অ্যান্ড্রোয়েড যখন সব কিছু [পর্ব-০৫] :: সেরা ৩টি ভিডিও এডিটর! আজ থেকে স্মার্টফোন দিয়েই হবে প্রফেশনাল ভিডিও এডিটিং!!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অ্যান্ড্রোয়েড যাদের একমাত্র ভরসা তাদের জন্য অ্যান্ড্রোয়েড এর সেরা ৩টি ভিডিও এডিটর নিয়ে আমার আজকের টিউন।

স্মার্টফোনগুলো যেন দিন দিন আরও বেশি স্মার্ট হচ্ছে। এখন মোটামুটি দামের ভেতরে একটা স্মার্টফোন কিনলে সেটা দিয়ে প্রায় সব ধরনের সুবিধা পাওয়া যায়। স্মার্টফোনের ক্যামেরাগুলোও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেদের সক্ষমতা জানান দিচ্ছে। এখন 1080p রেজুলেশনের ভিডিও রেকর্ড করা যেমন তেমন ব্যাপার হয়ে গেছে। তারমানে আপনি পকেটে নিয়ে ঘুরছেন আধুনিক একটি ভিডিও ক্যামেরা। যেকোন ভিডিও রেকর্ড করার পরে যদি সেটাকে এডিট করার একটা চমৎকার অপশন পাওয়া যায় তাহলে কেমন হবে? অ্যান্ড্রোয়েড ডিভাইসে এই জিনিস সম্ভব হবে কিনা এটা নিয়ে অনেকেই হয়তো দ্বিধায় পড়েছেন কিন্তু বাস্তবতা হলো, আপনার অ্যান্ড্রোয়েড ডিভাইস দিয়েই এখন যেকোন মানের ভিডিও এডিট করা যাবে। মূলত স্মার্টফোন দিয়ে পিসির মতো সব কাজ করতে সাহায্য করার জন্যই আমার এই চেইন টিউনের অবতারনা। আশা করছি সিরিজটির পঞ্চম পর্ব আপনাদের হতাশ করবে না। যাহোক, টিউনের বাকি অংশে যাবার আগে এক নজরে আগের টিউনগুলো দেখে নিন। কে জানে হয়তো এক্সক্লুসিভ সেই টিউনগুলোর দুই একটা আপনার অজানা থাকতে পারে।

CyberLink’s PowerDirector – স্মার্টফোন হবে এবার কম্পিউটার

আপনারা যারা কম্পিউটারে ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন তারা নিশ্চয় জানেন কম্পিউটারের জন্য CyberLink’s PowerDirector হলো অন্যতম সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার। সফটওয়্যারটির নিচের দিকের টাইমলাইন, ডানপাশে উপরের দিকে প্রিভিউ ক্লিপ হলো পিসি ভার্সনের কমন ইন্টারফেইস। ঠিক একই জিনিস একই ভাবে পাবেন এর অ্যান্ড্রোয়েড ভার্সনেও। তবে অ্যান্ড্রোয়েড ডিভাইসে আপনাকে অবাক করে দিবে এর ড্রাগ এবং ড্রপ এর মাধ্যমে প্রয়োজনীয় দৃশ্য সংযোজন সুবিধাটি। তাছাড়া আপনি খুব সহজেই ভিডিওতে অডিও ট্র্যাক, টেক্সট টাইটেল, ট্রানজিশন ইফেক্ট, ভিডিও ফিল্টার যুক্ত করতে পারবেন।

সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি না। কিছু প্রোগ্রাম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কিন্তু ফুল ফিচারস এর জন্য মাত্র ৫ ডলার ব্যয় করতে হবে। যাহোক, সফটওয়্যারটি ভালো লেগে থাকলে নিচের ডাউনলোড লিংক থেকে ঝটপট ডাউনলোড করে নিন। তবে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কমপক্ষে ফোনে ১ জিবি র‍্যাম না থাকলে চালানো ঠিক নয়। কারন এতে ফোনের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

