মুসলমান একং নামাজী ভাইদের জন্য দারুন একটি Android App

মুসলমান একং নামাজী ভাইদের জন্য দারুন একটি Android App

 
আসসালামুআলাইকুম, আমি নুস্রাত জামান খান । বলতে পারেন কোন ব্লগে এটাই আমার প্রথম টিউন। আমি অবস্য অনেক আগে এথানে হেল্পডেক্স-এ একটা টিউন করেছিলাম। যা হোক, নতুন টিউনার হিসাবে আমার টিউন আপনাদের ভালো না লাগাটা স্বাভাবিক তার পরও শুরু করলাম--
আমি আজ আপনাদের সাথে যে এপ্স টা শেয়ার করব সেটি মুসলমান ও নামাজী ভাইদের জন্য খুব কাজে লাগবে। এই এপ্সটির নাম হল- নামাজ
যা যা থাকছে এই এপ্সটিতেঃ-

  • নামাজের প্রাথমিক বিষয়াবলী- এর মাধ্যমে আপনি নামাজ কখন ফরজ হয়, অজুর শুদ্ধ নিয়ম, আরকান আহকাম, নামাজের ফরজ সুন্নাত ওয়াজিব মুস্তাহাব সহ বিভিন্ন বিষয় জানবেন
  • নামাজের ওয়াক্ত ও রাকাত সমুহ
  • নামাজের প্রয়োজনীয় দুআ।
  • বিভিন্ন নামাজ যেমন জুমা, ঈদ, চাসতের নামাজ, তাহাজ্জুত নামাজ, ইত্যাদির বিবরন ও পড়ার নিয়ম।
  • কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন নামাজের ফজিলত, নারী পুরুষের নামাজের পার্থক্য, নামাজের নিসিদ্ধ কার্যাবলী সিজদাহ সাহূর বিবরন ইতাদি বিষয়।
  • বাংলাদেশের সব জেলার নামাজ, সেহর িইফতারের আজীবনের সময়সূচী।

বিশেষ ফিচারঃ

  • আপনার নিজের জেলার সময়সুচি সেটাপ করতে পারবেন কোন ধরনের ইন্টারনেট কানেংশন ছাড়াই। এমন কি আপনার বাড়ির পাশের মসজিদের সময় সূচির সাথে সময় মিলিয়ে আজানের সময়সূচি  সেটিং করে নিতে পারবেন।
  • আপনার সেটিং করা সময়ে আজান দিয়ে আপনাকে নামাজের সময় মনে করিয়ে দেবে। তবে আপনি চাইলে আজান বন্ধরেখে নটিফিকেশন চালু রাখতে পারেন।

তো আর দেরি কেন নিচের এখান হতে ডাউনলোড করে নিন (মাত্র 2.5 মেগা)

আমি নুসরাত জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ। দারুন জিনিস দিলেন।

অনেক ধন্যবাদ।