আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আজ আমি ছোট্টমনিদের জন্য নিয়ে আসলাম রংতুলি দিয়ে ছবি আকার একটি এন্ড্রয়েড বাংলা অ্যাপস “AakaAaki (আকা আকি)“। রংতুলি দিয়ে আকা আকি করতে কে না ভালবাসে, সেই মোমের পেন্সিল থেকে শুরু করে আজকের পেইন্টিং সবাই কিন্তু চায় তার মনের ছবিটি কে ক্যানভাসে ধরে রাখতে,েআর যেহেতু এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি বাংলায় তাই আমাদের বিশ্বাস সকল বাংলা ভাষা ভাষির ছোট্টমনিরা খুব সহজেই এটা ব্যবহার করতে পারবে এবং ছবি আকতে পারবে।
AakaAaki (আকা আকি) একটি ছোটমনিদের ডিজিটেল রংতুলি ক্যানভাস। এখানে তোমরা তোমাদের মনের মতো ছবি তোমাদের আঙুলের মাধ্যমে ডিজিটেল ক্যানভাসে আকতে পারো। তবে আর দেরী কেনো শুরু করে দাও তোমাদের মনের মতো রং দিয়ে মনের মতো ছবি আকা। তোমরা উপরের মেনু থেকে রং, সাইজ, সিলেক্ট করে আকতে শুরু করো এবং যদি ভুল হয়ে যায় তাহলে আংশিক মুছে ফেলো অপশন দিয়ে ব্রাস সাইজ সিলেক্ট করে মুছে ফেলো, আর যদি পুরো ছবিটাই মুছে ফেলতে চাও তবে সব মুছে ফেলা (পুরোপুরি মুছে ফেলা) টুলটি ব্যবহার করো।
আর তোমার আকা ছবিটি সংরক্ষন বাটনের মাধ্যমে ছবি ফাইল হিসেবে সেভ করে রাখতে পারবে, এবং তুমি যদি তোমার ছবিটি অন্যদের সাথে শেয়ার বা ফেসবুকে টিউন করতে চাও তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো বাটনটি ব্যবহার করতে পারো।
* শেয়ার করা (তোমরা আকা ছবি মেসেজ, ইমেইল, ফেসবুক,স্কােইপি,ভাইবার, ব্লুটুথ ইত্যাদী এর মাধ্যমে শেয়ার করো)।
# আপডেট : ০৯ অগাষ্ট ২০১৫
# সাইজ : ১.৯৯ এম.বি
# ভার্সন : ১৩(২.১৩)
# রিকয়ার অ্যান্ড্রয়েড : ২.৩.৩ +
ধন্যবাদ।
QR CODE
আমি neoshahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।