দীর্ঘস্থায়ী ব্যাটারির এন্ডয়েড ফোন এখন বাজারে

সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউন শুরু করছি। নিশ্চয়ই ভালো থাকবেন এমন আশা ই করি। এন্ডয়েডের ব্যাটারির সমস্যা একটি বিরাট সমস্যা। চার্জ যেন থাকতেই চায়না। আমরা এর জন্য নানা এপস ব্যবহার করি কিন্তু ফলাফল হিতে বিপরীত। তাই এন্ডয়েড নির্মাতা প্রতিষ্ঠানগুলো বেশ উঠে পড়ে লেগেঠে এর সমাধানে।

দেশের বাজারে সম্প্রতি স্টাইলাস ০৬৫ নামের একটি অ্যান্ড্রয়েডনির্ভর ফোন উন্মুক্ত করেছে এসিআই মোবাইল। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এর অক্টাকোর প্রসেসর ও চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। রিভিউয়ের জন্য এই স্মার্টফোনটি এক সপ্তাহ ব্যবহার করা হয়।
ফোনটির বিশেষ কয়েকটি ফিচারের কারণে এটি সবার পছন্দ হতে পারে। চীনে তৈরি এই ফোনটির কাঠামো প্লাস্টিকের। তবে পাঁচ ইঞ্চি মাপের এইচডি আইপিএস ডিসপ্লে থাকায় ভিডিও বা অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স ভালো পাওয়া যায়। মোবাইল ফোনটির পাওয়ার বাটন ও ভলিউম বাটন দুটি দুপাশে। স্মার্টফোনের ওপরের অংশে রয়েছে ইউএসবি পোর্ট ও হেডফোন স্লট।
স্মার্টফোনটির পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটিতে তোলা ছবির মান মোটামুটি। ছবি তুলে জুম করে দেখলে কিছুটা ঘোলা দেখা যায়। দ্রুতগতির ফোনটিতে এইচডি ভিডিও ও অ্যাপস চলেছে সাবলীলভাবে। ফোনটির সবচেয়ে ভালো দিক মনে হয়েছে, এর সঙ্গে দুই জিবি র‍্যাম থাকার বিষয়টি। এতে ফোনে দীর্ঘক্ষণ কাজ করা ও নির্বিঘ্নে অ্যাপ চালানো সম্ভব হয়েছে।
ফোনটির ওজন ১৫৩ গ্রাম। নয় দশমিক এক মিলিমিটার পুরুত্বের ফোনটিতে সাত ঘণ্টা পর্যন্ত টকটাইম পাওয়া যায়। হ্যান্ডসেটটিতে এক্সটার্নাল মেমোরি হিসেবে ৩২ জিবি এসডি কার্ড সমর্থন করে। ছবিতে ৭২০ বাই ১২৮০ পিক্সেল ফরম্যাট সমর্থন করে। এর ক্যামেরা দিয়ে ৭২০ পিক্সেলের ভিডিও রেকর্ড করা যায়।
ফোনটিতে সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড কিটক্যাট। কালো রঙের এই ফোনটি বাজারে ১২ হাজার ৫৯০ টাকায় বিক্রি হচ্ছে। ফোনটিতে সমর্থন করে দুইটি সিম যার একটি বড় ও একটি মাইক্রো সিম। থ্রিজি ও ওয়াই-ফাই সংযোগে ফোনটি ভালো কাজ করেছে।

নতুন অবস্থায় গেম খেলা, ওয়াই-ফাই ব্যবহার করে ব্রাউজ করা, কথা বলা সব মিলিয়ে ভালো পারফরম্যান্স দেখা গেছে। এই ফোনটির সঙ্গে অবশ্য হেডসেট, চার্জার ও কাভার দিচ্ছে এসিআই।
ফোনটির দুর্বল দিক হচ্ছে, এর ব্যাটারি বিচ্ছিন্ন করা যায় না। বড় আকারের লি-পলি ব্যাটারিযুক্ত করায় ফোনটি অন্যান্য ফোনের তুলনায় কিছুটা ভারী মনে হয়। এ ছাড়াও বাজারে হালকা-পাতলা ফোনের তুলনায় এর পুরুত্ব অনেক বেশি। এ ছাড়া রিভিউয়ের জন্য সরবরাহ করা ফোনে কথা বলার সময় খুব আস্তে কথা শোনা গেছে।
স্মার্টফোনের বাজারে অন্য ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে তাইয়েবুর রহমান বলেন, ‘বাজারে মানসম্পন্ন পণ্য এনে আমরা অন্য ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে চাই।’
বাজারে এখন ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে যে ধরনের স্মার্টফোন পাওয়া যায় সে তুলনায় স্টাইলাস ০৬৫ স্মার্টফোনটিকে মাঝারি মানের ফোন বলে মনে হয়েছে।

এক নজরে স্টাইলাস ০৬৫
পাঁচ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে
এক দশমিক চার গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর
অ্যান্ড্রয়েড কিটক্যাট
১৬ জিবি রম, দুই জিবি র‍্যাম
সামনে আট ও পেছনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা
চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, দ্রুতগতিতে চার্জ দেওয়ার প্রযুক্তি
থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ
অ্যাকসিলরোমিটার, লাইট, হল, প্রক্সিমিটি, গ্রাভিটি সেন্সর, ই-কম্পাস
ওটিএ, ওটিজি সুবিধা

টিউন নেয়া হয়েছেএখানে থেকে Prothom Alo থেকে নেয়া।

যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন

আর আপনি যদি মুভি পাগলা হন তরে মুভি সাইটি ঘুরে আসতে ভূলবেন না। সব ধরনের মুভিই পাবেন এখানে।

ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।

আমার আগের টিউনগুলো দেখে নিতে পারেন

প্রতিদিন বিনা মূল্যে নির্দ্দিষ্ট পরিমান ইন্টারনেট দিবে মোবাইল অপারেটরররা

ছোটবেলার খেলা সাপ লুডু খেলব এন্ডয়েড এ। খেলতে খেলতে চলে যাই ছেলেবেলায়।

CMD commands এর বিশাল সংগ্রহ A To Z ও স্পেশাল কিছু tricks

Android বা স্মার্টফোন নিরাপদ রাখতে কিছু জানা অজানা টিপস যা না জানলেই নয়।

এন্ডয়েড এর সেরা ও অন্যরকম একটি গেম। খেলেই দেখুন কত মজা।

মোবাইল ভেরিভিকেশন ছাড়াই যত ইচ্ছা জিমেইল একাউন্ট খুলুন

কম্পিউটারেরর সবচেয়ে জনপ্রিয় গেমটি এবার খেলুন এন্ডয়েডে।

আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।

Level New

আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

walton Primo RM2 এর ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পায়ার। এটার থেকে ভালো না???