গুরুত্বপূর্ণ কিছু এন্ড্রয়েড গোপন সংকেত

আসসালামুআলাইকুম,

কেমন আছেন সবাই ?

আমি তাসলিম আহমেদ, আবার

 

 

 

 

হাজির হলাম এন্ড্রয়েড এর কিছু গোপন সংকেত নিয়ে.

আমরা তো প্রায় সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি.

কিন্তু খুব কম সংখ্যক মানুষ এই এন্ড্রয়েড ফোনের গোপন সংকেত জানে.আর এই গোপন সংকেত গুলো খুব দরকারি.

এন্ড্রয়েড ফোন ক্রয় করার পূর্বেও এই সংকেত দিয়ে পরীক্ষা করে নিতে পারেন

আর কথা বাড়াবো না. চলুন দেখে নেই .

  1. *#06#       ফোনের IMEI দেখাবে .
  2. *#7465625#       ফোন লক অবস্থান দেখাবে.
  3. *#*#8255#*#*      জি-টক সেবার পর্দা দেখাবে.
  4. *#*#1472365#*#*      জি পি এস পরীক্ষা করবে .
  5. *#*#34971539#*#*      ক্যামেরা সম্পর্কে জানাবে .
  6. *#*#197328640#*#*        সব সেবা পরীক্ষা করবে .
  7. *#*#232339#*#*         wireless lan পরীক্ষা করবে .
  8. *#*#232337#*#       ব্লুটুথ যন্ত্রের ঠিকানা দেখাবে .
  9. *#*#3264#*#*      রেমের সংস্করণ দেখাবে .
  10. *#*#2664#*#*      টাচস্ক্রিন পরীক্ষা করবে .

11.*#*#232338#*#*       wi-fi mack ঠিকানা দেখাবে .

  1. *#*#1234#*#*       পিডিএ ও ফার্মওয়্যার সংস্করণ দেখাবে .
  2. *#12580*369#      সফটওয়্যার ও যন্ত্রাংশ সম্পর্কে তথ্য দেবে.
  3. *#301279#      HSDPA/HSUPA নেটওয়ার্ক নিয়ন্ত্রন তালিকা দেখাবে.
  4. *#0*#         পরিষেবা মেনু সেট করা যাবে.
  5. *#*#0842#*#*        পর্দার আলো ও ভাইব্রেশন পরীক্ষা করার জন্যে.
  6. *#*#4636#*#*         ফোনের তথ্য, ব্যবহার পরিসংখ্যান ও ব্যাটারি সর্বশেষ অবস্থান জানাবে
  7. *#*#7780#*#*         ফ্যাক্টরি রিষ্টার সেটিং.গুগল একাউন্ট সহ সব সিস্টেম ডেটা মুছে যাবে.
  8. *#*#197328640#*#*        সেবার ধরণ(সার্ভিস মোড)চালু হবে বিভিন্ন পরীক্ষা ও সেটিং বদলানোর জন্য
  9. *#*#273282*255*663282*#*#*         অবিলম্বে ফোনের সব মিডিয়া ফাইল সংরক্ষন(BACKUP)করবে.
  10. *2767*3855#         সব ইন্টারনাল ও এক্সটারনাল তথ্য মুছে গিয়ে ফোনের ফার্মওয়্যার রিইনস্টল হবে.

 

টিউনটিতে যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো.. 🙂 

যদি চান ইউটিউবে ভিডিও দেখতে পারেন :- https://www.youtube.com/watch?v=EBPByq3Paoc

 

 

ফেইসবুকে আমি :- http://www.facebook.com/taitsollution

আমার ব্লগ:- http://www.taitsollution.blogspot.com

http://www.godhulirkhobor.blogspot.com

 

Level 0

আমি তাসলিম আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুধু এই ভাবে ডায়েল করলেই হবে ভাই???