সম্মানিত টেকটিউনার,
আশা করি ভালো আছেন এই সুবিশাল প্রযুক্তির সাথে। হ্যা আমিও ভালো আছি আপনাদের সঙ্গে থাকতে পেরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধরণ গেম। যা আমায় মুগ্ধ করে দিয়েছে।
লারা ক্রফট ফ্যানদের জন্য দারুন একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম হচ্ছে লারা ক্রফটঃ রেলিক রান। এক কথা অসাধারণ এই গেমটি একবার খেললেই প্রেমে পরতে হবে। স্মার্টফোন ব্যবহারকারীরা রান টাইপের অনেক গেম যেমন টেম্পল রান, সাবওয়ে সারফার্স, জঙ্গল রান ইত্যাদি গেম খেলে থাকলেও লারা ক্রফটঃ রেলিক রান গেমটি আগের অন্যান্য রান গেম গুলোর ধারনা বদলে দেবে।
গেমটিতে রয়েছে অসাধারণ গ্রাফিক্স এবং জটিল সব ষ্টেজ। গেমটির শুরু থেকেই লারা কে নিয়ে দৌড়ানো শুরু করতে হবে। দৌড়ানোর সময় হঠাৎ করে পথের মধ্যে আসবে বিভিন্ন বাঁধা এবং জাম্প, ও্য়াল রান ও সুইপ ডাউন করে সেগুলো অতিক্রম করতে হবে। পথের মাঝে পাশ থেকে শত্রুর আক্রমণ মোকাবেলা করতে হবে বিভিন্ন অস্ত্রের সাহায্যে। দোউড়ানোর পথে মাঝে মাঝে গাড়ি ও বাইকও চালাতে হবে। এভাবে করেই লারা কে নিয়ে দুর্গম পথ পারি দিতে হবে এবং সংগ্রহ করতে হবে কয়েন ও বিভিন্ন ইলিমেন্টস। চমৎকার এই গেমটি প্লে স্টোর (৮০ এমবি) এবং উইন্ডোজ স্টোর (৬৭ এমবি) থেকে ফ্রিতেই ডাউনলোড করা যাবে।
ডাউনলোড লিংক "লারা ক্রফটঃ রেলিক রান" (অ্যান্ড্রয়েড)
ডাউনলোড লিংক "লারা ক্রফটঃ রেলিক রান" (উইন্ডোজ ফোন)
আমার রয়েছে সুবিশাল সফটওয়্যার সমৃদ্ধ একটি ওয়েবসাইট।
পাবেন ফেসবুকেও সব ল্যাটেস্ট ইনফরমেশন।
আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো বন্ধুরা! তোমরা কেমন আছ? আমি ভালো আছি। আমি তোমাদের জন্য সবসময় ভালো ভালো টিউনস নিয়ে হাজির হবো। সবাই আমার জন্য দোয়া করবে।
Thanks for Windows Store link