front-facing ক্যামেরার পাশাপাশি .0 রন্ধ্র, 5 উপাদান hd lens,। উভয় সম্মুখ আর rear-facing ক্যামেরা বেশী ভালো ছবি মান-এর জন্য একটি cmos ছবি সেন্সর-এর সাথে আসবে। coolpad 3, দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিও রয়েছে, হবে উপস্থিত সাদা আর কালো রং-এ। আঙ্গুলের ছাপ সেন্সর ৩৬০-ডিগ্রীর আঙুল ঘূর্ণন সমর্থন দিতে, আর 0.5 সেকেণ্ডে দ্রুতগামী স্বীকৃতি প্রস্তাব করতে বলা হয়। এটা কম্পাস, মাধ্যাকর্ষণ, নৈকট্য, পারিপার্শ্বিক আলো, আর gyroscope সেন্সর তুলে ধরে। Coolpad এছাড়াও একাধিক উইন্ডো মোডে, ডাবল ট্যাপ ওয়েক আপ lke UI 'তে বৈশিষ্ট্য থাকবে।

৮ হাজার ৯৯৯ রুপিতে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। দেশের বাজারে ডিভাইসটি ১০ হাজার ৭৯৯ টাকায় পাওয়া যাবে।

এর আগে এখানে প্রকাশিত হয়েছে ঃ mybdnews24.com এই সাইটটিতে।

Level 0

আমি ব্লগ হবাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bd te kobe pawa jabe?

শীঘ্রই আসবে!

ভালো ই

vai ai phoner opekhai roilam..asle r akta tune koiren vai plz………………….

Opeekay thaklam…asle akta tune dien……pls..
Thanks

apni ki ১০ হাজার ৭৯৯ টাকায় ene dite parben?