বর্তমান সময়ে এন্ড্রয়েড একটি জনপ্রিয় নাম। প্রায় প্রতিটি মানুষের কাছেই এই নামের একটি ডিভাইস আছে যার সাথে যুক্ত আছে হাই রেজুলেশনের ক্যামেরা। আর বিভিন্ন কাজে আমরা ছবি তুলে থাকি এই ক্যামেরা দ্বারা। কিন্তু এই হাই রেজুলেশন ক্যামেরার ছবি সব কাজে সাপোর্ট করে না। যেমন: চাকরির ফরম, বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ সহ ইত্যাদি ক্ষেত্রে অথবা কোন পুরাতন হ্যান্ডসেটে ইত্যাদি। আর সেই কাজটি করতে হয় আমাদের কম্পিউটার দ্বারা। কিন্তু কথা হলো অনেকের তো কম্পিউটার নেই। তাহলে তারা কি দোকান থেকেই করবে। না। এখান থেকে আর দোকানে ইমেজ সাইজ করার জন্য যাওয়ার দরকার নেই।
আপনাদের জন্য নিয়ে আসলাম এন্ড্রয়েড ইমেজ রি-সাইজার। যার মা্ধ্যমে আপনি আপনার ছবি ছোট/বড় সাইজ করতে পারবেন খুব সহজেই।
1 .ডাউনলোড করার পর ইনস্টল করুন। ইনস্টল কারার পর ওপেন করলে নিচের মত একটি স্ক্রিন দেখতে পারবেন।
2. Select Image button এর ক্লিক করুন। তারপর আপনার কাঙ্খিত ছবির লোকেশন সিলেকট করুন। এটা দুটি অপশন প্রদর্শিত করবে। প্রথম অপশনে আপনি পাবেন সাথে সাথে ছবি তুলে রি-সাইজ করার জন্য। দ্বিতীয় অপশনে পাবেন সেভ করা ছবির রি-সাইজ করার জন্য। নিচের স্কিন এর মতো।
3. এখন একটি ছবি সিলেক্ট করুন। আমি একটি ছবি সিলেক্ট করলাম।এখন আপনি দুটি অপশন পাবেন। ফেসবুকের জন্য ছবি ছোট করা। এই সেটিংসটি আগে থেকেই এপসটিতে রয়েছে যেন সহজে আপনি ফেসবুকে নির্দিষ্ট মাপে ছবি আপলোড করতে পারবেন। It will make the image width 750 pixels and maintain the aspect ratio.
4. অন্য আরেকটি অপশন রি-সাইজের। Aspect Ratio ঠিক রেখে আপনি ইচ্ছ মতো ছবির দৈর্ঘ্য ও প্রস্থ ঠিক করতে পারবেন। নিচের স্ক্রিন এর মত
5. আপনি যদি ফেসবুকে ছবি আপলোড করার জন্য ছবি রি সাইজ করে থাকেন তাহলে নিচের মত একটি ম্যাসেজ দেখতে পারবেন। If you chose the second option of custom resize, you have to tap on the Resize Image button. Then you will get the same message. The message looks like this.
6. এবার আপনি আপনার ইচ্ছ মতো ছবি শেয়ার করতে পারবেন। দেখুন নিচের স্ক্রিন সটটি।
7. ধরুন আমি ফেসবুকে শেয়ার করতে চাই। তাহলে নিচের স্ক্রিন সটের মত একটি স্ক্রিন আসবে।
আশা করি টিউনটি পড়ে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিজিট করুন আমার সাইটে যে সাইট থেকে এটি টিউনটি নেওয়া হয়েছে।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।
আমার টিউনগুলো দেখতে পারেন এখান থেকে :
ফটোশপ ও গ্রাফিক্স শেখার দুটি পিডিএফ বই।শিখুন আর প্র্যাকটিস করুন।
মাইক্রোসফট অফিসের সব গুলো বাংলা PDF বই নিয়ে নিন। আর অবহেলা না করে ঘরে বসে শিখে ফেলুন এখনি।
কিভাবে নষ্ট ডিভিডি / সিডি থেকে Data Recovery করবেন ? A to Z টিউটিরিয়াল।
আমি বিডি ক্লাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I want to share this techtunes something differents subjects to enjoyable. So want to permission about it.
কাজের জিনিস।ডাউনলোড দিলাম।
শেয়ার করার জন্য ধন্যবাদ।