টাইটেল পড়ে অবাক হচ্ছেন? ভাবছেন, ওয়ারেন্টি বাতিল করা ছাড়া স্মার্টফোন রুট করবেন কীভাবে? হ্যাঁ, প্রক্রিয়া একটা আছে। মূল কথা হচ্ছে আপনি রুট করে যদি কোন সমস্যা হবার আগেই আবার আনরুট করতে পারেন অথবা সমস্যা হবার পরই আনরুট করেন তবে আপনার ওয়ারেন্টি থেকে যাবে, বাতিল হবে না। কিন্তু অনেক ক্ষেত্রেই আনরুট প্রসেস সফলভাবে কেউ সম্পন্ন করতে পারেন না, বিধায় ওয়ারেন্টি বাতিল হয়ে যায়। তাই আজকে এই সিম্পল প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করা।
নোট: এই প্রক্রিয়াটি শুধু মাত্র কাজ করবে অ্যান্ড্রয়েড ভার্সন ৪.০ (আইসক্রিম স্যান্ডুইচ) থেকে পরবর্তি ভার্সনগুলোতে কিন্তু ললিপপের ক্ষেত্রে আবার এই প্রক্রিয়াটি কাজ করবে না। পাশাপাশি, এই প্রক্রিয়াটি সেসব ডিভাইসেও কাজ করবে যেগুলোতে বিল্ট ইন সিকিউরিটি সফটওয়্যার রয়েছে, যেমন স্যামসাং এবং নক্স।
টিউটোরিয়ালটির জন্য আমাদের যা দরকার হবে:
iRoot(আগে এর নাম ছিলো VRoot) - পিসি সফটওয়্যার যা আপনার হয়ে পুরো কাজটিই করবে।
আপনার স্মার্টফোনের ড্রাইভার আপনার কম্পিউটারের ইনস্টল করা থাকতে হবে।
যেভাবে রুট করবেন:
SuperSU এনাবল করুন:
ডিফল্টভাবে iRoot দিয়ে ডিভাইস রুট করলে অন্য একটি প্রোগ্রাম সুপার ইউজারের অ্যাকটিভিটি বা পারমিশন নিয়ন্ত্রণ করে থাকে। তবে আপনি চাইলেই এটি পরিবর্তন করে জনপ্রিয় SuperSU ব্যবহার করতে পারেন। যেভাবে SuperSU ব্যবহার করবেন।
হয়ে গেল! এখন আপনি যদি সব কিছুই সফল ভাবে করে থাকেন তবে আপনার ডিভাইসটি কোন প্রকার কার্নেল মোডিফিকেশন ছাড়াই রুটেড হয়ে গিয়েছে যা কোন প্রকার ওয়ারেন্টি বাতিল করবে না। আর যদি ফুল আনরুট করতে চান তবে SuperSU এর অপশনে গিয়ে Full Unroot করে দিলেই হবে।
আমি আলাউদ্দিন মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Honesty is the best policy