সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে অনেকদিন পর শুরু করতে যাচ্ছি আজকের টিউন। প্রযুক্তির সাথে সবসময় নিজেকে আপডেট রাখা রীতিমত নেশা হয়ে গেছে। তাই নতুন কিছু আসলে কখন সেই সুবিধা পাব কখন সেই সুবিধা ভোগ করব সেজন্য মন সর্বদা ব্যকুল। আমার মত নতুন কিছু পাওয়ার জন্য এবং নতুন কিছু জানার জন্য কৌতুহলী তাদের জন্য আমার আজকের এই টিউন।
যারা Samsung Galaxy A5 ফোনটি ব্যবহার করছেন তারা চাইলেই Android এর সর্বশেষ ভার্সন Lollipop 5.0.2 আপডেট করে নিতে পারেন। আর ললিপপের কি কি সুবিধা আছে তা নিয়ে আজ লিখলাম না। আপনারা চাইলে গুগলে সার্চ করে অথবা ইউটিউব থেকে দেখে নিতে পারেন কি কি সুবিধা রয়েছে এই ভার্সনে।
প্রথমে আমাদের যা যা লাগবে
১। আপনার ফোন Samsung Galaxy A5 (SM-A500F) মডেল নাম্বার নিশ্চিত হয়ে নিন তা না হলে ফোনটি ব্রিক হয়ে যাবে।
২। আপনার ফোনের ড্রাইভার ইন্সটল করে নিন। Windows 8, Windows 8.1, Windows 10 এ USB প্লাগিল করলে ড্রাইভার অটো ইন্সটল হয় যায়। যাদের অটো ইন্সল হয় না তারা ম্যানুয়ালি ডাউনলোড করে নিন।
৩। Odin3_v3.10.6 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৪। Lollipop 5.0.2 এটা অফিসিয়াল ললিপপের সর্বশেষ রাশিয়ান ভার্সন। রাশিয়ান ভার্সন হলেও বাংলা এবং ইংরেজী ভাষা্ আছে প্রথমে রাশিয়ান ভাষা দেওয়া থাকে ভাষা পরিবর্তন করে নিন আর বাকি সব একই। ভয় পাওয়ার কিছু নেই আপনার সেট যে দেশেরই হোক না কেন আপনি এটা ব্যবহার করতে পারেন শুধু আপনার ফোনের মডেল নাম্বার নিশ্চিত হয়ে নিন। আমি আমার ফোনে দিয়েছি যেটা সৌদি আরব থেকে আনা এবং আমার এক ছোট ভাইয়েরটায় দিয়েছি যেটা আনা হয়েছে মালেশিয়া থেকে। তবে যাদেরটা মালেশিয়া থেকে এনেছেন তারা মালেশিয়ান ভার্সন দিতে পারেন। আমি যখন ইন্সটল করেছি তখনও মালেশিয়ান ভার্সন রিলিজ হয়নি। মালেশিয়ান ভার্সন এখান থেকে ডাউনলোড করে নিন। আর হ্যা sammobile থেকে ডাউনলোড করতে হলে আপনার sammobile এ একাউন্ট থাকতে হবে। ফ্রি একাউন্ট করে নিতে পারেন।
আপনার ফোনের চার্জ ফুল করে নিন। আর ভাল মানের ইউএসবি ক্যাবল ব্যবহার করুন।
প্রথমে আপনার ফোন রিসেট করে নিন রিসেট। রিসেট করার জন্য ফোনের সুইচ অফ করে নিন তারপর Volume UP button+Home button+Power button চেপে ধরে রাখুন। বিস্তারিত নিচের ভিডিও লিংক থেকে দেখে নিতে পারেন।
ডাউনলোড শেষ হলে সবগুলো ফাই এক্সট্রাক্ট অর্থাৎ আনজিপ করে নিন।
রাইট বাটন ক্লিক Odin3 টি Run as administrator দিয়ে চালু করুন
Odin3 টি Open হওয়ার পর AP তে ক্লিক করে ডাউনলোডকৃত ফাইল লোকেশন দেখিয়ে দিন। নিচের চিত্রের মত। ফাইল সিলেকশন করার সময় যদি Odin3 টি Not responding আসে একটু অপেক্ষা করুন।
এখন আপনার ফোনটি ডাউনলোড মুডে চালু করুন ডাউনলোড মুডে চালু করার জন্য Volume Down button+Home button+Power button চেপে ধরে রাখুন। ডাউনলোড মুডে চালু হওয়ার পর ক্যাবল দিয়ে পিসির সাথে কানেক্ট করুন। তারপর Start Button এ ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করুন সব কাজ শেষ হলে ফোন রিস্টার্ট নেবে।
আমার ফোনে Update করার সময় সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি ভিডিও করে রেখেছি আপনারা চাইলে আপডেট করার পূর্বে নিচের লিংক থেকে দেখে নিতে পারেন। আমি উপস্থাপনা করতে পারিনা তাই আমাকে কেউ গালাগালি করবেন না। শুধু ভিডিওতে প্রসেসটি দেখে নিতে পারেন।
আমি রুহুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 311 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai am grand prime er jonno sammobile theke firmware download korchilam but kaj kore na… 530H…