আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়া ভাল আছি।
আজ আপনাদের জন্য নিয়ে এলাম প্লে স্টোরের সেরা এবং নাম্বার ওয়ান মোবাইল সিকিউরিটি AVG AntiVirus PRO যা কিনা আপনাকে দিবে সর্বোচ্চ সুরক্ষা এবং মোবাইল চুরের বা অনাকাক্ষিত কারও হাত থেকে রক্ষাও করবে। AVG AntiVirus PRO এর চেয়ে ভাল সিকিউরিটি ও ফিচার কোন অ্যান্টিভাইরাসই দিয়ে থাকে না। আর এর প্লে স্টোর প্রাইস মাত্র 11.85$। কিন্তু আপনি ফ্রিতে পাবেন, চিন্তার কিছু নাই।
AVG AntiVirus PRO এর এত বেশি ফিচার আছে যে তা বাংলায় বনর্না করে লিখতে গেলে কয়েক ঘন্টা পেরিয়ে যাবে। কারও হাতে সময় থাকলে প্লে স্টোর থেকে অথবা আমার ব্লগ থেকে। তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা না করলে হয়ত বুঝতেই পারবেন না আমি কত টুকু সত্য বলছি আর কেনই বা এটা অন্য সকল অ্যান্টিভাইরাস থেকে আলাদা।
আরও অনেক ফিচার আছে, দয়া করে প্লে স্টোর থেকে দেখে নিয়েন বা আমার ব্লগ থেকে দেখে নিয়েন।
ডাউনলোড লিঙ্কঃ
এর প্লে স্টোর প্রাইস মাত্র 11.85$ এবং লিঙ্ক এখানে
অথবা আমার কাছ থেকে ফ্রি নিন
ভাল থাকবেন সবাই
আমি সাব্বির মিশু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
dekhi kaj kore kina?