ডাউনলোড CyberLink’s PowerDirector

AndroVid – অ্যান্ড্রোয়েড ভিডিও এডিটর

ভিডিও এডিট এর জন্য আরও একটি অসাধারন অ্যাপ্লিকেশন হলো AndroVid। যদিও এর ফ্রি ভার্সনের সাহায্যে খুব বেশি কাজ করতে পারবেন না তবুও যতোটুকু পারবেন ততোটুকুই আমার কল্পনাকে ছাড়িয়ে যাবে। ভিডিও ওপেন করা মাত্রই ছবি এডিট করার মতো উপরের দিকে অনেকগুলো অপশন আইকন দেখতে পাবেন। এবার আপনার পছন্দ মতো ট্রানজিশন ইফ্ক্টে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্প্লিট এবং মার্জ ইত্যাদি সহজ এবং সুন্দর ভাবে করতে থাকুন। প্রফেশনাল হতে এখন খুব বেশি সময় লাগবে না।

তবে ফ্রি ভার্সনে কিছুটা লিমিটেশন থাকলেও মাত্র ২ ডলার মূল্যের প্রিমিয়াম ভার্সনটি হয়তো আরও কিছু দিতে সক্ষম। যাহোক, অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচের ডাউনলোড অপশন থেকে পছন্দ মতো সার্ভার থেকে ঝটপট ডাউনলোড করে নিন।

ডাউনলোড AndroVid

KineMaster – সহজেই করুন ভিডিও এডিটিং

আপনি কি সাইবারলিঙ্ক পাওয়ার ডাইরেক্টর এর চাইতে আরও সহজ কিন্তু কার্যকরী অ্যাপ্লিকেশন খুঁজছেন? তাহলে আপনার জন্য উপযুক্ত অ্যাপ্লিকেশন হলো KineMaster। এই অ্যাপটার ফাংশনালিটি চমৎকার এবং একদম অ্যামেচার লেভেল থেকে আপনি কাজ করতে পারবেন। কোন প্রকার ভিডিও এডিট এর অভিজ্ঞতা ছাড়াই ইফেক্ট, টেক্সট সংযোজন, কাটিং, স্প্লিটিং এবং মার্জ করতে পারবেন। তবে আর দেরি কেন? এখনি একবার ট্রাই করে দেখুন।

যদিও এটার ফ্রি ভার্সন অনেক জনপ্রিয় তবে মাসে ৫ ডলার খরচ করে কিংবা বছরে ৪০ এর খরচ করার মাধ্যমে আপনি এর এডভান্স ফিচারগুলো পেতে পারেন। তবে দুধের সাধ ঘোলে মিটলেও ফ্রি ভার্সন একেবারে মন্দ না। অন্তত স্মার্টফোনের জন্য একটু বেশিই সুবিধা সম্পন্ন। তো ঝটপট ডাউনলোড শুরু হয়ে যাক নিচের ডাউনলোড লিংক থেকে।

ডাউনলোড KineMaster

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরও একটি অসাধারন টিউন। বরাবরের মতো সরাসরি প্রিয়তে। তবে শুধু ফ্রি ভার্সনের পাশাপাশি যদি প্রিমিয়াম ভার্সনগুলোও শেয়ার করতেন তাহলে আরো ভালো হতো। আগামী টিউনের অপেক্ষায়……

    প্রথম টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতেও পাশে থাকবেন। আপনার জন্য শুভ কামনা ছায়া মানব।

Level 0

onek din theke khujte silam. thanks Bhai.

অ্যাপসগুলো ডাউনলোড করে রাখলাম। যদিও আমার ফোনে এগুলো চলবে বলে মনে হয় না। তবুও ভবিষ্যতে যদি কাজে লাগে। টিউনের জন্য ধন্যবাদ 🙂

    আগামী দিনে আপনার ভালো একটি স্মার্টফোনের কামনায়………..
    টিউমেন্টের জন্য ধইন্যা 🙂

ভাই অনেক সুন্দর টিউন হইছে । এর জন্য আপনাকে ধন্যবাদ । সাথে একটা অনুরোধ যে আপনি তাড়াতারি আপনার একটা সাইট খুলেন যেখানে আমরা শুধু আপনার লেখা পড়তে পারব ,কারন টেকটিনসে আর থাকা যাচ্ছে না ,টিটির টাইটেল টা এখন হয়ে গেছে স্পামের সাথে মেতে উঠুন ।

    টিউমেন্টের জন্য ধন্যবাদ। তবে এক সপ্তাহের মধ্যে আমার সাইটের কাজ শেষ হয়ে যাবে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আমার সাইট ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ।

    তবে নিজের সাইট হলেও টেকটিউনসের সাথে থাকবো সব সময়। আশা করি আপনারাও পাশে থাকবেন।

অসাধারন টিউন। thanks a lot @ Sanim Vai…..

