প্রথমে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। কারন আমাদের সাথে থাকলে সবাই ভালোই থাকে। আর আমিও ভালো আছি। 😀
নতুন ফোন কিনলাম HD Game খেলার জন্য Trial X3 গেইম টা ডাউনলোড করে খেলা শুরু করলাম গেইম টা গেইম টা ফ্রী কিন্তু ওদের ভিতরের পেইড ফিচার দেখে বিরক্ত হয়ে গেছিলাম ধরুন লেভেল আনলক করতে ডলার লাগবে লেভের ৪ ষ্টেপ খেলার পর বাকী ষ্টেপ আনলক করতে ডলার লাগবে। এইভাবে মোটামোটি $50 ডলারের মতো খরচ করা লাগবে আপনার পুরা গেইম খেলার জন্য, :3
হয়তো আমার অনেক টাকা থাকলে সেই পথ টাই বেছে নিতাম কারন ডেবলপার দের তো কিছু লাভ দেয়া লাগবে... কিন্তু আমি অত্তোটা ধনী না যে ইচ্ছা করলেই ক্রেডিট কার্ড এড করে কয়েকশো ডলার খরচ করে গেম খেলবো... আবার ইচ্ছা ও তো বাধা মানে না। 😛
তাই আমার জন্য পাবলিক এর জন্য হ্যকিং টাই সবচেয়ে ভালো আইডিয়া। 😀
সো হ্যক এর মাধ্যমেই পুরা ট্রায়াল এক্স ৩ বিনা পয়সায় আনলক করে ফেলছি 😛
[ অবশ্য প্যচ করা এপ দিয়ে ও করা যায়, কিন্তু সেগুলায় সব ফ্রী তাই মজা নাই খেলে :3 ]
যাইহোক কাজ শুরু করা যাক....
প্রথমেই আপনার ফোন রুট করা থাকা লাগবে। 😀
তারপর এই এপ টা নামান।
তারপর ইনষ্টল করুন।
গোগোল প্লে ষ্টোর এ যেকোন জিমেইল আইডি দিয়ে প্রথমে লগিন করে নেন।
ওপেন করলে সব এপ লিষ্ট দেখাবে।
সুপার ইউজার গ্র্যন্ট করুন।
লিষ্ট থেকে যে এপ আনলক করবেন [যেটায় আনলক করতে ক্রেডিট কার্ড চায় ] সেটা সিলেক্ট করুন।
লোড নিবে আমি এখানে Highway rider দিয়ে দেখিয়েছি।
তারপর যেখান থেকে পাওয়ার কিনতে হবে অথবা আনলক করতে হবে সেখানে ক্লিক করুন সবচেয়ে বড় প্যকেজ টাই সিলেক্ট করুন :3 হ্যক যেহেতু করবেন ভালো ভাবেই করুন 😛
buy এ ক্লিক করে কিনে ফেলুন 😉 ভয় নেই এক টাকা ও লাগবে না।
payment successful দেখাবে 😀
মিশন সাকসেস ফুল 😀 আপনি আপনার জিনিষ পেয়ে গেছেন যেখানে $8 লাগতো সেখানে ফ্রী তে 😛
এই ভাবে আপনি যেকোন এপ ফ্রী তে পেইড ফিচার আনলক করতে পারবেন।
বিঃদ্রঃ প্লে ষ্টোর থেকে ব্যন খাইতে পারেন 😛
আশা করি বুঝতে পারছেন। সমস্যা হলে টিউমেন্ট করুন। আর খুব তারাতারি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হবো। তাই আমাদের সাইটের সাথেই থাকুন।
আমি নেছার আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নতুন টিউনার তাই আমাকে দোওয়া করবেন, যাতে আমি আপনাদেকে নতুন কিছু দিতে পারি।
বাঃ মজাদার, গুগল কে বোকা বানানো ।