বিসমিল্লাহ্ হির রাহমানির রাহীম। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন। টেকটিউনসে রেজিষ্ট্রেশন করেছিলাম ২ মাস আগে। কিন্তু এত বড় কমিউনিটিতে টিউন করার দুঃসাহস দেখাতে পারিনি। প্রথম প্রথম খুব ভালো ভালো টিউন দেখতে পেলেও ইদানীং টিটিতে ভাল মানের টিউন দেখতে না পেয়ে খুবই হতাশ লাগছে।
যাই হোক আমার দুঃসাহসিক প্রথম এই টিউন শুরু করছি।
ভাইস সিটি গেম খেলেননি এমন লোক হয়তো দুনিয়াতে কমই আছেন। আর অনেকে হয়তো এন্ড্রয়েড ফোনেও খেলেছেন। কিন্তু অনেকে হয়তো এন্ড্রয়েডে সবগুলো মিশন শেষ করার মজা নিতে পারেননি। কিন্তু আজ আমি শেয়ার করছি ভাইস সিটি গেমের সেভ ডাটা ফাইল যেটা দিয়ে আপনি ভাইস সিটি গেমের আসল মজা এবং আনলিমিটেড মানি, জেম্স ইত্যাদি উপভোগ করতে পারেন তাও আবার মাত্র 25 কেবির ডাটা ফাইল দিয়ে।
তো ঝটপট ডাউনলোড করে নিন।
লিঙ্ক- ডাউনলোড করুন
কাজের ধারা-
1. ডাউনলোড হয়ে গেলে ফাইলটি আপনার এন্ড্রয়েডের SD কার্ডের Android » Data » com.rockstargames.gtavc » এইখানে পেস্ট করুন।
2. এবার আপনার ফোন থেকে গেমটি ওপেন করুন। Start New Game » Load Game » এখানে দেখুন একটা মিশন তৈরি হয়ে গেছে(কিপ ইওর ফ্রেন্ডস ক্লোজ নামে)। ব্যস এবার ওটাতে ক্লিক করুন আর খেলতে থাকুন ভাইস সিটি মোডেড গেম্স। 😀
তাহলে, আজ এ পর্যন্তই। আবার আসব নতুন টিউন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই কামনা করি। এটি আমার প্রথম টিউন তাই ভুল ত্রুটি হলে মাফ করবেন। এবং সবসময় টিটির সাথেই থাকুন।
আমি অলিউর রহমান মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অন্যকে শেখাতে আমার খুব ভালো লাগে। সারাদিন নেট ঘাটাঘাটি আমার প্রিয় শখ। ব্লগিং করা আরেকটি বদঅভ্যাস। আমার প্রিয় সাইটগুলো ঢু না মারলে ঘুম আসেনা। আর নিজের ওয়েবসাইট তো আছেই।
এডমিন এবং মডারেটর ভাইয়ারা, প্লিজ আমার পোস্টটা এপ্রুভ করে নেন।