লুফে নিন এন্ড্রয়েড এম এর অফিসিয়াল সব কনটেন্ট

Android M "MarshMallow"

চলছে এন্ড্রয়েড এম এর উৎসব!

সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন।আমি রিফাত হোসেন,অনেক আগে থেকেই টেকটিউনস আমার ব্রাউজারের প্রথম বুকমার্কে থাকে,প্রতিদিন কম করে একবার হলেও এর মধ্যে ডু মেরে যাই,জীবনে অনেক কিছু শিখতে পেরেছি এই বিশাল এবং অসাধারণ একটি সাইট থেকে।অনেক ইচ্ছে ছিল এখানে টিউন করার,কিন্তু অলসতার কারণে লেখা হয়ে উঠে নাই,তাই আজ সময় এবং সুযোগ পাওয়া মাত্রই আমার প্রথম টিউন  করে ফেললাম,জানি না কেমন হয়েছে,তবে আশা করি আপনাদের খুব একটা কষ্ট হবে না আমার লেখা পড়তে,তো আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই।

এন্ড্রয়েডের জনপ্রিয় সব সংস্করণ এর মধ্যে রয়েছে জেলিবিন,কিটক্যাট,ললিপপ।এখন পর্যন্ত সর্বশেষ সংস্করণ ছিল এন্ড্রয়েড ললিপপ ৫.০ এবং ৫.১।এতদিনে নিশ্চই জেনে গেছেন যে এন্ড্রয়েড নিয়ে আসছে তাদের পরবর্তী সংস্করণ  “Android M 6.0”

আর “M” এর পূর্ণরূপ হয়তো অনেকেই জেনে গেছেন,আর যারা এখনো জানতে পারেন নাই তাদের বলছি এন্ড্রয়েড এম [Android M] মানে হলো এন্ড্রয়েড মার্শম্যালো [Android MarshMallow]

যেহেতু খুব শীগ্রই গুগলের এন্ড্রয়েড এম আসছে,তাই আজ আপনাদের জন্য সবার আগেই নিয়ে আসলাম এন্ড্রয়েড এম এর বিশেষ কিছু অফিসিয়াল কনটেন্ট,যার মধ্যে রয়েছে এন্ড্রয়েড এম ওয়ালপেপার,রিংটন,বুট এনিমেশন সহ আরো অনেক কিছু।তো আর দেরী কেন এখুনি নিচ থেকে ডাউনলোড করে ফেলুন এন্ড্রয়েড এম এর বিশেষ সব কনটেন্ট।

১)এন্ড্রয়েড এম রিংটোন- লিংক

২)এন্ড্রয়েড এম রিংটোন [ফ্লাশেবল অথা ফ্লাশের যোগ্য]- লিংক

৩)এন্ড্রয়েড এম ওয়ালপেপার- লিংক

৪)এন্ড্রয়েড এম বুট এনিমেশন [Flashable]- লিংক

৫)এন্ড্রয়েড এম লাঞ্ছার এপ - লিংক

6)এন্ড্রয়েড এম প্লে মিউজিক এপ - লিংক

 

তো কেমন লাগলো টিউনটি?নিশ্চই খারাপ লাগে নাই,ভালো লেগে থাকলে আপনার অনুভুতি জানাতে ভুলবেন না,ভালো হোক মন্দ হোক সকল অনুভুতি আমাকে জানাবেন,সকলে ভালো থাকবেন,আল্লাহ হাফেজ 🙂

 

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice

ধন্যবাদ@ Alone Shahalam

prothom tune e shagotom