প্রথমে সবাই আমার সালাম নিবেন আমি আজ আপনাদের কাছে সেয়ার করব কী ভাবে Android Backtrack 5/Kali Linux রান করবেন। আমি জানি এইসব নিয়ে এখানে অনেক টিউন হয়েছে কিন্তু ২ টাই এক সাথে হইনাই। আবার অনেকেই হয়ত রান করতে সফল হন নাই। আমার টিউনটি ফলো করলে আমার দৃঢ় বিস্বাস আপনারা সফল হবেন। তো চলুন শুরু করা যাক।
এই দুইটা OS রান করতে আপানার অ্যান্ড্রয়েড এর কনফিগ নিছের মত বা তার চেয়ে বেসি হতে হবে
Chipset: DualCore/QuadCore
1 GHz
Ram : 1 GB
Android : 4.0.4-5.0
যেভাবে BackTrack 5 রান করবেন
প্রথমে নিচের ফাইল গুলো ডাউনলোড করুন
১.BT5-GNOME-ARM.7z
2.VNC Emulator
3.Terminal Emulator
4.BusyBox
আপনার ফোন অবশ্যই রুটেড হতে হবে। BT5-GNOME-ARM.7z টা Extarct করার পর ভিতরে ৮ টা ফাইল পাবেন তার মধ্যে একটা ফাইল হল bt5.img.gz।এই ফাইল টা আবার Extarct করুন এখন একটা IMG ফাইল পাবেন যার সাইজ ৪.৮ জিবি। এখন পূর্বের bt5.img.gz ফাইলটি কেটে দিন।এই ৮ টি ফাইল আপানর অ্যান্ড্রয়েড এর SD কার্ডে কপি করুন। কী কিছু দূর গিয়ে আর কপি হচ্ছে না তো। কপি না হয়ার করন আপানার SD কার্ডের ফরমাট Fat32 তার জন্যে Fat32 ফরমাটে ৪.৫ জিবির বড় ফাইল কপি বা ডাউনলোড হবে না এই জন্যে আপনাকে আরেকটি ট্রিক ফলো করতে হবে।
তো চলুন, প্রথমে আপনার ফোনের SD কার্ড NTFS এ ফরমাট করুন। যেভাবে করবেন আপানার কার্ড পিসিতে লাগানোর পর আপানার কার্ডে Right ক্লিক করে Format এ ক্লিক করুন এখান থেক NTFS সিলেক্ট করুন এবার Start e ক্লিক করুন
এবার আপানার SD কার্ডটি ফোন এ লাগান। দেখবেন আরেকটি ঝামেলায় পরেছেন আপনার SD কার্ড পাচ্ছেনা। তো চলুন এই সমস্যারো সমাধান দেই। Paragon এপ্স টি ডাউনলোড করে Install করুন। এই এপটি রুট পারমিসন চাবে তা দিয়ে দিন। এই এপটির মাঝে Mount নামে একটি Opction আছে ওখানে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। এখন দেখুন আপনার SD কার্ড পেয়েছে।
এবার চলে আসি আসল কাজে।এত সব ঝামেলা শেষ হলে SD কার্ড টি আপবার পিসিতে লাগিয়ে পূর্বের ৮ টি ফাইল কপি করুন এখন দেখুন কপি হচ্ছে। ফাইলগুলি SD কার্ডে BT5 নামে ফোল্ডার তৈরি করে সেখানে রাখবেন এটি আপনার সুবিধার জন্য বল্লাম।
BusyBox Install করুন। এটি কিভাবে Install করতে হয় তা আপনারা জানেন। এখন Terminal Emulator Install করে ওপেন করুন এখানে নিচের কমান্ড গুলো সিরিয়াল ভাবে লিখুন
1. টাইপ SU
2. টাইপ cd /sdcard/BT5
3.টাইপ sh bootbt
4.টাইপ export USER=root
5.টাইপ vncpasswd
4. টাইপ shaonkr12
5.আবার টাইপ করুন shaonkr12
6.টাইপ n
7.টাইপ tightvncserver -geometry 1280x720
8. একটু মুসকিল ধাপ। দুইলাইন উপরে দেখুন New 'X' Desktop is local host (?)
(?) এইখানে কী আছে দেখেনিন X না 1 না 2,3,4,5,6,7,8,9
এবার Android VNC ওপেন করুন
১. NickName ফাকা রাখুন
২.Password এ লিখুন shaonkr12
3.Adress এ লিখুন localhost
4.port এ লিখুন যেই যেই জিনিসটি মনে রাখতে বলছিলাম
1 হলে হবে 5901, 2 হলে হবে 5902 এভাবে 6 হলে হবে 5902 আপানার যেটি সো করেছে সেই অনুযায়ি বসান
5.User Name এ লিখুন root
6. Colour Format থেকে 24-bit colour সিলেক্ট করুন
এখন Connect এ ক্লিক করুন বাস কাজ শেষ। হয়ে গেল রান Backtrack 5 আপনার অ্যান্ড্রয়েড এ
যে ভাবে Kali Linux রান করবেন ঃ
এটা রান করা অনেক সহজ অনেকেই হয়ত রান করেছেন। তো যাইহোক নিচের ফাইল গুলো ডাউনলোড করুন। আপনার ফোন অবশ্যই রুটেড হতে হবে।
1.Kalilinux.BASIC.ext2.20131012.rar
2.VNC View
3.Linux Deploy
kalilinux.BASIC.ext2.20131012.rar টা Extract করুন। এর ভিতরে ২ টা ফাইল পাবেন সাইজ ৪ জিবি সো টেনসন নেওয়ার কিছুই নাই এটা কপি করতে আগের মতন কিছু করতে হবে না। এটা Fat32 ফরমাটেও কপি হবে। ফাইল গুলো kali নামে ফোল্ডার তৈরে করে সেখানে করিয়েন। এবার SD কার্ড ফোনে লাগান।
Linux Deploy ওপেন করুন properties এ যান distribution এ গিয়ে kali Linux সিলেক্ট করুন instrallion patch এ গিয়ে আপনি যে খনে kaliliunx.img টা রেখেছেন সেটিকে দেখিয়ে দিন এখন install এ ক্লিক করুন কিছু সমায় অপেক্ষা করুন কারন এখন Linux install হচ্ছে এটি বেস কিছু ক্ষন ধরে সমায় নিবে তাই ধৈর্য হারাবেন না। আপনার ফনের যদি জায়গা না থাকে তাহলে এটি Error দেখাতে পারে।
এবার Vnc অপেন করুন Adress এ লিখুন localhost। Name এ লিখুন Kali। এখন password চাবে passwor দিন changeme বাস কাজ শেষ। kali linux রান হয়ে গেল আপানার অ্যান্ড্রয়েড এ
আমি পরবর্তিতে আপানাদের দেখাব কী ভাবে অ্যান্ড্রয়েড এ Windows xp, Windows 7 রান করতে হয়। সো অপেক্ষা করুন।
ভাল লাগলে আমার এ এপটি ইউস করতে পারেন এখানে অনেক কিছু পাবেন ডাউনলোড করুন এখান থেকে।
আমি ফেইসবুকে Mehedi.Shaon.12
আমি ShaOn Kr। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোবাইলের Ram ৫১২ হলে হবে না????