ডাউনলোড করে নিন বাংলা থেকে জার্মান ভাষা শেখার অ্যানড্রয়েড অ্যাপ

সবাইকে সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।

আজ আপনাদের সাথে নতুন একটা বিষয় শেয়ার করবো। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাষা শিখতে চান। প্রযুক্তি ব্যবহার করে যারা ভাষা শিখতে চান তাদের জন্য এই টিউন।

জার্মান ভাষা শেখার এই অ্যাপটি আপনি আপনার স্মার্টফোনে ফোনে ডাউনলোড করে নিতে পারেন।

জার্মানি যেতে চাইলে আপনাকে সবচেয়ে বেশি যে দিকটাতে জোর দেবেন তা হলো ভাষা শেখার ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে, ধানমণ্ডির গ্যেটে ইনস্টিটিউটে কিংবা চট্টগ্রামের ডি স্প্র্যাখেতে আপনি জার্মান শিখতে পারবেন। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটও রয়েছে জার্মান শেখার। আর হাজার হাজার টাকা খরচ করে শিখতে না চাইলে বেসিক জার্মান আপনি শিখতে পারেন সরাসরি বাংলা থেকেই। বাংলা থেকে সরাসরি জার্মান শেখার জন্য  গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন আপনার স্মার্টফোনে। https://play.google.com/store/apps/details?id=digbazar.com.bangla.deutsch

এছাড়া ডাউনলোড করতে পারেন iPhone-এর জন্যও। লিঙ্কটি হলো : https://itunes.apple.com/us/app/bangla-german/id1053820340?mt=8

এই অ্যাপটিতে ডিকশনারিসহ অনেক ফিচার যুক্ত হয়েছে। রয়েছে উচ্চারণসহ হাজার হাজার শব্দার্থ। গুরুত্বপূর্ণ ভার্ব এবং বাংলায় সেগুলোর অর্থ। এ ছাড়াও আছে বাংলা উচ্চারণসহ জার্মান বর্ণমালা, সংখ্যা গণনা, প্রশ্নবোধক শব্দের ভাণ্ডার, আর্টিকেল, গুরুত্বপূর্ণ পেশার তালিকাসহ ২৬টি অডিও। অডিওগুলোর সঙ্গে আছে বাংলা টেক্সট।

আর সবচেয়ে মজার বিষয় হলো অ্যাপটি আপনি চালাতে পারবেন ইন্টারনেট ছাড়াই, তার মানে এটি অফলাইন একটি অ্যাপ। অ্যাপটির প্রায় সবগুলো পেজই চলবে ইন্টারনেট ছাড়া। ব্যতিক্রম কেবল ডিকশনারি, অডিও ইত্যাদি।

কেবল জার্মানিতে আসার জন্য নয় শখের বসেও আপনি জার্মান শিখতে পারেন। জার্মান ভাষা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাষা।

তো শুরু হয়ে যাক আপনার জার্নি... সবার জন্য অনেক অনেক শুভ কামনা!

Level 2

আমি মৌ ফারজানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে থাকতে ভালো লাগে। আর রাজনীতি পছন্দ না করলেও পড়ছি রাজনীতি-বিজ্ঞানে। সামনে মাস্টার্স। কন্ট্রিবিউটর হিসেবে সম্প্রতি কাজ শুরু করেছি --- BandhoB.com এবং Uto.la ---এই দুটি সাইটে... সবার সহযোগিতা চাই, সামনে এগিয়ে যেতে চাই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগের টিউনটা সম্ভবত শিরোনামের কারনে মুছে দেয়া হয়েছিল।টিউমেন্ট করতে গিয়ে দেখি গায়েব।যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া

এই ধরনের একটা E- Book এর লিংক দিলে ভালো হতো…..তার পরেও অনেক ধন্যবাদ,এই সুন্দর টিউনটির জন্যে