আপডেট করুন আপনার Android one এর সকল ফোন / Symphony Roar A50 Lollipop 51 এ ওয়ার্ক ৪/৮ জিবি ইন্টারনাল মডেল টিউন টি সবার জন্য

এখন দেখি প্রায় সবাই স্মার্ট ফোন ব্যবহার করে স্মার্ট ফোন কে আরো স্মার্ট বানাতেই টিউন টি করলাম সবার উপকার এর জন্য। কারন এই টিউন টি থেকে Symphony roar A50/ সেম কনফিগারেশন /৮ জিবি ইন্টারনাল মেমরি / Android One  সেট ললিপপ করতে পারবেন।  আমি  Symphony roar A50  ইউজ করি তাই এটার কথাই বললাম।  আন্ড্রয়েড ফোন এ এখন সব কিছু করা যায় শুধু ললিপপ কেন। এটাতে কালি লিনাক্স ও ব্যবহার করা যায়। হ্যাকার রা এই কালি লিনাক্স ব্যবহার করে। এগুলো নিয়ে না হয় আরেক টা টিউন করা যাবে আজকের টিউন টি পরেন তাহলে বুজতে পারবেন। এখানে আন্ড্রোয়েড  এর ADT/SDK দিয়ে কাজ টি করতে হবে। তাই টিউন টি একটু বড় হলো। সবার কথা ভেবেই এটা করা কারন এই টিউন থেকে অনেক ফোন ললিপপ করা যাবে। আর একটি কথা কাজটি করার আগে আপনার ফোন এর ব্যাটারি ব্যাকআপ ৭০% অথবা বেশি রাখবেন।  টিউনটি আগে মনোযোগ দিয়ে পরে কাজে হাত দিবেন।

Android One কি?  ডিভাইজ গুলি দেখে নেই নিছের চিত্র থেকে। এগুলো কে Android One বলা হয়।

এইগুলো সব ডিভাইজ কে ললি পপ করতে পারবেন।

যাই হোক মুল কথাই আসি। প্রথমে আমাদের bootloader আনলক করতে হবে। তাই নিছের স্টেপ টি ফলো করুন।

 

 

মিশন ১ঃ

প্রথমে আপনি এডিবি ড্রাইভার ডাউনলোড করে নিন।

এখান  থেকে  আপনি সব সেটের আপডেট ড্রাইভার ডাউনলোড করে

কালেকশন এ রেখে দিতে পারেন {৩০ মেগাবাইট}

ADB ড্রাইভার টি ইন্সটল করুন আপনার ফোন টি পিসির সাতে কানেক্ট করতে হবে ইন্সটল করার সময়। (ইউ, এস, বি ডিবাগিং চালু রাখতে হবে)

ফোন এ (install away) এই টাইপের কোন লেখা আসলে install away করে দিন।

ইন্সটল হয়ে গেলে আপনার ফোন এর সুইস বন্ধ করে নিন। এবার পাওয়ার বাট ও ভলিওম আপ বাটন চেপে ধরুন ৫/১০ সেকেন্ড এর মত।

তাহলে একটা স্কিন আসবে। (এটির কথা আর কি বর্ণনা করবো আপনারা সবাই কম বেশি জানেন) স্কিন টা তে কয়েক টা অপশন দেখ তে পাবেন।

ওখান থেকে ভলিওম ডাউন বাটন চেপে fastboot এ আসুন। fastboot এ আসার পর ভলিওম আপ বাটন চাপুন। এখানে ভলিওম আপ বাটন হলো

(ok button) আমারা যে জেভাবে বুঝি কাজ হইলেই হল। :p এটা যেহেতু উল্লেখিত সব সেটের জন্য তাই আপনাকে

ADT Bundle ডাউনলোড করতে হবে লিঙ্ক win-32bit / win-64bit। করা শেষ হলে জিপ ফাইল টি Extract করুন  আপনার পিসির  c:/  ড্রাইভে।

আপনার মোবাইল এ => FASTBOOT MODE.  এরকম একটি লেখা আসবে। আপনার ফোন টি কানেক্ট করুন পিসির সাথে আগে থেকেই করা থাকলে দরকার নেই।

আপনার কম্পিউটার এর CMD অপশন টি চালু করুন। রান এ গিয়ে CMD লিখে ইন্টার চাপলেই চলে আসবে CMD মেনু।

এখন CMD তে আপনাকে কোড টাইপ করতে হবে।

লিখুন fastboot devices  ইন্টার দিন

লিখুন fastboot oem unlock ইন্টার দিন

লিখুন fastboot format userdata ইন্টার দিন

লিখুন fastboot reboot ইন্টার দিন। তাহলে আপনার ফোন রিস্টার্ট নিবে। এখন আপনার bootloader আনলক হয়ে গেলো।

