কখনোই হারিয়ে যাবে না আপনার কনটাক্ট নম্বর গুলো [মেগা টিউন]

সবাই আমার সালাম নিবেন।

আমরা আমাদের সিম/ফোনের কনটাক্ট নম্বর গুলো যদি হারিয়ে ফেলি তবে বিপাকে পড়ে যাই।

কিন্ত আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনের কনটাক্ট গুলো রাখতে পারবেন ১০০% নিরাপদ।

এই প্রক্রিয়ার সুবিধা-

  • কখোনই কনটাক্ট নম্বর গুলো হারিয়ে যাবে না।

  • অটোমেটিক আপডেট করে কনটাক্ট নম্বর গুলো ফোন চেঞ্জ করলেও পেয়ে যাবেন।

  • ইচ্ছেমতো কনটাক্ট নম্বর গুলোতে ফিল্ড যোগ করে কনন্টাকের ইনফরমেশন যোগ করতে পারবেন।

  • কনটাক্টে ছবি যোগ করতে পারবেন।

এর জন্য আপনার প্রয়োজন-

  • একটি গুগল একাউন্ট।

  • আপনার এনড্রয়েড ফোন।

যেভাবে কনটাক্ট নম্বর সেভ করবেন-

আপনার এনড্রয়েড ফোনটিতে গুগুলে লগ ইন করুন। এর জন্য Settings>Add Account>Google এ

ক্লিক করুন।(যদি আগে লগ ইন করা থাকে তবে আর করার প্রয়োজন নেই)

তারপর প্রথমে ডায়ালারে যান।

 

তারপর নম্বর তুলে অপশনে ক্লিক করুন। তারপর Add to contacts ক্লিক করুন।

Create new contact ক্লিক করুন।

Google ক্লিক করুন।

Name এবং অন্যান্য যে তথ্য যোগ করতে চান তা করে Done ক্লিক করুন।

ব্যাস! আপনার কনটাক্ট নম্বরটি গুগল একাউন্টে সেভ হয়েছে।

এবার অপনার ফোনটি মাঝেমাঝে আপনার কনটাক্ট গুলো Sync করবে।আর অপনি মেনুয়ালিও Sync করতে পারবেন।

এজন্য Settings> Google যান।

তারপর আপনার ইমেইলে ক্লিক করুন।

এবার অপশন ক্লিক করে Sync Now ক্লিক করুন।

 

***এভাবে কনটাক্ট সেভ করলে অন্য মোবাইলে উক্ত ভাবে লগ ইন করলেই আপনার কনটাক্ট নম্বর গুলো ফিরে পাবেন।***

আশা করি এই ট্রিকটি আপনার কাজে আসবে। আর যারা এটা সম্পর্কে জানতেন তারা আমাকে মাফ করবেন।

Level 2

আমি Sanebin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানতাম। তবুও ধন্যবাদ………

    Level 2

    আপনাকেও ধন্যবাদ।

vai pc thake ki somvob???????

Level New

ওই মিয়া সানেবিন, কয়েকটা ছবি দিয়া রাখলেই মেগা টিউন হইল নাকি?
মেগা মানে কি বুজুইন? হেইডা আগে কইন। পরে টিউন করবাইন।

ধন্যবাদ

    Level 2

    অনুপ্রানিত করার জন্য আপনাকেও ধন্যবাদ।