সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন।আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমার দ্বিতীয় টিউন। আজকে আমি আপনাদের যা জানাতে যাচ্ছি তা হল অ্যান্ড্রয়েড এর নতুন ভার্সন ANDROID-M সম্বন্ধে, তো চলুন শুরু করা যাক।
অনেক দিন পর গুগল অবশেষে Android এর নতুন সংস্করণ জন্য ক্যান্ডি-থিমযুক্ত নাম নিশ্চিত করল যা হল Android: Marshmallow। এখন পর্যন্ত, গুগল আসন্ন অ্যানড্রইড 6.0 জন্য এর ডাক নাম প্রকাশ করেছে ANDROID-M। অ্যান্ড্রয়েড এর প্রডাক্ট ম্যানেজার ব্লগ এ অ্যানড্রইড এ নাম প্রকাশ করেন।
অ্যানড্রইড এর এ ভার্সন কিন্তু বিভিন্ন নতুন সুবিধা নিয়ে আসছে, চলুন দেখে নেই কি কি থাকছে এর নতুন সুবিধা।
নতুন অ্যান্ড্রয়েড-M ব্যবহার কারি রা তাদের এপ্স এর অপর ভাল নিয়ন্ত্রণ রাখতে পারবেন যে একটি অ্যাপ্লিকেশন এর কি কি করার অনমুতি রয়েছে।নতুন অ্যান্ড্রয়েড-M এ আপনি choose করতে পারবেন একটি অ্যাপ্লিকেশন আপ্নআর মোবাইল এর কি কি সুবিধা গ্রহন করতে পারবে।
এখন একটি পেমেন্ট করতে একটি অ্যাপ্লিকেশন খোলার কোন প্রয়োজন নেই, আপনি অ্যান্ড্রয়েড-পে দিয়েই সব পেমেন্ট করতে পারবেন
কিছু স্মার্টফোন নির্মাতারা ইতিমধ্যে তাদের ডিভাইসের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত করেছে, কিন্তু অ্যান্ড্রয়েড-M পুরো প্লাটফর্ম জুড়েই এ সুবিধা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। তাই এখন আর পাস ওয়ার্ড নিয়ে এত চিন্তা করার কিছু নেই।
অ্যান্ড্রয়েড-M আপনার মোবাইল এর গতি সনাক্তকরণ করবে এবং আপনার গতির ওপর নির্ভর করে আপনার মোবাইল কে গভীর Sleep Mode এ নিয়ে যাবে যা আপনার মোবাইল এর খুবেই কম চার্জ খরচ করবে।
আজ এই পর্যন্তই। এটি ছিল আমার দ্বিতীয় টিউন,কোন ভুল হলে ক্ষমা করে দেবেন।
আমার প্রথম টিউন - ১০ টি ইউটিউব চ্যানেল যা বৃদ্ধি করবে আপনার জ্ঞান এবং গড়ে তুলবে আপনাকে আরও স্মার্ট – মেগা টিউন
Social Media এ আমি
আমি মুনতাইম বিন সালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুনতাইম সালাম, মাইলস্টোন কলেজে ক্লাস নাইন এ পরাশুনা করছি। ভালবাসি টেক টিউনস ও টেকনোলজি । আসা করছি আপনাদের সবাই কে সুন্দর ও কাজের টিউন উপহার দিতে পারব । ধন্যবাদ
যারা অনলাইন এ ইনকাম করতে চান ভাল একটি সাইট জাস্ট ৩ কিল্ক এবং play girid 5 click then bux bonus5 সেন্ট http://www.clicknbux.com/?ref=rubelnirob