আমাদের একটা মিশন সাকসেস হয়েছে। এবার পরের মিশন এ যাবো।

 

 

মিশন ২ঃ

এবার আমাদের PhilZ রিকোভারি ইন্সটল করতে হবে। তাই ডাউনলোড করে নিন এখান থেকে।

হয়ে গেলে zip টি ওপেন করুন recovery.img টা যে আছে  ওটা  কপি করে নিন। recovery-TWRP টা কপি করিয়েন না। তারপর সি ড্রাইভে যান যেখানে  ADT Bundle Extract করেছিলেন sdk/platform/tools এ ঢুকে recovery.img টা পেস্ট করুন এবং ওই ফোল্ডার টি তেই Shift+Right click  করে open comand  window here  এ ক্লিক করুন। CMD ওপেন হবে।

তারপর আগের নিয়মে পাওয়ার বাটন ও ভলিওম বাটন চেপে ধরে fastboot মুড এ যান।

CMD te কোড টাইপ করুন

লিখুন adb reboot bootloader ইন্টার দিন।

লিখুন fastboot flash recovery recovery.img ইন্টার দিন। (রিকোভারি ইমেজ টাকে ফ্লাস করলাম)

লিখুন fastboot reboot ইন্টার দিন।

PhilZ Recovery টি ইন্সটল হয়ে গেলো আপনার মোবাইল এ।

 

মিশন ৩ঃ

 

এখন ললিপপ ভার্সন টি ডাউনলোড করে নিবো ডাউনলোড করুন এখান থেকে ঃ ডাউনলোড হয়ে গেলে জিপ ফোল্ডার টাকে রিনেম করুন

lollipop.zip নামে।

জিপ ফাইল টি আপনার  Sdcard's কার্ড এর Clockworkmod/backup এ Extract করুন। যদি কোন ফোল্ডার না থাকে তাহলে বানিয়ে নিন।

আপনি এখন আপনার ফোন এর রিকোভারি মুড এ যান। এখন Wipe and Format options -> Factory reset -> Wipe cache -> Wipe dalvik/ART cache ->Go back. এ আসেন।

এখন Backup and Restore এ ক্লিক করেন। তারপর Misc Nandroid Settings এবং  এখানকার টিক টি তুলে দিন “MD5 checksum”

(এটা করার আগে আপনার ফোন এর ব্যাকআপ নিয়ে নিবেন)

তারপর Custom restore from /sdcard  অপশন এ ক্লিক করেন।  এখন আর একটি অপশন পাবেন ওখান থেকে শুধু  “system” and “boot”

এ টিক দিবেন বাকি সব টিক তুলে দিন। তারপর start restoring it এ ক্লিক করুন। সিলেক্ট করে দিন lollipop.zip.

পাচ থেকে ১০ মিনিট সময় লাগবে তারপর রিস্টার্ট নিবে এবং হয়ে গেলো Lollipop 5.1.

 

আমি অনেক ট্রিক্স দেখছি এই ট্রিক্স টি সব চেয়ে কাজের। আপনি ৮ জিবি ইন্টারনাল মেমরি ফোন গুলোকে এভাবে ললিপপ করতে পারবেন।

(Works on all android one devices (Spice Dream UNO, Karbonn Sparkle V, Micromax Canvas A1)

কোন সমস্যা হলে বলবেন। আর কাজ টি করতে হবে আপনাকে অনেক কিছু বুজে সুনে। কোন প্রকার ভুল ত্রুটি যেনো না হয়।

আর অবশ্যই আপনার ফোন কে ব্যাকআপ করে নিন এবং মোবাইল এ ৭০ % চার্জ রাখেন তাহলেই হবে।

আর রুট করবেন কিভাবে এটা নিয়ে আমি আরো টিউন করবো। এটা চেইন টিউন হিসেবে হবে। এর পরের টিউন এ.

যে কোন ফোন রুটিং এবং cmw  খোঁজা খুঁজি না করে কিভাবে আপনি নিজেই করবেন কাজ টা সেটা বিস্তারিত বলবো।

আর কেউ যদি কোন স্টেপ এ আটকায় যান আমাকে ফোন করবেন আমি আপনাদের হেল্প করবো ঃ ০১৮৩৯৬০৯৭৯০ (১০ টা থেকে ৫ টার মধ্যে ফোন দিবেন)

আশা করি টিউন টি আপনাদের ভালো লাগবে।

আমার পারসোনাল ব্লগ এ প্রথম প্রকাশিত করি এটি।

Level 0

আমি ডার্ক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস