SUPER USER PART 1:-অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যেভাবে কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বাহির করবেন।

এটা আমার ১ম টিউন। টেকটিউনস প্রায় আমি দুই বছর বেশি সময় ধরে ভিসিট করে আসছি কিন্তু কখনো টিউন করার সাহস পায়নি।  কারন এত বড় বড় টিউনার দের কাছে নিজেকে খুব তুচ্ছ মনে হয়  । বাদ দেই এসব কথা কাজের কথায় আসা যাক--

 

সম্পূর্ণ টিউটোরিয়াল টি শুধুমাত্ত অ্যান্ড্রয়েড রুট ইউজার দের জন্য।

 

টাইটেল দেখেই বুঝতে পারতেছেন কি বলব, ধরুন আপনার কোনো ফ্রেন্ট এর রাউটার বা অফিস এর ওয়াইফাই কানেক্ট করা আছে আপনার ফোনে কিন্তু আপনি password জানেন না। সেক্ষেত্তে আপনি নিম্নের এই পদ্ধতিতে password টি দেখতে পারবেন।
তাহলে শুরু করা যাক----
কাজ টা মেনুয়ালি করব কোনো সফটওয়্যার ছাড়াই।
যা যা লাগবে :-
১. ফোনটি অব্যশই রুট করা থাকতে হবে।
২. Root Explorer.apk (অন্য ফাইল মেনেযার দিয়ে করলেও হবে সেক্ষেত্তে আপনাকে আলাদা text viewer লাগতে পারে)

Root Explorer. apk না থাকলে থেকে
এখান ডাউনলোড করে নিন।

Root Explorer install করে ওপেন করুন Root permission চাইলে Grant দিন।

Root Tab এ click করুন

 

 

 

 

তারপর data>misc>wifi ফোল্ডার এ ক্লিক করলে wpa_supplicant.conf নামে একটি ফাইল দেখতে পাবেন, ফাইল এর উপর ক্লিক করলে নিচের মত সব ওয়াইফাইয়ের নাম অর্থাৎ "ssid" তার নিচে Password অর্থাৎ "psk" তে পাসওয়ার্ড টি দেখতে পাবেন।

 

 

 

 

কারো বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখতে পারেন।

মোবাইল দিয়ে টাইপ করেছি  তাই কোনো ভুল ত্তুটি হলে ক্ষমা দৃষ্টি তে দেখবেন।

আজকের মত এই পর্যন্তঈ।

খোদাহাফেজ।

SUPER USER PART 1:-অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যেভাবে কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বাহির করবেন।

SUPER USER PART 2 : এক পদ্ধতিতেই রুট করুন আন্ড্রয়েড এর সকল ডিভাইস।

SUPER USER PART 3:- যেভাবে এন্ড্রয়েড মোবাইলের বুট এনিমেশন পরিবর্তন করবেন।

Level New

আমি শামীম জাহান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর আগে এই বিষয়ে টিউন করা হয়েছে,
https://www.techtunes.io/android/tune-id/321492

ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

nice