◄ সাইজ কমান, খরচ বাঁচান! ►
প্রায় ২ মাস আগে থেকে ভাবছিলাম ফটো রিসাইজার এপ্লিকেশান ডেভেলপ এবং আপলোড করবো। কাজও শুরু করেছিলাম। কিন্তু পরে আমার বেশিরভাগ কাজের মত আটকে ছিল ব্যাপারটা। কিছুদিন আগে আবার শুরু করলাম কাজ।
অনলাইনে সামাজিক যোগাযোগ এখন আমাদের অবিচ্ছেদ্য অংশ। আমাদের দিনের একটা অংশ কেটে যায় ফেইসবুক। হাজার হাজার স্ট্যাটাস, ছবি আপলোড করে থাকি আমরা।
আমাদের দেশে ইন্টারনেট স্পিড কম থাকে (বিশেষ করে গ্রামে)। আবার খরচও অনেক। ছবির সাইজ বড় হলে তা আপলোড করাটাও সমস্যা। এই সমস্যা সমাধানে ছোট এবং সহজ একটা এনড্রয়েড এপ্লিকেশন নিয়ে আসলাম আপনাদের জন্য। এপ্লিকেশনটি ইনস্টল করুন, ছবির সাইজ কমান এবং আপলোড করুন।
এপ্লিকেশনটি যতটা সম্ভব ঝামেলামুক্ত রাখা হয়েছে। তা ছাড়াও সরাসরি শেয়ারের সুযোগ থাকছে ফেইসবুক, টুইটার বা ইমেইলে। যে যে সুবিধেগুলো পাবেন:
১. এক-ক্লিকে ছবির সাইজ কমানো শেয়ারের জন্য।
২. নিজের ইচ্ছেমত সাইজ করতে পারবেন। আপনি আপনার সুবিধেমত Width and Height দিতে পারবেন। এর মাধ্যমে যে সব জায়গায় নির্দিষ্ট সাইজের ছবি আপলোড করতে হয় সেসব জায়গার জন্য রিসাইজ এবং আপলোড করতে পারবেন।
৩. সরাসরি এপ্লিকেশন থেকে ফেইসবুক বা অন্য কোথায় শেয়ার করতে পারবেন।
এপ্লিকেশনটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে।
OR
https://play.google.com/store/apps/details?id=com.techgalactica.quickimageresizer
যদি কাজে লেগে থাকে এবং ভালো লাগে তাহলে রেটিং দিতে ভুলবেন না যেন। ধন্যবাদ।
স্ক্রিনশট:
বুঝতে কোন সমস্যা হলে জানাবেন। যদি কোন বাগ বা সমস্যা পান এপ্লিকেশনে তাও জানাবেন। আশা করি সামনে আরো নতুন নতুন এপ্লিকেশন নিয়ে হাজির হতে পারব আপনাদের সামনে।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য এবং ডাউনলোড করার জন্য। যদি এপ্লিকেশনটি আপনাদের কাজে লাগে তাহলেই সার্থকতা।
ডাউনলোড করার লিংক আবারও দিলাম:
OR
https://play.google.com/store/apps/details?id=com.techgalactica.quickimageresizer
আমি photoshopguruji। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ, এ নিয়ে আগে টিউন হয়েছে। তবও নতুনদের জন্য কাজে লাগবে।