★৫০ জিবি DROPBOX একাউন্ট নিন ফ্রিতে যত ইচ্ছা যত বার। টাইম টু আপগ্রেড ইউর ড্রপবক্স একাউন্ট। সবাই পারবেন এবার ফ্রিতে লুফে নিন আর দেরি কেন????

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন উপর আল্লাহ তালার রহমতে। আজ আবারো হাজির হয়েছি জানা  বিষয় নিয়ে। কেন না সবাই টেকটিউনসের বস মানুষ।

 

যারা জানেন তারা দেখলে দেখতে পারেন আমার ভুল হচ্ছে কিনা। যারা জানেন না তারা অবশ্যই দেখবেন কারণ আজকাল অনলাইনে বিভিন্ন প্রয়োজনীয় বা গোপন নথিপত্র রাখার জন্য আমাদের মধ্যের অনেকেই নিরাপদ ফাইল স্টোরেজ খুঁজছেন বা খুঁজে পেলেও হাজার পলেছি। যেমন :- ড্রপবক্স।

 

ড্রপবক্সের নাম শুনেন নি এমন কম পাবলিক আমার এই টিউন পড়ছেন। ড্রপবক্স অনলাইন ক্লাউড  স্টোরেজ। এটি আমার দেখা বেষ্ট ক্লাউড স্টোরেজ। এখানে আপনি আপনার যাবতীয় দরকারি ফাইল আপলোড দিয়ে রাখতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে ফ্রি ইউজার দের জন্য মাত্র ২ জিবি ফাইল স্টোরেজ দেয়। প্রব্লেম ইজ হেয়ার! :p

 

 

এখন আমি ২ জিবি থেকে ৫০ জিবিতে আপগ্রেড করা শিখাবো তাও আবার ফ্রিতে কোন রেফারাল লিংক ছাড়াই। এমনি ৫০ জিবি আছে তাই আপনাদের আর হয়রানি করলাম না। :p

 

যা যা লাগবে :-

 

১. রুটেড Android ফোন

 

২. কাস্টম রিকোভারি ইন্সটলেড। (যেমন :twrp,cwm,carliv touch recovery, cot, ইত্যাদি)

 

৩. Dropbox.apk, dropbox cwm.zip এই দুইটি ফাইল।

 

 

বেশির ভাগ মদনটেক থুক্কু মিডিয়াটেক ডিভাইজ আমরা ইউজ করে থাকি তাই রুট এর জন্য framroot,kingroot ইউজ করতে পারি। আর কাস্টম রিকোভারির জন্য আমরা মোবাইল চাচা মানে আংকেল টুল আপ + মিডিয়াটেক চিপসেট ভার্শন অনুযায়ী (চেক করবেন cpu z.apk দিয়ে)  স্কেটার ফাইল টি নামিয়ে মিয়ে রুট ফোল্ডারে রেখে recovery. img file ফ্লাশ করতে পারি অথবা sp flash tool দিয়ে ও কাজ তা সহজে করতে পারি। একটু গুগল করলেই পারব। তা না হলে টিউনমেন্ট করেন আমি বলে দেয়ার চেষ্টা করব।

 

আর অন্য সব ডিভাইজের একেক নিয়ম তাই দু:খিত উল্লেখ করা গেলনা।

download dropbox.apk

dropbox cwm flashable.zip

 

DROPBOX.APK, FLASHABLE DROPBOX.ZIP FOR CWM এপ্স দুইটি ডাউলোড করে আপনার ফোনের রুট ফোল্ডার (মানে সব ফোল্ডারের বাইরে sd card এর)

 

তারপর dropbox.apk ইন্সটল দিন। ডান দিন ওপেন করবেন না। আগের কোন ড্রপবক্স এর জড়গুষ্টি থাকলে তাদের সাফ করে নিবেন।

 

তারপর ফোন টি রিকোভারি মোডে অন করুন। এক এক ডিভাইজের রিকোভারি মোডে যাবার নিয়ম একেক রকম।  বেশিরভাগ ডিভাইজ এ (vol up)+ (home) + (power) button চাপলে হয়।

 

যাবার পর install বা install zip from sd card সিলেক্ট করে dropbox cwm.zip ফাইল টা দেখিয়ে দিন তার পর ফ্লাশ হয়ে গেলে REBOOT, REBOOT NOW দিয়ে ফোন রিবুট করুন।

 

Android is upgrading দেখাবে নো প্রব্লেম একটা সিস্টেম আপ বৃদ্ধির জন্য প্রদর্শিত হবে এই লেখা টি। তারপর আপনি আপনার একাউন্ট দিয়ে sing in করুন। যাদের নেই তারা  মেইল, নেইম,পাসওয়ার্ড sing up করুন।

