টেকটিউনসে এটি আমার প্রথম টিউন ভুল হলে আশা করি ক্ষমা করবেন।
এই টিউন এর আগে কেউ করেছে কিনা আমার জানা নেই, তাই করে থাকলেও ক্ষমা করবেন।
তো এন্ড্রোয়েড সেট এ মাঝে মাঝে Data Connection On করলেই মাঝে মাঝে আসে যে Unfortunately (Any apps) has Stopped.
এর ফলে সেট হ্যাং হয়ে যায়, আর মোবাইল ব্যবহার করা ও কষ্টকর হয়ে পরে। তো সমস্যাটা তখনই দেখা যায় যখন Data Connection On করা হয়। তো আমরা যে Apps টি তে Data Connection On হওয়ার পর বন্ধ হয়ে যায় সেই Apps টির ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন করে দিবো একটি সফটওয়্যার এর মাধ্যমে।
এর জন্য মোবাইল রুট করার প্রয়োজন নেই।
প্রথমে সফটওয়্যার টি এখান থেকে Download করুন অথবা Google Play Store থেকে Download করে নিন। সফটওয়্যার টির নাম: No Root Firewall.
Google Play Store এ এর সাইজ মাত্র ১ এমবি।
তারপর সফটওয়্যার টি ওপেন করুন এবং Start এ ক্লিক করুন।
টিক মার্ক দিয়ে Ok দিন।
তারপর Home থেকে Apps এ যান।
Apps এ গিয়ে যে যে Apps আপনার ইন্টারনেট কানেকশন দরকার নেই তাতে ক্রস করে দিন।
আমার যেমন Opera Mini, Uc Browser, Facebook, Facebook Lite, Clash Of Clans, Whats App, Viber, IMO ইত্যাদিতে টিক মার্ক দেয়া আর বাকি গুলা ক্রস করা।
আপনারা এই পদ্ধতিতে আশা করি সমস্যাটি সমাধান করতে পারবেন। আর সমস্যা হলে টিউমেন্টে জানান অথবা Facebook এ যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার টিউন টি পড়ার জন্য।
ফেসবুকে আমি
আমি Shakil Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Try it 😉