আসছে অ্যান্ড্রয়েড এর নতুন ভার্সন ANDROID-M,কি কি থাকছে এর শুবিধা, টিউন টি পরে সব জেনে নিন

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন।আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমার দ্বিতীয় টিউন। আজকে আমি আপনাদের যা জানাতে যাচ্ছি তা হল  অ্যান্ড্রয়েড এর  নতুন ভার্সন ANDROID-M সম্বন্ধে, তো চলুন শুরু করা যাক।

অনেক দিন পর গুগল অবশেষে Android এর নতুন সংস্করণ জন্য ক্যান্ডি-থিমযুক্ত নাম নিশ্চিত করল যা হল Android: Marshmallow। এখন পর্যন্ত, গুগল আসন্ন অ্যানড্রইড 6.0 জন্য এর ডাক নাম প্রকাশ করেছে ANDROID-M।  অ্যান্ড্রয়েড এর প্রডাক্ট ম্যানেজার ব্লগ  এ অ্যানড্রইড এ নাম প্রকাশ করেন।

android-marshmallow-logo

অ্যানড্রইড এর এ ভার্সন কিন্তু বিভিন্ন নতুন সুবিধা নিয়ে আসছে, চলুন দেখে নেই কি কি থাকছে এর নতুন সুবিধা।

 

  • ব্যবহারকারীর অনুমতির ওপর ভাল নিয়ন্ত্রণ

নতুন অ্যান্ড্রয়েড-M ব্যবহার কারি রা তাদের এপ্স এর অপর ভাল নিয়ন্ত্রণ রাখতে পারবেন যে একটি অ্যাপ্লিকেশন এর কি কি করার অনমুতি রয়েছে।নতুন অ্যান্ড্রয়েড-M এ আপনি choose করতে পারবেন একটি অ্যাপ্লিকেশন আপ্নআর মোবাইল এর কি কি সুবিধা গ্রহন করতে পারবে।

  • Android Pay

এখন একটি পেমেন্ট করতে একটি অ্যাপ্লিকেশন খোলার কোন প্রয়োজন নেই, আপনি অ্যান্ড্রয়েড-পে দিয়েই সব পেমেন্ট করতে পারবেন

android pay

 

  • ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট

কিছু স্মার্টফোন নির্মাতারা ইতিমধ্যে তাদের ডিভাইসের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত করেছে, কিন্তু অ্যান্ড্রয়েড-M পুরো প্লাটফর্ম জুড়েই এ সুবিধা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। তাই এখন আর পাস ওয়ার্ড নিয়ে এত চিন্তা করার কিছু নেই।

 

  • ব্যাটারি লাইফ

    অ্যান্ড্রয়েড-M আপনার মোবাইল এর  গতি সনাক্তকরণ করবে এবং আপনার গতির ওপর নির্ভর করে আপনার মোবাইল কে গভীর Sleep Mode এ নিয়ে যাবে যা আপনার মোবাইল এর খুবেই কম চার্জ খরচ করবে।

  • সবচেয়ে সুন্দর রিলিজ

গুগল বলে অ্যান্ড্রয়েড-M এর রিলিজ সবচেয়ে সুন্দর এবং ধুম ধাম এর শাথে হবে কারন অ্যান্ড্রয়েড-ললিপপ কিছুটা হলেও ফ্লপ হয়েছিল।

কবে রিলিজ হবে এ অ্যান্ড্রয়েড-M?

 কবে রিলিজ হবে অ্যান্ড্রয়েড-M তা এখনও ঠিক মত জানা যায় নি, তবে এটি সেপ্টেম্বর এ রিলিজ হয়ার কথা আছে।

 

আজ এই পর্যন্তই। এটি ছিল আমার দ্বিতীয় টিউন,কোন ভুল হলে ক্ষমা করে দেবেন।

আমার প্রথম টিউন - ১০ টি ইউটিউব চ্যানেল যা বৃদ্ধি করবে আপনার জ্ঞান এবং গড়ে তুলবে আপনাকে আরও স্মার্ট – মেগা টিউন

 

Social Media এ আমি

   

 

Level 0

আমি মুনতাইম বিন সালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুনতাইম সালাম, মাইলস্টোন কলেজে ক্লাস নাইন এ পরাশুনা করছি। ভালবাসি টেক টিউনস ও টেকনোলজি । আসা করছি আপনাদের সবাই কে সুন্দর ও কাজের টিউন উপহার দিতে পারব । ধন্যবাদ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যারা অনলাইন এ ইনকাম করতে চান ভাল একটি সাইট জাস্ট ৩ কিল্ক এবং play girid 5 click then bux bonus5 সেন্ট http://www.clicknbux.com/?ref=rubelnirob

সুন্দর হয়েছে।।।চালিয়ে যান

Level 0

Thanks for the info