তারপর যে মেইল দিয়ে sing in  করলেন সেই মেইলের ইনবক্স এ  গিয়ে দেখুন আপনি একটা মেইল পেয়েছেন উপরের ছবির মত। 50gb free storage ক্লেয়িম এর জন্য। ক্লেয়িম এ ক্লিক করুন।

 

 

একটা ব্রাউজার দিয়ে Dropbox.com/gs এরকম এড্রেসে যাবে। আপনি যে কোন পাঁচটি কাজ complete করুন।

 

১.আপনার কম্পিউটারে ড্রপবক্স ইন্সটল দিয়ে লগিন করুন ঐ একাউন্ট দিয়ে।

 

২.একটি ফোল্ডার তৈরি করুন কিছু ফাইল আপলোড দিন তাতে।

 

৩. ফোল্ডার টি সেয়ার করুন ফ্রেন্ডদের সাথে।

 

৪.কিছু ফ্রেন্ড দের ইনভাইট করুন। যে কোন দুই জন আপনার রেফারাল লিংক থেকে ড্রপবক্স ইন্সটল করে লগিন করলেই হবে।

উপরে আমি আমার মেইলের ড্রাফট থেকে আপনাদের রেফারাল লিংক সেয়ারের ছবি দিয়েছি বোঝার সুবিধার জন্য।

 

ব্যাস এই ৪ টি ধাপ অনুসরণ করলেই ৫ টি কাজ সম্পূর্ণ হবে।

 

 

তারপর ফিরতি মেইলে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি ৫০ জিবি ফ্রি স্টোরেজ earn করেছেন।

যে ব্রাউজার টি দিয়ে যাবেন সেই ব্রাউজার দিয়ে লগিন করা থাকতে হবে আপনার ড্রপবক্স একাউন্ট টি।

 

ব্যাস!!! আপনি এভাবেই আপনার যে কোন ড্রপবক্স একাউন্ট আপগ্রেড করতে পারবেন।

 

 

বিশেষ দ্র:ষ্টব্য: আপনি এই কাজ গুলো করার সময় dropbox app টি আপডেট দিবেন না বা ইন্সটল করবেন না। খুব সাবধানে কাজ গুলো করুন। সাধারণ জিপ ফাইল ফ্লাশ করতে গিয়ে আপনার ফোন ব্রিক করাইয়া আমায় দায়ি কইরেন না। নিজ দায়িত্বে করুন।

 

 

কোন রকম অসুবিধা হলে টিউনমেন্ট করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দোয়া রাখবেন সামনে যেন ভালো কিছু উপহার দিতে পারি। কপি পেষ্ট এর অভ্যাস নাই। কষ্ট করে টিউন করি মোবাইল দিয়ে পারলে উৎসাহ দিয়েন। ভাল লাগবে। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি তে দেখার জন্য অনুরোধ রইল।

আমার প্রথম টিউন দেখতে পারেন - https://www.techtunes.io/android-apps/tune-id/386578

Level 0

আমি MD SAMIUL ALAM MOON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Microsoft OneDrive Is Far Better Than Dropbox……

    ১৫ জিবি লিমিট স্টোরেজ….. 🙂 ধন্যবাদ টিউনমেন্ট এর জন্য।

Dhonnobad sundor post er jonno! Ei method e space nile ki lifetime validity thakbe?

    দুই বছর পর্যন্ত… তারপর আবার এই কাজ গুলা করলে আবারো 🙂

Thanks I got 50GB 🙂

এটা শুধু মাত্র Samsung Device এর জন্য। সকল ডিভাইসে কি কাজ করবে?

ধন্যবাদ, আমারটা আপনি একটু করে দেবেন প্লিজ?

ভাই আমার গুগল ড্রাইভ এ ৫ টেরাবাইট জায়গা ফ্রী দিছে।এইটা মাত্র ৫০ জিবি ?খারাপ না।

Bhalo tune,, kintu eto lomba kaj na kore gmail bebohar korleo mondo hoina… Ar amra to emnitey gmail use kori. Google drive proti account e 15gb kore dicche so, 3ta account rak lei jotesto… Tai na vaia…. And again said… Tune ta khub bhalo hoice and guchano hoice

https://onedrive.live.com/?invref=dbe737592d49cb69&invsrc=90

My Onedrive Refferal Link. please let me achieve extra storage. thus open your ONE Drive ID From my Refferal Link plz