এন্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে APP Not Installed খুব অপরিচিত বাক্য না।এপ্লিকেশন ইন্সটল করতে এসে এই বিরক্তিকর এররের মুখোমুখি হন নাই খুব কম মানুষই আছেন। কিন্তু বিশ্বাস করেন, যারা বছরে দুই তিনটা এপ ইন্সটল দেয় তারাও এই সমস্যার মুখোমুখি হতে পারে। রিকভারি মোডে গিয়ে মাউন্ট সমস্যায় পড়লে এই ঝামেলায় পড়াও অবশ্যম্ভাবী।ডাটা, সিস্টেম ক্যাচ, কুকি ক্লিয়ার করতে গিয়ে, এমনকি রোম ফ্লাস করতে গিয়েও APP Not Installed দেখে মাথায় হাত পড়তে পারে।
এতগুলো থেকে আপনার মুল সমস্যাটা খুজে বের করতে পারলে কিন্তু সহজে সমাধানও করতে পারবেন।
ফোনটা শক্তিশালি Malware দ্বারা আক্রান্ত হওয়ার ব্যাপক সম্ভবনা আছে। সেক্ষেত্রে আপনার Storage (Memory) Corrupted হয়ে যাওয়ার আশংকা বেশি। আর Corrupted Storage এ এপ ইন্সটল হবে না এটাই স্বাভাবিক।
অনেকে হয়ত আমার কথা শুনে এতক্ষনে সব ফরমেট দিয়ে বসে রইছেন।তবে ফরমেট দেওয়ার মত গুরুতর কিছু হয় নাই।।।।।।।।।।।।
একবার এক বড় ভাইয়ের ফোনে একটা গেম ইন্সটল করতে গিয়ে দেখি আমাকে বলতেছে - আপনি অপরিচিত সোর্স থেকে সফট ইন্সটল দিতে পারবেননা।
এটা খুব মজার জিনিস। এন্ড্রয়েড কিছু ফোন ডিফল্টভাবে ডিজাইন করা হয়, আর কিছু ফোনে গ্রাহকের কাছে অপশন দিয়ে দেওয়া হয় - যে গুগল প্লে স্টোর ছাড়া অপরিচিত কোন ওয়েবসাইট অটোমেটিকলি এপ ইন্সটল নিবে না। আপনি Settings > Security > Unknown Sources থেকে সহজেই এই অপশন বন্ধ করে দিতে পারবেন।
তাহলে আমরা বুঝতে পারলাম, নানাবিধ কারনে এপ নট ইন্সটলড দেখাতে পারে।
যেমন: ✔✔ করাপ্টেড Phone Memory অথবা SD Card: যেখানে ইন্সটল দিবেন সেটারই যদি ১২ টা বেজে থাকে, তাহলে ইন্সটল হওয়ার জায়গা কই? ✔✔ জায়গার অভাব: অনেক এপ ইন্সটল দিতে কয়েক কিলোবাইট জায়গা খায়, আবার অনেকগুলা প্রায় শ'খানেক মেগাবাইট। ইন্সটল দেওয়ার আগে জেনে নিতে হবে এটার সর্বনিম্ন Requirements এবং আপনার হাতে থাকা সর্বোচ্চ।
✔✔ APK তে সমস্যা: উইন্ডোজের Exe কিংবা ব্ল্যাকবেরির Jad এর মত এন্ড্রয়েডের সফট এক্সটেনশন APK. (Android Package Installer) এই APK Corrupt ভাবে কেউ আপলোড করলে / অর্ধেক ডাউনলোড হলে, অথবা কারো কাছ থেকে কপি করে নেওয়ার সময়ও নস্ট হয়ে যেতে পারে।
✔✔ Permission এরর এবং ফোন ছোট খাট ব্রিক, কিংবা অপারেটিং সিস্টেমের ক্রুটি থেকেও অনেক ধরনের এরর ম্যাসেজ দেখাতে পারে যার মধ্যে এটা অন্যতম।
✔✔ এক সফটওয়্যারের দুইটা ভার্ষন একই সাথে ইন্সটল, কিংবা আগের ভার্ষন হয়ত পুরোপুরি আনইন্সটল না হলে, এক ফোনের জন্য ক্রয় করা জিনিস অন্য ফোনে,অথবা একেবারে বিনা খরচে মুল্যবান APK ইন্সটল করতে গেলেও APP Not Installed দেখাতে পারে। যেমনঃ সিম্ফোনি মোবাইলের অধিকাংশ বিল্ট ইন এপ ওয়াল্টন ফোনে চলবে না।
✔✔ APK ইচ্ছামত ফোনে কিংবা SD তে ইন্সটল দেওয়া যায়। আবার কিছু APK শুধুমাত্র ফোনে ইন্সটল দেওয়ার জন্যই তৈরি। কিংবা SD তে। আপনি উল্টাভাবে করতে গেলে এরর দেখতে পারেন।
✔✔ Unmounted Memory : আনমাউন্ট করা স্টোরেজে কখনোই কোন এপ ইন্সটল কিংবা ডাটা ট্রান্সফার হবে না।মাউন্ট বলতে মুলত বোঝায় কম্পিউটারে কানেক্ট করার উদ্দেশ্যে অথবা ফোন থেকে ম্যামরি খুলে নেওয়ার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা। অনেকটা পিসির Safely Remove Pendrive এর মত।
✔✔ নাম চেঞ্জ: APK ডাউনলোডের পর রিনেইম করলেও ক্ষেত্রবিশেষে APP Not Installed দেখাতে পারে।
🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄
কিভাবে মুক্তি পাবেন এই ঝামেলা থেকে? আমি সমস্যাগুলো বের করে দিছি।এখন সমাধান বের করাও সহজ হওয়ার কথা। তবে অনেকের কাছেই আমার এতক্ষনের কথা ইংলিশ মনে হইছে। তাই কিছু সলিউশনও দিয়ে দিচ্ছি -
তবুও কিছু না হলে >> সব মুছে ফেলুন, ফোন এবং এক্সার্নাল ম্যামরি দুটাই কম্পিউটারের সাহায্যে ডিপ ফরমেট দিয়ে ফোনের ফ্যাক্টরি রিসেট দিন। ব্যাকডেটেড না হয়ে কম্পিউটারে উইন্ডোজ ১০ ব্যবহার করুন।ফরমেটের সময় Quick Format টা Unmark করে দিন। কাজ না হলে ফ্লাস মারুন অভিজ্ঞ কারো সাহায্যে। আশা করছি কাজ হবে। তবুও কিছু না হলে একই কাজ করা যায়, এরকম অন্য কোন এপ ব্যবহার করুন।
টিউনটি প্রথম প্রকাশিত আমাদের ফেসবুক গ্রুপে। প্রযুক্তি বিশ্বের নতুন সব খবরাখবর জানতে + আপনার Technology সম্পর্কিত যে কোন সমস্যা সবারসাথে শেয়ার করতে ফেসবুকে জয়েন করুন
✔✔ উইন্ডোজ ツ এন্ড্রয়েড ℵ ইংলিশ টিভি সিরিজ™ |
সৌজন্যে ishraqued.blogspot.com
কোথাও না বুঝলে জানান, কিংবা আমাকে ফেসবুকে ম্যাসেজ করুন
আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune