Android ইউজারদের জন্য নিয়ে এলাম 3টা WowBox (গ্রামীণফোন ইউজারদের জন্য)

কেমন আছেন সবাই?

আশা করি সবাই ভালো রয়েছেন।

আজকে আমার টিউনটি হল গ্রামীণ সিমের 20mb নেয়ার WowBoxকে নিয়ে।

আমরা সাধারণত Google প্লে স্টোর থেকে WowBox টা ইন্সটল করি। কিন্তু একটা ইন্সটল করলে যা একের অধিক ইন্সটল করলেই সেই একটি WowBox ই থেকে যায়।

 

আমরা জানিযে একটি এন্ডুয়েট মোবাইলে একটি WowBox ইন্সটল করা যায় এবং সেই ফোনের স্লট ১এ সিম ভরে তারপর WowBoxটি এক্টিভেইট করতে হয়।

তাই আমি আপনাদের জন্য ৩টি WowBox Modify করেছি যেগুলো দ্বারা আপনারা ৩টা সিমে মেগাবাইট নিতে পাবেন।

 

এজন্য প্রথমে এখান থেকে WowBox.rar ফাইলটি ডাউনলোড করুন।

 

তার পর WinRar টা নিচে থেকে ডাউনলোড করুন।

rarlab

or

Easy Unrar, Unzip & Zip

B1 Archiver zip rar unzip

 

 

 

তারপর Winbox.rar ফাইলটি  Extract করুন।

 

এখানে 3টা ফাইল পাওয়া যাবে।

 

3টা ফাইলই ইন্সটল করতে হবে।

তারপর আপনার যে সকল জিপি সিম এ WowBox Activate করতে চান। সেই ৩টা সিম শুধু মাত্র একবার করে ভরে ডাটা কানেক্ট রেখে র্

এক্টিভ করুন। মনে রাখবেন এই কাজ  করার সময় অবশ্যই সিমগুলো স্লট ১এ ভরে তারপর এক্টিভ করতে হবে।

একবার এক্টিভ করলেই সিমগুলো মোবাইলে ভরা না থাকলেও চলবে।

তারপর প্রতিদিন এমবি জড় করতে থাকেন।

আমি এভাবে আমার সিমগুলোতে প্রায় ২জিবির মতো নিয়েছি।

রেখে দিন কাজে লাগবে।

উপকারে আসলে টিউমেন্টস্ এ জানাবেন।

ধন্যবাদ সবাইকে।

ভালো থাকবেন।

Level 0

আমি সালেহীন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tahole ke sobsomoy sim kola kuli korte hobe naki…1 sim dukiye rakley hobr

    ভাই ৩ wowbox দিয়ে কি ১সিমে নেয়া জাবেনা? আমি ১বার নিয়া নিছি ১টা দিয়ে এখন কি আরেকটা ইন্সটল করব?

    এই তিনটা WowBox ইন্সটল করার পর শুধুমাত্র তিনবার সিম খুলে রেজিস্টার করতে হবে। তারপরে সিম যদি আপনি বন্ধ রাখেন তাও ওয়াইফাই বা অন্য কোন নেট ব্যবহার করে WowBox থেকে তিন সিমেই ২০ মেগাবাইট করে মোট ৬০ মেগাবাইট পাবেন।

আপনাকে আনেক ধন্নবাদ।। আরেকটা কথা ৩টা সিমে ৩টা ও্যাউ বক্স ইউজ করতে হবে তাইত?

আরেক্টা কথা সিমে কুনু মিয়াদ না থাকলে কি ২০এম্বি আসবে?

    সিমে WowBox রেজিস্টার করতে Balance এর মেয়াদ থাকতে হবে, কিন্তু তার পর মেয়াদ শেষ হয়ে গেলেও মেগাবাইট নিতে পারবেন।

1 ta wowbox diye 100 Ta sim e neua jabe 3 Tar dorkar ki?

    ভাইরে আপনার বন্ধ থাকা সিমেও নেওয়া যাব। এজন্য বার বার রেজিস্টার করতে হবে না। @কাফি হাসান

সিমে WowBox রেজিস্টার করতে Balance এর মেয়াদ থাকতে হবে, কিন্তু তার পর মেয়াদ শেষ হয়ে গেলেও মেগাবাইট নিতে পারবেন। @মায়া পরি

ভাইয়া, অামার মোবাইলে দুইটা সিম আছে এখন অামি আপনার কথা মত ১নং স্লট এ ভরে তিনটা সিম রেজিষ্ট্রেশন করলাম তার পর থেকে যে সিমটা বন্ধ থাকবে সেটাতে কিভাবে MB নিবো। ans pls

verification Sms ase na.. koyekta samsung galaxy phn e try krci.. same prb.. verification er jonno msg e send hoy na… official wowbox eo same prb.. amr phn er model Samsung Galaxy Core Prime.. Any solution??

    আমি তো আমার ফোন সহ আরো আমার ফ্রেন্ডদের ফোনেও ইনস্টল করে দিয়েছি। তাদের ফোনে তো এরকম কোন সমস্যা সম্মুখীন হইনি।

Level 2

হয় না।
terms & conditions এর একটি পেজ আসে। ওটা ক্লিক করলে আবার একই পেজ আসে। সামনে proceed হয় না। তিনটাতেই একই problem.
বলবেন প্লিজ।

vai kaj to hoe se,wowbox ar aro koe ta clone apps dan

but QU

1. jokon free 20 MB ar vitor duki tokon ae lekata ase kano

Your 20 MB freeoffer is now available every week.You can active free 20 Mb once every 7 days.Validity of 20 MB is 24 hours after the activation.Enjoy yourfree data!

tar mane ki 7 day te 1 bar pabo

2.sim na dukia jodi ono sim deaa net cannect dea kaj ta kore taholi ki kaj hobi

    এটা এখন থেকে উইকলি প্যাক হয়েগেছে। গ্রামীণফোণ এ প্যাকেজ চেন্জ করে সাপ্তাহিক করেছে।

৩ টার একটা তেও কাজ হয় না

ছি, আপনারা এই রকম পোস্ট দিয়ে tt এর মান খারাপ করছেন। আপনার এপ ওপেন হয় কিন্তু তারপর আর কোন অপশন নাই। শুধু শুধু কেন এইরকম পোস্ট করেন?

    মিনহাজ উজ জামান ভাই এখানে শুধু মাত্র আপনিই এই wowBox টা ইনস্টল করেননি আরো অনেকেই করেছেন। আপনার ফোনে হয়ত সমস্যা । যার কারণে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন।
    আমি নিজেও এটা চালাচ্ছি।

আপনাকে আনেক ধন্নবাদ।