সবাই কে ঈদের ৭ ম দিনের শুভেচ্ছা জানিয়ে লিখতে বসছি আমার টেকটিউনসে প্রথম টিউন। সবার আন্তরিক শুভেচ্ছা কামনা করে শুরু করছি। o_Oo.O:O:|o,..,o~oO>(@ @)
আমাদের দেশের কিছু ছবি ভাল লাগ্লেও বাকি সব যাচ্ছে তাই।।। আমরা অনেক এ মনে মনে ভাবি এর থেকে ভাল ছবি আমি বানাতে পারতাম। ঠিক ভাবছিলেন তখন কারন এখন আপনার বন্ধুদের নিয়ে ছবি ভিডিও করে হয়ে যেতে পারেন ডিরেক্টর। তার জন্য দরকার শুধু একটা অ্যান্ডরয়েড ফোন। আর আমার এখানে দেওয়া সেরা অ্যাপ। তাহলে চলুন দেখে নেই।।।।।।।।।।।।
এবার আসুন দেখি এর ফিচার গুলো
এই অ্যাপ টি তে রয়েছে শক্তিশালী এইচডি ক্যামেরা। আপনি ইচ্ছে করলে এই ক্যামেরা দিয়ে আপনার শর্ট ফিল্ম এর শুট করতে পারবেন। আবার ইন্সটাগ্রাম বা ভাইন এর রেকর্ডেড ভিডিও আপলোড করতে পারবেন।
আরো রয়েছে মোস্ট ধামাকা দার এডিট রুম। সেখানে আপনি আপনার মুভি এডিট থেকে শুরু করে ডাবিং,মিউজিক এড, ভিসিউয়াল এফেক্টস,আরো নানারকম কাজ করতে পারবেন।
আবার আপনার সব রকমের এডিট অটোমেটিক সেভ হয়ে যাবে গ্যালারি রুমে।
আর এর সবথেকে সুবিধা হল এর নিজস্ব স্টোর রয়েছে। সেখান থেকে আপনার প্রয়োজন মত এফেক্টস,ট্রানজিসন, থিমস, ফেডস ইত্যাদি।
এই এপশ টার দাম $8 অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫৬০ টাকা। তাই এটা আপনাকে এটা BLACKMART থেকে নামাতে হবে। BLACKMART আরেকটা এপ অ্যান্ডরয়েড এর জন্য যার মাধ্যমে আপনি প্লে স্টোর এর পেইড এপ নামাতে পারবেন। তাই আগে ডাওনলোড করে নিন ব্ল্যাকমার্ট এই লিনক থেকে http://blackmart.us/black_mart.apk
তারপর ইন্সটল করে চালু করে সেখানের সার্চ বক্স থেকে viva video pro সার্চ দিয়ে ডাওনলোড করে নিন।
(সাবধান এটার ডেমো ভার্শন রয়েছে ওইটা ডাওনলোড কইরেন না)
আজ এতটুকুই সবাইকে ধন্যবাদ। ভালোলাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।
bye
আমি TH3 BLACKF1SH। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সংগ্রহে নিলাম ভাই, দেখি তারপর কি হয়