কোন কোডিং ছাড়াই মাত্র ২ মিনিটে যে কোন এন্ড্রয়েড এপস, গেমস তৈ্রি করুন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালই আছি। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে কোন প্রগ্রামিং না জানা থাকলেও এন্ড্রয়েড এপস, গেমস বানানো যায়। আমরা একটি ওয়েবসাইট এর এপস তৈরি করবো। পরবর্তীতে অন্যান্য এপস, গেমস তৈ্রি করা দেখাবো। আপনারা চাইলে আমি চেইন টিউটোরিয়াল তৈ্রি করতে পারি।

প্রথমে এই ওয়েবসাইট এ যান। আপনার গুগল একাউন্ট দিয়ে লগিন করুন। যেহেতু এটা গুগলের নিজস্ব সার্ভিস তাই গুগল একাউন্ট দিয়ে লগিন করতে হয়। Click on "start new project"

প্রজেক্ট এর নাম দিন। ছবি দিতে চাইলে image option থেকে drag and drop করে ছবি দিন।

তারপর "webviewer" অপশন কে drag and drop করে ওয়েবসাইট এর লিঙ্ক দিন। চাইলে একটা আইকনও দিতে পারেন। ব্যাস কাজ শেষ। এবার build অপশন থেকে save as apk তে ক্লিক করে কম্পিউটারে সেভ করুন। now you can share it with your friends, upload it on playstore and sell it on the marketplace.

Thank you

আপনারা না বুঝতে পারলে এই ভিডিও টিউটোরিয়াল টি দেখতে পারেন। সমস্যা হলে টিউমেন্ট করুন। আমার ইউটিউব চ্যানেলে সাবসক্রাইব করে এই ধরনের আরো অনেক টিউটোরিয়াল পেতে পারেন।

এর পরের টিউটোরিয়াল এ দেখাবো কিভাবে কোডিং ছাড়াই মিউজিক প্লেয়ার বানানো যায়। তার পরের টিউটোরিয়াল এ দেখাবো কিভাবে মিডিয়া প্লেয়ার বা ভিডিও প্লেয়ার বানানো যায়। এভাবে চেইন টিউন করার চেষ্টা করবো। আশা করি আপনাদের পাশে পাবো।

Level 0

আমি এমডি মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস