grate wi fi tune মোবাইল থেকে mb share করে মোবাইল এ অথবা laptap এ নেট চালান।

আজ টেকটিউনস এ আমার প্রথম স্টাটাস।। ভুল হলে ক্ষমা করবেন।।। আপনার Android মোবাইলে থাকা ইন্টারনেট কানেকশন Portable Wi-Fi hotspot দিয়ে শেয়ার করুন অন্য যেকোন Android, Laptop বা Tablet পিসিতে। অনেক সময় আমাদের একাধিক Mobile অথবা Laptop এ ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। সবগুলোতে এক সঙ্গে Internet Connection দিতে গেলে আমাদের এক একটি করে মডেম, সিমের প্রয়োজন হবে। আপনি চাইলে এতসব ঝামেলা না করে আপনার মোবাইলে থাকা Data Connection এর মেগাবাইট শেয়ার করতে পারেন Wi-Fi hotspot দিয়ে। Portable Wi-Fi hotspot চালু করতে যা যা করতে হবে... • প্রথমে আপনার সেটিং এপ্লিকেশনটি চালু করে More অপশনটিতে ক্লিক করুন। • এবার Tethering & portable hotspot অপশনটিতে ক্লিক করুন। • Set up Wi-Fi hotspot অপশনটিতে ক্লিক করে আপনার Wi-Fi hotspot সেটিং করতে হবে, Network SSID অপশনে ক্লিক করে আপনার ইচ্ছেমত একটি নাম লিখুন এবং তার নিচে থাকা Security অপশনটিতে ক্লিক করে নির্বাচন করুন আপনার Wi-Fi hotspot কিভাবে পাবলিশ করবেন!! মানে এখানে Open অপশনটি সিলেক্ট করলে আপনার ওয়াইফাই যে কেউ কানেক্ট করতে পারবে। আর যদি মনে করেন আপনার Wi-Fi hotspot কেউ আপনার অনুমতি ছাড়া ব্যবহার না করুক, তাহলে WPA PSK অপশনে ক্লিক করে একটি আপনার মনের মত করে Password লিখুন (8 সংখ্যা বা বর্ণের)। • এবার নিচের Save লেখাটিতে ক্লিক করে আপনার তথ্য গুলো Save করুন। • সবকিছু ঠিকমতো করা হলে Portable Wi-Fi hotspot লেখাটির ডান পাশের খালি ঘরটিতে ক্লিক করুন। আপনার Wi-Fi hotspot চালু হওয়ার সাথে সাথে খালি ঘরটিতে ঠিক চিহ্ন (√) এবং উপরে Wi-Fi hotspot আইকনটি দেখতে পাবেন। যেভাবে করবেন Wi-Fi কানেক্ট... এখন আপনি অন্য Laptop বা Mobile এর Wi-Fi চালু করলে আপনার দেওয়া মোবাইলের Network SSID নামটি দেখতে পাবেন। নামটিতে ক্লিক করলে একটি Password চাইবে, সেখানে আপনার দেওয়া Wi-Fi hotspot এর পাসওয়ার্ডটি লিখে কানেকশন করুন।

Level 0

আমি সচ্চিদানন্দ মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো লাগলো…।।

thanks @@ রাফিন আরা

স্কিন শর্ট দিলে বুঝতে আরো সুভিদা হত।ধন্যবাদ।

কাজ টা খুব সহজ তাই আর screen shots দিলাম না।।।।
কোথায় অসুবিধা হচ্ছে বলুন।।