অনেকদিন পর আবার এলাম।আগের টিউনটা ছিল কল স্পুফিং নিয়ে। আর আজ শেখাবো কি করে আপনার হারিয়ে যাওয়া Android Phone কে Trace করবেন,তাকে Security Lock করবেন বা ফোন থেকে সমস্ত Personal Data দূর থেকে মুছে ফেলবেন। এধরণের অনেক Apps Play Store এ পাওয়া যায়।সেক্ষেত্রে আপনাকে মোবাইলে ঐ সমস্ত Apps Install করতে হবে।কিন্তু আমি দেখাব কোন Apps ছাড়াই আপনি কি করে আপনার হারিয়ে যাওয়া Android Phone কে Trace করবেন,তাকে Security Lock করবেন বা ফোন থেকে সমস্ত Personal Data দূর থেকে মুছে ফেলবেন।
এটা Google এর নিজস্ব Service, নাম Android Device Manager. এখানে ক্লিক করে Android Device Manager এর পেজে প্রবেশ করুণ। নিজের Gmail/Google Account এ লগইন করুণ।
তাহলে এরকম দেখতে পাবেন।দেখুন কেমন আমার ফোন ট্র্যাক করেছে।এবার দেখুন কি করে দূর থেকে ফোন Ring করবেন। ছবির নির্দেশ মতো করুণ,আপনার ফোন Silence থাকলেও ফুল ভলিউম এ রিং হবে।
এবার দেখুন কি করে দূর থেকে ফোন Lock করবেন।ছবির নির্দেশ মতো করুণ।
Lock বাটনে ক্লিক করুণ। আপনার ফোন Lock হয়ে যাবে।
এবার দেখুন কি করে দূর থেকে ফোন Data Erase করবেন।সাবধান ভুল করে নিজে পরীক্ষা করার সময়
Erase করে ফেলবেন না।কারণ এটা কোন Warning ছাড়াই Factory Reset করে দেবে।
কেমন লাগলো বলুন।ভালো লাগলে লাইক আর শেয়ার করে আমাকে উৎসাহিত করুণ। সময় পেলে ভালো ভালো জিনিস সবাইকে
আবার জানাবো।
টিউনটি আগ্রহ নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
আমি বিকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
No active devices
Before you can use Android Device Manager, you must have an active Android device.
এইটার মানে কি? আমি লগইন করলে এটা আসে।