কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো রয়েছেন।
আজকে আমার টিউনটি হল গ্রামীণ সিমের 20mb নেয়ার WowBoxকে নিয়ে।
আমরা সাধারণত Google প্লে স্টোর থেকে WowBox টা ইন্সটল করি। কিন্তু একটা ইন্সটল করলে যা একের অধিক ইন্সটল করলেই সেই একটি WowBox ই থেকে যায়।
আমরা জানিযে একটি এন্ডুয়েট মোবাইলে একটি WowBox ইন্সটল করা যায় এবং সেই ফোনের স্লট ১এ সিম ভরে তারপর WowBoxটি এক্টিভেইট করতে হয়।
তাই আমি আপনাদের জন্য ৩টি WowBox Modify করেছি যেগুলো দ্বারা আপনারা ৩টা সিমে মেগাবাইট নিতে পাবেন।
এজন্য প্রথমে এখান থেকে WowBox.rar ফাইলটি ডাউনলোড করুন।
তার পর WinRar টা নিচে থেকে ডাউনলোড করুন।
or
তারপর Winbox.rar ফাইলটি Extract করুন।
এখানে 3টা ফাইল পাওয়া যাবে।
3টা ফাইলই ইন্সটল করতে হবে।
তারপর আপনার যে সকল জিপি সিম এ WowBox Activate করতে চান। সেই ৩টা সিম শুধু মাত্র একবার করে ভরে ডাটা কানেক্ট রেখে র্
এক্টিভ করুন। মনে রাখবেন এই কাজ করার সময় অবশ্যই সিমগুলো স্লট ১এ ভরে তারপর এক্টিভ করতে হবে।
একবার এক্টিভ করলেই সিমগুলো মোবাইলে ভরা না থাকলেও চলবে।
তারপর প্রতিদিন এমবি জড় করতে থাকেন।
আমি এভাবে আমার সিমগুলোতে প্রায় ২জিবির মতো নিয়েছি।
রেখে দিন কাজে লাগবে।
উপকারে আসলে টিউমেন্টস্ এ জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন।
আমি সালেহীন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tahole ke sobsomoy sim kola kuli korte hobe naki…1 sim dukiye rakley hobr