আসসালামু আলাইকুম!!
রুট ছাড়া মোবাইল চালিয়ে কোন মজাই নেই।তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে Samsung Galaxy Core 2 duos মোবাইল টি রুট করতে হয়।পদ্ধতি টা একটু কঠিন,কিন্তু 100% Sure থাকুন যে রুট হবেই।
বিঃদ্রঃঅনেকেই হয়তো জানেন না যে রুট করলে আপনার ফোনের ওয়ারেন্টি থাকবে না।তাই চিন্তা ভাবনা করে তারপর রুট করবেন,কেননা আপনার কোন সমস্যার জন্য আমি দায়ি থাকব না।
চলুন তাহলে দেখি কিভাবে রুট করবেন।
প্রথমে নিচের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন:
Update kinguser.zip
জিপ ফাইলটি ডাউনলোড করে আপনার এসডি কার্ডে রাখুন কোন ফোল্ডার ছাড়া।
এবার চলুন দেখি রুট করার বিস্তারিত নিয়ম:
1. Download the Zip file and copy it into your external SD card
2. Switch off your phone and boot into recovery by holding Volume Up + Power + Home buttons
(Stock recovery is able to flash this file)
3. Navigate by pressing the Volume Up/Down button and choose "Apply update from external storage" by using the Power button.
4. Select the file UPDATE-Kinguser-3.4.0.zip
5. The phone will auto reboot
এখন আপনার App Drawer এ গিয়ে দেখুন একটি Kinguser নামে একটা এপ ইন্সটল হয়েছে,তার মানে আপনার ফোনটি রুট হয়েছে।
তাহলে আর কি Enjoy!!
সবাই ভাল থাকবেন। আজ এ পর্যন্তই,পরে আবার নতুন কিছু নিয়ে হাজির হবো।
বুঝতে সমস্যা হলে অথবা অন্য কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে জানান।
আমি মোহিদ হাসান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।