সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অ্যান্ড্রোয়েড যাদের একমাত্র ভরসা তাদের জন্য অ্যান্ড্রোয়েড এর সেরা ৩টি ভিডিও এডিটর নিয়ে আমার আজকের টিউন।
স্মার্টফোনগুলো যেন দিন দিন আরও বেশি স্মার্ট হচ্ছে। এখন মোটামুটি দামের ভেতরে একটা স্মার্টফোন কিনলে সেটা দিয়ে প্রায় সব ধরনের সুবিধা পাওয়া যায়। স্মার্টফোনের ক্যামেরাগুলোও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেদের সক্ষমতা জানান দিচ্ছে। এখন 1080p রেজুলেশনের ভিডিও রেকর্ড করা যেমন তেমন ব্যাপার হয়ে গেছে। তারমানে আপনি পকেটে নিয়ে ঘুরছেন আধুনিক একটি ভিডিও ক্যামেরা। যেকোন ভিডিও রেকর্ড করার পরে যদি সেটাকে এডিট করার একটা চমৎকার অপশন পাওয়া যায় তাহলে কেমন হবে? অ্যান্ড্রোয়েড ডিভাইসে এই জিনিস সম্ভব হবে কিনা এটা নিয়ে অনেকেই হয়তো দ্বিধায় পড়েছেন কিন্তু বাস্তবতা হলো, আপনার অ্যান্ড্রোয়েড ডিভাইস দিয়েই এখন যেকোন মানের ভিডিও এডিট করা যাবে। মূলত স্মার্টফোন দিয়ে পিসির মতো সব কাজ করতে সাহায্য করার জন্যই আমার এই চেইন টিউনের অবতারনা। আশা করছি সিরিজটির পঞ্চম পর্ব আপনাদের হতাশ করবে না। যাহোক, টিউনের বাকি অংশে যাবার আগে এক নজরে আগের টিউনগুলো দেখে নিন। কে জানে হয়তো এক্সক্লুসিভ সেই টিউনগুলোর দুই একটা আপনার অজানা থাকতে পারে।
আপনারা যারা কম্পিউটারে ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন তারা নিশ্চয় জানেন কম্পিউটারের জন্য CyberLink’s PowerDirector হলো অন্যতম সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার। সফটওয়্যারটির নিচের দিকের টাইমলাইন, ডানপাশে উপরের দিকে প্রিভিউ ক্লিপ হলো পিসি ভার্সনের কমন ইন্টারফেইস। ঠিক একই জিনিস একই ভাবে পাবেন এর অ্যান্ড্রোয়েড ভার্সনেও। তবে অ্যান্ড্রোয়েড ডিভাইসে আপনাকে অবাক করে দিবে এর ড্রাগ এবং ড্রপ এর মাধ্যমে প্রয়োজনীয় দৃশ্য সংযোজন সুবিধাটি। তাছাড়া আপনি খুব সহজেই ভিডিওতে অডিও ট্র্যাক, টেক্সট টাইটেল, ট্রানজিশন ইফেক্ট, ভিডিও ফিল্টার যুক্ত করতে পারবেন।
সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি না। কিছু প্রোগ্রাম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কিন্তু ফুল ফিচারস এর জন্য মাত্র ৫ ডলার ব্যয় করতে হবে। যাহোক, সফটওয়্যারটি ভালো লেগে থাকলে নিচের ডাউনলোড লিংক থেকে ঝটপট ডাউনলোড করে নিন। তবে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কমপক্ষে ফোনে ১ জিবি র্যাম না থাকলে চালানো ঠিক নয়। কারন এতে ফোনের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।
ভিডিও এডিট এর জন্য আরও একটি অসাধারন অ্যাপ্লিকেশন হলো AndroVid। যদিও এর ফ্রি ভার্সনের সাহায্যে খুব বেশি কাজ করতে পারবেন না তবুও যতোটুকু পারবেন ততোটুকুই আমার কল্পনাকে ছাড়িয়ে যাবে। ভিডিও ওপেন করা মাত্রই ছবি এডিট করার মতো উপরের দিকে অনেকগুলো অপশন আইকন দেখতে পাবেন। এবার আপনার পছন্দ মতো ট্রানজিশন ইফ্ক্টে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্প্লিট এবং মার্জ ইত্যাদি সহজ এবং সুন্দর ভাবে করতে থাকুন। প্রফেশনাল হতে এখন খুব বেশি সময় লাগবে না।
তবে ফ্রি ভার্সনে কিছুটা লিমিটেশন থাকলেও মাত্র ২ ডলার মূল্যের প্রিমিয়াম ভার্সনটি হয়তো আরও কিছু দিতে সক্ষম। যাহোক, অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচের ডাউনলোড অপশন থেকে পছন্দ মতো সার্ভার থেকে ঝটপট ডাউনলোড করে নিন।
আপনি কি সাইবারলিঙ্ক পাওয়ার ডাইরেক্টর এর চাইতে আরও সহজ কিন্তু কার্যকরী অ্যাপ্লিকেশন খুঁজছেন? তাহলে আপনার জন্য উপযুক্ত অ্যাপ্লিকেশন হলো KineMaster। এই অ্যাপটার ফাংশনালিটি চমৎকার এবং একদম অ্যামেচার লেভেল থেকে আপনি কাজ করতে পারবেন। কোন প্রকার ভিডিও এডিট এর অভিজ্ঞতা ছাড়াই ইফেক্ট, টেক্সট সংযোজন, কাটিং, স্প্লিটিং এবং মার্জ করতে পারবেন। তবে আর দেরি কেন? এখনি একবার ট্রাই করে দেখুন।
যদিও এটার ফ্রি ভার্সন অনেক জনপ্রিয় তবে মাসে ৫ ডলার খরচ করে কিংবা বছরে ৪০ এর খরচ করার মাধ্যমে আপনি এর এডভান্স ফিচারগুলো পেতে পারেন। তবে দুধের সাধ ঘোলে মিটলেও ফ্রি ভার্সন একেবারে মন্দ না। অন্তত স্মার্টফোনের জন্য একটু বেশিই সুবিধা সম্পন্ন। তো ঝটপট ডাউনলোড শুরু হয়ে যাক নিচের ডাউনলোড লিংক থেকে।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
আরও একটি অসাধারন টিউন। বরাবরের মতো সরাসরি প্রিয়তে। তবে শুধু ফ্রি ভার্সনের পাশাপাশি যদি প্রিমিয়াম ভার্সনগুলোও শেয়ার করতেন তাহলে আরো ভালো হতো। আগামী টিউনের অপেক্ষায়……