আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন TECHTUNES.COM.BD পক্ষ থেকে এই কামনা রইলো।
এবার নিচ থেকে App টি নামিয়ে নিন
আমাদের মধ্যে মোবাইল ব্যাংকিং ব্যবহার করেনা
এমন মানুষের সংখ্যা খুব ই কম। আবার সবার হাতেই
রয়েছে স্মার্টফোন। তাহলে কেন আমরা স্মার্ট
ফোন এপস্ দিয়ে মোবাইল ব্যাংকিং ব্যবহার
করবোনা !!
অনেক সময় এমন হয় মোবাইল এ একসাথে
অনেক গুলো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে।
কোনটার কোড কত মনে থাকেনা। এই ধরনের
যে কোন প্রকার ঝামেলা এড়াতে এই
এপ্লিকেশনটি আপনাকে সাহায্য
করবে। আমার নিজের কাছেও এই App টি সুপার লাগছে। আশা করি আপনার অ কাজে লাগবে
যেহেতু এপটিতে মোবাইল ব্যাংকিং গুলোর নিজস্ব
নেটওয়ার্কই ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে
সিকিউরিটি নিয়ে আপনাকে একদম টেনশন করতে
হবেনা।
এই এপ্লিকেশনটি খুব সহজেই ব্যবহার করা যাবে।
এছাড়াও আর একটি বড় সুবিধা হল এপ্লিকেশনটির সাইজ
খুব ই ছোট।
এই এপটিতে বাংলাদেশের জনপ্রিয় সবগুলো
মোবাইল বাংকিং ই সাপোর্ট করে।
এপ্লিকেশনটি যে সব মোবাইল ব্যাংকিং সাপোর্ট
করে সেগুলো হলঃ
- Bkash (BRAC Bank Limited)
- DBBL Mobile Banking (Dutch-Bangla Bank
Limited)
- UCash (United Community Bank)
- MCash (Islami Bank Bangladesh Limited)
- MY Cash (Mercantile Bank Limited)
- IFIC (IFIC Bank Limited)
- Airtel Money(Airtel)
ভাল থাকবেন সবাই। আশা করি থাকবেন।
আমার সাইট Trickmela.com ঘুরে দেখবেন/
Best Of Luck
আমি শিমুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Google Play Store এ গিয়ে দেখলাম,
“Please read the “Permission” Carefully. The developer can access anything from your mobile phone. I think it could be harmful for your phone privacy or account privacy. i am giving you the permission details: Version 2.00 can access: Identity find accounts on the device Location approximate location (network-based) Phone directly call phone numbers Photos/Media/Files modify or delete the contents of your USB storage read the contents of your USB storage Other full network access view network connections prevent device from sleeping use accounts on the device ”
এ মন্তব্য…. আপনি কি বলবেন?….. ডেভলপার এ মন্তব্যর কোন জবাবও দেননি। তাহলে কি বুঝবো?