আপনারা টিটির শুরুলগ্নথেকেই টিটির সাথে আছেন তাই আমরা আপনাদের কাছে স্পাম মুক্ত টেকটিউনস চাই । সামপ্রতিক সময়ে একি টিউন দিনে দুই থেকে তিন বারও হচ্ছে ,কালকে টিউন আজকে কপি পেষ্ট হচ্ছে । আর সবাই প্রযুক্তি বিষয়ে না লিখে New HD Movie শেয়ার করতেছে ।

    বিষয়টা নিয়ে টেকটিউনস টিম ভাবছে। খুব শীঘ্রই এই সমস্যার অবসান হবে। আজকের পর থেকেই হয়তো এই বিষয়গুলোকে কঠোর ভাবে দেখা হবে। টেকটিউনস থেকে এই বিষয়ে আশ্বাস পাওয়া গেছে। সুতরাং এতো তাড়াতাড়ি হতাশ হবেন না আশা করি।

সানিম ভাই আপনার পোষ্টের নিচের সোস্যাল widget টার code দিবেন প্লিজ, আমার ব্লগ-সাইটের পোষ্টে এড করতাম।
আমার সাইট http://www.apkmartbd.blogspot.com, আমি blogging এ নতুন তাই আপনার কাছ থেকে কিছু উপদেশ আশা করছি।

    আমি আসলে এইগুলো ম্যানুয়েলি এইচটিএমএল ব্যবহার করে করেছি। এগুলোর জন্য কোন কোড লাগেনা। শুধু ইমেজগুলোতে একটা করে লিঙ্ক যুক্ত করে দিলেই হবে।

      thanks সানিম ভাই, আপনার স্টাইল কি আমি আমার ব্লগে ব্যবহার করতে পারবো নাকি মাইন্ড করবেন???

        মন চাইলে ব্যবহার করতে পারেন! রাগ করার কি আছে? আমাকে কি মোস্তফা জব্বার ভাবছেন নাকি 😛

Level New

ভাই সময়ের জন্য ধন্যবাদ কিন্তু পারলে “Premiere pro” (for android) শেয়ার করেন 🙂

    ধন্যবাদ, আগামী কোন টিউনে শেয়ার করা হবে ইনশাল্লাহ। টেকটিউনসের সাথেই থাকুন।

দিন দিন টিটির এত উন্নতি হচ্ছে যে, টিটিতে আর থাকার উপায় নাই।গুটিকয়েক আপনি আছেন বলেই, টিটিতে আসি। আপনার সাথে হয়ত মডারেটরদের কথা হয়ে থাকতে পারে।দয়া করে তাদেরকে কি বলতে পারেন, সেইসব ভাল টিউনার গুলা গেল কই?

তাদের কি টাকাপয়সা দিয়ে টিউন করানো হয়েছিল ? যে তাদেরকে এখন পে করা হয় না বিধায় আর টিউন করে না?

নাকি এই টিটির টিটিমার্কা পরিবেশ তাদের আর বোধগম্য হচ্ছে না?

জানি না, এই সাইটের ভবিষ্যত কী! এখনই এর শুধরানো উচিৎ নতুবা আমাদেরই বিকল্প প্লার্টফর্ম খোজা উচিত 🙁

    আমি আগের একটা কমেন্টে বলেছিলাম যে আজ থেকে টেকটিউনসে অনেক পরিবর্তন আসবে। বিশ্বাস করেছিলেন কিনা জানিনা কিন্তু টেকটিউনসের হোম পেইজটা আজ একবার দেখেন। কোন ফাউল টিউন খুঁজে পান কিনা দেখেন তো। টেকটিউনস এখন থেকে আগের টেকটিউনস হিসাবেই ফিরে আসবে। আপনারা শুধু পাশে থাকুন।

Level New

Correct!

টিটিতে এবং Ashiktech.com এরকম post চাই

@ফাহাদ ভাই একটু বলতে পারে ! ভিডিও তে কোন নিদ্দির্ষ্ট কোন নাম বা নাম্বার ঘোলাটে করা জন্য কি ব্যবহার করা হয় ?

    অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে কাজটি করতে পারবেন। তাছাড়া Cyberlink Power Director দিয়েও করা যায়। তবে ভিডিও এডিটিং এক্সপার্ট হতে হবে এসব কাজ করতে।

Level 0

প্রিয়তে রাখলাম। ভাল থাকবেন, অনেক ধন্যবাদ।

ভাল লাগলো