Root করা ছাড়াই এন্ড্রয়েডে যে কোন বাংলা Fonts এ লেখা পড়ুন

এন্ড্রয়েড স্মার্টফোনে/ট্যাবে বাংলা

 

(বিজয় সহ সব ফন্ট) ফন্টগুলো সাপোর্ট করাবেন !!

আপনার সাধের ট্যাব/ স্মার্টফোনটি কি রুট করেছেন? প্রয়োজন নেই রুট করার !!

ইউনিকোড ফন্ট ছাড়া অন্যান্য বাংলা দেখতে পাচ্ছেন না।

সহজ পদ্ধতিতে আজ ফন্ট সাপোর্ট করার নিয়ম  টা জেনে নিই....


  • এই কাজ টি করার পর ফোন এর কোন ত্রুটি হবার সম্ভাবনা নেই।
  • বাংলা সকল ফন্ট সাপোর্ট করবে আপনার ফোনে/ট্যাবে বাংলায় লেখা যে কোন MS Word ফাইল পড়তে পারবেন

এবার আগের মতো ঝামেলা না করে, শুধুই কপি পেস্ট করা...

এজন্য আপনার যে বিষয় গুলো লাগবেঃ

১.      আপনার ফোন/ট্যাব এ Kingsoft Office থাকতে হবে।

2.      Es File explorer / ভাল ফাইল ম্যানেজার লাগবে।

৩.     আপনার যে বাংলাফন্ট গুলো দরকার সেগুলো

 

এবারঃ

  1. আপনার প্রয়োজনীয় ফন্টস গুলো মেমোরি কার্ড এ নিয়ে নিন।
  2. es explorer খুলে মেনুতে টাচ্ করে নিচের দিকে Show hidden files করে নিন।
  3. এবার ফন্টস গুলো কপি করে নিন।
  4. এবার   দেওয়া ঠিকানা মোতাবেক খুলে পেস্ট করুন।        " sd card \ Android \ data \ cn.wps.moffice_eng \ .cache \ KingsoftOffice \ .fonts " [জেনে রাখা ভাল এখানে "." চিহ্ন দিয়ে যে নাম সেগুলোই হিডেন ফোল্ডার... যেমন:  " .fonts "   ]
  5. এবার phone application management interface   ক্লীক করে  খুলুন, “Force Stop”এ ক্লীক করুন। এবার প্রোগ্রামটি পুনরায় ওপেন করুন।

এভাবেই, সহজেই কাজ টি সম্পন্ন করতে পারবেন।

(কাজ হলে শেয়ার/টিউমেন্টস করুন)

ধন্যবাদ

শাখাওয়াৎ হোসেন

Facebook: http://www.facebook.com/sakawat

 

 

Level 2

আমি Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

as


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন হয়েছে।
কাজের টিউন।
অনেক ধন্যবাদ। মামা

” sd card \ Android \ data \ cn.wps.moffice_eng \ .cache \ KingsoftOffice \ এর পর .fonts folder পাওয়া যাচ্ছে না। তৈরি করে নিলেও কাজ হচ্ছে না।

    Level 2

    এখানে ঐ ঠিকানাতে “SD Card” বলতে ফোন মেমোরি কে বুঝানো হয়েছে,

Level 0

” sd card \ Android \ data \ cn.wps.moffice_eng \ .cache \ KingsoftOffice \ file (ase fonts asena)